Anupam Kher Property: সম্পত্তির লোভে ঘরছাড়া করতে পারেন সৎপুত্র, আতঙ্কে কী সিদ্ধান্ত অনুপমের? জানলে তাজ্জব বনে যাবেন

Anupam Kher: 'দ্য পাওয়ারফুল হিউম্যানস পডকাস্ট'-এ এসে অনুপম ব্যতিক্রমী জীবনধারার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। বাড়ি না কিনে ভাড়ায় থাকার নেপথ্য কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ করলেন।

Anupam Kher: 'দ্য পাওয়ারফুল হিউম্যানস পডকাস্ট'-এ এসে অনুপম ব্যতিক্রমী জীবনধারার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। বাড়ি না কিনে ভাড়ায় থাকার নেপথ্য কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ করলেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

কোন আতঙ্ক অনুপমের

Anupam Kher Rent House: অনুপম খেরের অনবদ্য অভিনয় বারবার মুগ্ধ করেছে দর্শককে। তানভি দ্য গ্রেট-এর মাধ্যমে পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু। কিন্তু, এই জার্নির পথে কাঁটা 'সাইয়ারা'! আহান পাণ্ড আর অনীত পাড্ডার রোম্যান্সের দাপটে কুপোকাত জেন জি। সাইরিয়ার সফল্যের মাঝে একপ্রকার চাপা পড়ে গিয়েছে অনুপম খেরের তানভি দ্য গ্রেট। সিনেমার প্রচারের ফাঁকে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বললেন অভিনেতা-পরিচালক অনুপম খের। যদিও তিনি কখনই খুব একটা রাখঢাক রেখে কথা বলেন না। 'দ্য পাওয়ারফুল হিউম্যানস পডকাস্ট'-এ এসে অনুপম ব্যতিক্রমী জীবনধারার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন। বাড়ি না কিনে ভাড়ায় থাকার নেপথ্য কারণ যুক্তিসহকারে বিশ্লেষণ করলেন। 

Advertisment

দ্য পাওয়ারফুল হিউম্যানস পডকাস্টে বর্ষীয়ান অভিনেতা অনুপম খের বলেন, 'আমার বাড়ি কেনার মতো সামর্থ্য আছে তবুও আমি ভাড়া বাড়িতে থাকি। গৌতম বুদ্ধও তো সব সম্পদ ত্যাগ করে সহজ সরল জীবন বেছে নিয়েছিলেন। জীবনে কয়েকটা জিনিস দরকার। একটা থাকার মতো ঘর, একটা গাড়ি আর ১-২ জন সহযোগী। ঘর মানে তো ঘরই, সেটা ভাড়ার হোক বা নিজের। আমি উচ্চাকাঙ্ক্ষী তবে সেটা শুধুমাত্র আমার ছবির ক্ষেত্রে। বিশালাকার বাড়ি কিনতে হবে বা সোনা-রূপার থালায় খেয় নিজেকে ধনী প্রমাণ করায় বিশ্বাসী নই।'

আরও পড়ুন 'মিনিস্কার্ট পরা ওই মেয়েটার পিছনে...', প্রেম নিয়ে গোপন কথা ফাঁস করলেন খোদ অনুপম

Advertisment

তিনি জানান, মৃত্যুর পর সম্পত্তি ভাগাভাগি সংক্রান্ত বিষয়ে যাতে পরিবারে কোনো ঝামেলা না হয় সেজন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন। অভিনেতার মতে, 'একজন মানুষ মারা গেলে তাঁর রেখে যাওয়া সম্পত্তি নিয়ে অনেক সময় পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা যায়। টাকা ভাগ করাটা অনেক সহজ কিন্তু বাড়িঘর নিয়ে খুব সমস্যা হয়। আমি অনেক বয়স্ক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। কারও ছেলে মা-বাবাকে ঘর থেকে বের করে দিয়েছেন তো কেউ বা জোর করে সম্পত্তির কাগজে সই করিয়ে নিয়েছেন। এসব ঘটনার যাতে আমার পরিবারে না ঘটে সেই চেষ্টাই করছি।'

আরও পড়ুন একই বাড়িতে থেকেও স্বামী-স্ত্রীর ঘর আলাদা, ক্যানসার আক্রান্ত স্ত্রীর সঙ্গে কেন থাকেন না অনুপম?

অনুপম খের তাঁর সৎপুত্র সিকান্দার খেরের বিষয়ে বলেন, 'সিকান্দার আমার সৎপুত্র। আজকেক প্রজন্মের ছেলেমেয়েরা কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে বাবার অনুমতি নেয় না। আমি বাস্তব জীবনে কোনও ফাদার ফিগার হতেও চাই না, ওটা সিনেমার জন্যই ঠিক আছে। আমি ওকে কোনও বিষয়ে বিশেষ পরামর্শ দিই না। আমার বাবাও কোনওদিন আমাকে বলেননি কী করতে হবে বা কোনটা করা উচিত নয়। বাবা-মায়েদের উচিত সন্তানদের কিছুটা স্বাধীনতা দেওয়া যাতে তাঁরা নিজেদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারে।' সাহসী ও স্পষ্ট বক্তা হিসেবে আরও একবার নিজের জীবনদর্শন দিয়ে বহু মানুষকে অনুপ্রাণিত করলেন অনুপম।  

আরও পড়ুন 'ডালের পেস্ট-বেসন লাগালে...', দেড় বছরের যমজকন্যার গায়ের রং নিয়ে চর্চা, ক্ষোভ উগরে রুবিনা বললেন...

anupam kher Bollywood News