Rubina Dilaik twin daughters skin tone Comparison: স্টার কিডদের নিয়ে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনাটাই আলাদা। সদ্যোজাতকে কার মতো দেখতে হল মা নাকি বাবা, গায়ের রং ফর্সা না শ্যামলা, এই বিষয়গুলো শুধু অলস দুপুরের আলোচনার বিষয় নয়। বর্তমান প্রজন্ম তো সোশ্যাল মিডিয়া অর্থাৎ ডিজিটাল প্ল্যাটফর্মকে মত প্রকাশের আদর্শ মাধ্যম হিসেবে বেছে নিয়েছে। সম্প্রতি টেলি অভিনেত্রী রুবিনা দিলাইক তাঁর ইউটিউব চ্যানেলে জানিয়েছেন, ২০ মাসের যমজ সন্তানের গায়ের রং নিয়ে তুলনা টেনে নানা মুনির নানা মত! কিন্তু, তাঁর কাছে দুই মেয়েই সমান সুন্দর। তাদের গায়ের রং নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই তাঁর। কী কারণে এই তুলনা?
অভিনেত্রী রুবিনা দিলাইক সম্প্রতি জানিয়েছেন তাঁর যমজ কন্যাসন্তানদের গায়ের রং নিয়ে প্রায়ই তুলনা করা হয়। কিন্তু তিনি এসব একদমই মেনে নিতে নারাজ। একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন গায়ের রং ফর্সা হোক বা শ্যামলা মা হিসেবে দুই মেয়েই সমান সুন্দর। রুবিনার সাফ জবাব, 'আমার দুই মেয়েই সুন্দর, ফর্সা না শ্যামলা সেটা গুরুত্বপূর্ণ নয়'। একটি ব্লগে সৌন্দর্যের মাপকাঠি এবং সমাজে প্রচলিত গায়ের রঙ নিয়ে কট্টর মনোভাবাপন্ন মানুষদের নিয়ে কথা বলেন। তিনি জানান, ২০ মাসের যমজ কন্যাদের একজনের গায়ের রং একটু শ্যামলা অপরজন ফর্সা। আর এই বিষয়টি নিয়েই অনেকে তুলনা করছেন।
আরও পড়ুন মা কালীর রূপ ধারণ করতেই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, কটাক্ষের মাঝে হাসপাতালে পায়েল!
রুবিনা বলেন, 'আমার এক সন্তান একটু শ্যামলা, আরেকজন ফর্সা। এটা নিয়ে যাঁরা তুলনা করছেন সেটা অত্যন্ত খারাপ। কিন্তু আমি সবসময় মনে করি এবং বলি আমার মেয়েরা সুন্দর। ফর্সা হোক বা শ্যামলা সেটা কোনও ব্যাপার নয়। আমি তাঁদের স্পষ্ট করে দিতে চাই এই তুলনা যেন ভবিষ্যতে আর কখনও না করেন।'
আরও পড়ুন প্রযোজক 'প্রেমিক'-এর বিরুদ্ধে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ, তড়িঘড়ি থানায় ছুটলেন অভিনেত্রী রুচি
তিনি আরও বলেন, আত্মীয়স্বজনরা প্রায়ই গায়ের রঙ ফর্সা করার নানা ঘরোয়া টোটকা ব্যবহারের পরামর্শ দেন। কিন্তু তিনি তা পুরোপুরি এড়িয়ে যান। সেলেব মমের সংযোজন, অনেক সময় আত্মীয়রা বলেন, 'ডালের পেস্ট বা বেসন লাগাতে তাহলে রঙ ফর্সা হবে। কিন্তু আমি তাঁদের বলতে চাই এসব নিয়ে ভেবে সময় নষ্ট করার দরকার নেই। আমার দুই মেয়েই খুব সুন্দর।'
আরও পড়ুন চরম দুর্দশা স্টার কিডের, টাকার জন্য বাথরুমও পরিষ্কার করতেন শ্বেতার মেয়ে! প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
ছোট থেকেই দুই মেয়েকে আত্মবিশ্বাসী করে তুলতে নিজেদের গায়ের রঙ নিয়ে গর্বিত হয়ে ওঠার শিক্ষা দিচ্ছেন। তাঁর মতে, 'ওরা এখন খুব ছোট। বুঝতে শেখেনি কিন্তু আমি প্রতিদিন ওদের কানে কানে বলি তুমি যেমন আছো তেমনই সুন্দর। তুমি শক্তিশালী, তুমি নির্ভীক। এইভাবেই মানসিকতা গড়ে ওঠে। আমার নিজের ৩০ বছরের বেশি সময় লেগেছে এটা বুঝতে কিন্তু আমি চাই আমার মেয়েরা জন্মলগ্ন থেকেই থেকেই এটা জানুক।' মা হিসেবে তার এই দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে প্রশংসনীয়।