Anupam Kher-Kirron Kher News: বলিউডের বিশিষ্ট অভিনেতা অনুপম খের সম্প্রতি তার দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন। ফিল্মফেয়ারের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি স্ত্রী কিরণ খেরের সঙ্গে সম্পর্কের ভাল-মন্দ নিয়ে আলোচনা করেন। বর্ষীয়ান অভিনেতা বলেন, "৪০ বছরের দাম্পত্য জীবনে শুধু ভাল থাকাটা সত্যিই খুব কঠিন। সম্পর্কে উত্থান-পতন আছে। আমার বাবা-মা ৫৯ বছর বিবাহিত ছিলেন। সেটাও কিন্তু, একেবারে নিখুঁত ছিল না। বৈবাহিক সম্পর্কের আসল সৌন্দর্য হল পারস্পরের প্রতি শ্রদ্ধা। সম্প্রতি একটি অনুষ্ঠানে প্রকাশ্যে কিরণকে জড়িয়ে চুমু এঁকে দেন অনুপম। তবুও এক ছাদের নীচে থেকে তাঁরা কেন আলাদা ঘরে থাকেন?
আরও পড়ুন 'মাম্মাস বেবি', মাকে আগলে ছোট্ট নরম আঙুল! লক্ষ্মীছানাকে জড়িয়ে আবেগতাড়িত পরমপত্নী পিয়া
এই প্রসঙ্গে কোনওরকম লুকোচুরি না করে অভিনেতা জানান, 'আমাদের পরিবারের প্রত্যেকের আলাদা ঘর আছে। কারণ প্রত্যেকের নিজস্ব একটা অভ্যাস আছে।' কিরণ প্রসঙ্গে অনুপমের বক্তব্য, 'মাঝে মাঝে অত্যন্ত সোজাসাপ্টা কথা বলে। কিন্তু পরে বুঝতে পারি ও ঠিকই বলেছিল। কোনও ছবি দেখলে সোজা বলে দেয়, 'কিতনা বুড়া কাম কিয়া হ্যায় অর্থাৎ খুব খারাপ কাজ হয়েছে।'
আরও পড়ুন আচমকা অসুস্থ হয়ে তড়িঘড়ি হাসপাতালে হৃত্বিকের বাবা, কেমন আছেন রাকেশ রোশন?
স্মৃতিচরণ করে অনুপম বলেন, 'আগে ট্রায়াল শোতে আমার সঙ্গে হাত ধরে যেত। যদি আমার অভিনয় ভাল না হতো ধীরে ধীরে সে তাঁর হাত সরিয়ে ফেলত। পরে আমাকে চিমটি কেটে বলত, তুমি এটা কী করছো? তুমি তো আমাকে শেষ করে দেবে।' ভাগ্যক্রমে, গত ১০-১৫ বছরে এমনটি হয়নি কারণ আমি বেশ কিছু ভাল কাজ করেছি।'
আরও পড়ুন 'আমার আধিপত্যে কেউ হস্তক্ষেপ করতে পারবে না', সইফের সঙ্গে বিচ্ছেদের পর চাঁচাছোলা অমৃতা
কিরণের মিষ্টি স্বভাব এবং কিছুটা কুসংস্কারাচ্ছন্ন মনোভাব নিয়ে অনুপম বলেন, 'সবকিছু কল্পনা করে নিত যে কাজটা হয়ত ভুল হবে। যেমন আমি বাথরুমে গেলেই ও ভাবত আমি আলো জ্বালিয়েই চলে আসব বা কমোজের ঢাকনা নামাব না। প্রথমে এই বিষয়গুলোতে আমি ভীষণ বিরক্ত হতাম। তবে এখন বেশ মজা লাগে। ও বেশ মজার মানুষ।'
আরও পড়ুন মৃত্যুর আগে কার সঙ্গে কাজের ইচ্ছেপ্রকাশ? শ্রীদেবীকে নিয়ে মুখ খুললেন পরিচালক মধুমিতা
সবকিছুর পরও, তারকা দম্পতির সম্পর্কের ভিত্তি আজও মজবুত। অনুপম বলেন, 'বৈবাহিক সম্পর্কে উত্থান-পতন হয়েছে। কিন্তু, আমাদের মধ্যে যেটা রয়েছে তা হল সহানুভূতি, পারস্পরিক শ্রদ্ধা, দয়ালু মনোভাব এবং বন্ধুত্ব। সম্পর্কের ক্ষেত্রে এগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।'খোলামেলা স্বীকারোক্তি অনুপম খের ও কিরণ খেরের সম্পর্কের গভীরতা ও সুন্দর দিকটি আরও স্পষ্ট করে তুলে ধরেছে সে কথা বলাইবাহুল্য।