/indian-express-bangla/media/media_files/2025/10/09/oscar-bruzon-on-east-bengal-performance-2025-10-09-11-55-59.jpg)
ইস্টবেঙ্গলের পারফরম্য়ান্স নিয়ে মুখ খুললেন অস্কার ব্রুজোঁ
East Bengal FC: জয় দিয়েই ২০২৫ আইএফএ শিল্ড অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। বুধবার (৮ অক্টোবর) কল্যাণী স্টেডিয়ামে প্রথম ম্য়াচ তারা খেলতে নেমেছিল। প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান এফসি। আর এই ম্য়াচে লাল-হলুদ ব্রিগেড ৪-০ গোলে প্রতিপক্ষ শিবিরকে কার্যত গুঁড়িয়ে দিল।
চলতি মরশুমে লাল-হলুদ ব্রিগেডে সই করেছেন জয় গুপ্তা (Jay Gupta)। এদিন তিনি অভিষেক ম্য়াচেই যথেষ্ট নজর কাড়লেন। ম্যাচের ২১ মিনিটে প্রথম গোলটি তাঁর পা থেকেই বেরিয়ে আসে।
Jay Gupta East Bengal: ইস্টবেঙ্গল জিততেই 'হুঙ্কার', সমর্থকদের জন্য 'বড় কথা' জয় গুপ্তার
হাফটাইমের খানিকটা সময় আগে অধিনায়ক সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়ালেন। দ্বিতীয়ার্ধের শুরু থেকেও মশালবাহিনী এই চাপটা ধরে রাখে।
দ্বিতীয়ার্ধের শুরুতে নজর কাড়লেন ইস্টবেঙ্গলের আরও একজন নতুন বিদেশি ফুটবলার। তিনি হলেন আহদাদ হামিদ (Hamid Ahadad)। আর সেইসঙ্গে কলকাতার এই শতাব্দী প্রাচীন ফুটবল দল ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে গেল।
তৃতীয় গোলের ৩ মিনিট পরেই শ্রীনিধি ডেকানের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিলেন জিকসন সিং। অসাধারণ একটি হেডারে তিনি দলের ব্যবধান ৪-০ করে দেন। এরপর বাকি ৪০ মিনিট কোনও দলই আর গোল করতে পারেনি।
East Bengal FC News: মাঠ কাঁপাল ইস্টবেঙ্গল, ডেবিউ ম্য়াচেই 'ধুঁয়াধার' জয় গুপ্তা
কী বললেন অস্কার ব্রুজোঁ?
ম্যাচের পর সংবাদমাধ্যমের সামনে মুখ খুললেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। বললেন, 'প্রতিযোগিতামূলক ফুটবলে আমরা ৪-০ গোলে জয়ের হাত ধরে প্রত্যাবর্তন করলাম। এতে আমরা সকলেই খুব খুশি। তবে শ্রীনিধি ডেকান তাদের দ্বিতীয় সারির দল নামিয়েছিল। ৯০ মিনিটের লড়াইয়ে তারা নিজেদের সেরা পারফরম্য়ান্স উজাড় করে দেওয়ার চেষ্টা করে।' তবে লাল-হলুদ ব্রিগেডের পারফরম্য়ান্সে কিছুটা হলেও অসন্তুষ্ট এই স্প্যানিশ কোচ। তিনি বললেন, 'একথা সত্যি যে আমাদের পারফরম্য়ান্স আরও উন্নত করতে হবে। বিশেষ করে বল কনভার্সনের ক্ষেত্রে আরও বেশি ক্লিনিক্যাল হতে হবে। গ্রুপ পর্বের নির্ণায়ক ম্য়াচে নামধারী এফসি-র বিরুদ্ধে আমাদের খেলতে হবে। আপাতত সেই ম্য়াচটা নিয়েই আমরা ফোকাস করতে চাই। আশা করছি, আগামী ম্য়াচে আমরা আরও ভাল পারফরম্য়ান্স করতে পারব।'
East Bengal FC Today Match: ইস্টবেঙ্গলকে নিয়ে বড় খবর, হাটে হাঁড়ি ভাঙলেন বিনো জর্জ!
প্রসঙ্গত, চলতি আইএফএ শিল্ডের গ্রুপ এ-র ফাইনাল ম্য়াচে নামধারী এফসি-র বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল। আগামী ১৪ অক্টোবর কলকাতার কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্য়াচ আয়োজন করা হবে।