Anupam Kher: 'চরস নিয়ে ঘুরছ!' অভিনেতাকে ভয়ঙ্করভাবে ফাঁসিয়ে দিচ্ছিলেন তাঁর স্ত্রী?

ঘটনাটি ৯/১১ হামলার ঠিক পরপর, তখন এই তারকা দম্পতি একটি নাট্যদলের অংশ হিসেবে আমেরিকা জুড়ে সফর করছিলেন। সেদিন তাঁদের সঙ্গে যা ঘটনা ঘটে- আজও মনে রয়েছে তাঁর...

ঘটনাটি ৯/১১ হামলার ঠিক পরপর, তখন এই তারকা দম্পতি একটি নাট্যদলের অংশ হিসেবে আমেরিকা জুড়ে সফর করছিলেন। সেদিন তাঁদের সঙ্গে যা ঘটনা ঘটে- আজও মনে রয়েছে তাঁর...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Anupam-Kher-Kirron-Kher-wedding-day

সাফ সাফ যা বললেন অনুপম...

অভিনেতা অনুপম খের সম্প্রতি কিছুটা দুশ্চিন্তাজনক অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। তাঁর স্ত্রী কিরণ খেরের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হন তিনি। ঘটনাটি ৯/১১ হামলার ঠিক পরপর, তখন এই তারকা দম্পতি একটি নাট্যদলের অংশ হিসেবে আমেরিকা জুড়ে সফর করছিলেন।

Advertisment

এক সাক্ষাৎকারে অনুপম বলেন, "আমরা সান ফ্রান্সিসকো যাচ্ছিলাম। কিরণ সিকিউরিটি চেক পেরিয়ে গিয়েছিল, আর আমি তখন নিরাপত্তা চেক-ইনে। হঠাৎ তারা আমার ব্যাগ খুলে আমার শেভিং কিট থেকে কিছু একটা বের করল। আমি একেবারেই ভুলে গিয়েছিলাম সেখানে কী রেখেছিলাম।"

Ramayana: রামায়ণ নিয়ে ফের দ্বন্দ্ব, নিতেশ তিওয়ারিকে টেক্কা দেবেন বিষ্ণু…

Advertisment

সেটি ছিল ধূপকাঠি। কিন্তু বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা সেটিকে সন্দেহজনক মাদক ভাবেন এবং তৎক্ষণাৎ সতর্কতা জারি করেন। অনুপম বলেন, "ওরা সেটার গন্ধ শুঁকে বলল, 'আমি কি যা ভাবছি এটাই?' তখন অন্য কর্মীও সেটি দেখে মাথা নাড়ল। তারপর এক জন বলে উঠল, 'দয়া করে হাত তুলুন, পেছিয়ে যান!' আমি তো রীতিমতো স্তব্ধ।"

Dev as Raghu Dakat: ইতিহাস লিখবে রঘু, বাংলার ডাকাত রাজাকে চেনাবেন …

তবে যেটুকু পরিস্থিতি তখনও বাকি ছিল, কিরণ খের এসে সেই আগুনে ঘি ঢেলে দিলেন। অনুপম জানান, "হঠাৎই কিরণ দূর থেকে চিৎকার করে উঠল, 'তুমি চরস নিয়ে ঘুরছো? সেই মুহূর্তে নিরাপত্তাকর্মীদের চোখে আমরা যেন বনি ও ক্লাইড!" ভয় আর লজ্জায় ডুবে থাকা অনুপম তখন মনে মনে ভাবছিলেন, “এবার মরেছি। আর বেঁচে ফিরতে পারলে ওকে ডিভোর্স দিয়ে দেব!” শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দেয় এক বাংলাদেশি নিরাপত্তা রক্ষী, যিনি ধূপ চিনে ফেলে সহকর্মীদের বোঝান—এটি ভারতীয় ধর্মীয় আচারে ব্যবহৃত হয়।

Sham Kaushal: 'তিনতলা থেকে লাফ দিয়ে', কেন সব শেষ করে দিতে চেয়েছিলে…

অভিনেতা সেসময় নিজের পক্ষে সাফাই গেয়ে বলেন, "আমি বোঝাতে চাচ্ছিলাম এটা ধূপ, কিন্তু উত্তেজনায় ভুল করে বললাম ‘অজাচার!" অনুপমের কথায় সবাই হেসে কুটি কুটি। এই ঘটনায় আজও তিনি হাসেন, তবে তখন সেটা ছিল একেবারেই জীবন-মরণ পরিস্থিতি!

 

anupam kher Entertainment News Entertainment News Today