Arijit Singh-Bangladesh: ওপার বাংলায় রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশ যাচ্ছেন অরিজিৎ সিং? প্রকাশ্যে বিরাট সত্যি

Arijit Singh-Dhaka: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এবার নাকি বাংলাদেশে পারফর্ম করতে উড়ে যাবেন অরিজিৎ সিং। বাংলাদেশে সত্যিই পারফর্ম করছেন অরিজিৎ? চর্চার মাঝে প্রকাশ্যে সত্যি। জেনে নিন বিস্তারিত।

Arijit Singh-Dhaka: বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এবার নাকি বাংলাদেশে পারফর্ম করতে উড়ে যাবেন অরিজিৎ সিং। বাংলাদেশে সত্যিই পারফর্ম করছেন অরিজিৎ? চর্চার মাঝে প্রকাশ্যে সত্যি। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
wewere

ওপার বাংলায় কনসার্ট করবেন অরিজিৎ?

Arijit Singh: অরিজিৎ সিং, যাঁর সুরের মূর্চ্ছনায় বুঁদ হয়ে যায় কাশ্মীর টু কন্যাকুমারী। অরিজিৎ-এর খ্যাতি দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। গায়কের সাদামাটা জীবনযাপন, সুন্দর ব্যবহার ভক্তদের বারবার মন জিতে নেয়। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে, এবার নাকি বাংলাদেশে পারফর্ম করতে উড়ে যাবেন অরিজিৎ সিং। এই খবরে রীতিমতো তোলপাড় নেটপাড়া, উচ্ছসিত ওপার বাংলার ভক্তরাও। ট্রিপল টাইম কমিউনিকেশনস নামক একটি প্রতিষ্ঠান ভোটিং পোল সংক্রান্ত পোস্টের পরই জোড়াল হয় অরিজিৎ-এর বাংলাদেশ যাত্রার গুঞ্জন। 

Advertisment

এখানেই শেষ, নয়, টিকিট টুমরো নামের একটি পেজ সেই পোস্টটি রিশেয়ার করে একটি ভিডিয়ো পোস্ট করে। যেখানে অরিজিৎ-এর বিভিন্ন শো-র ক্লিপিংসও ছিল। উত্তেজনা উসকে ওই পোস্টে লেখা ছিল, 'বাংলাদেশে অরিজিৎ সিংয়ের লাইভ কনসার্ট এবার বাস্তবায়িত হোক। সেই ইচ্ছেই প্রকাশ করছি।' অরিজিৎ-এর লাইভ কনসার্ট ঘিরে যখনবাংলাদেশের ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে সেই সময় প্রকাশ্যে এল কঠিন সত্য। গায়কের একাধিক ফ্যানপেজের তরফে জানানো হচ্ছে, এই খবর সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। এই খবরের কোনও সত্যতা নেই, একেবারে ভিত্তিহীন একটি গুজব। 

আরও পড়ুন তিক্ততা ভুলে ফের বন্ধুত্ব, অরিজিৎয়ের সঙ্গে সম্পর্কের লেটেস্ট আপডেট নিয়ে মুখ খুললেন সলমন

Advertisment

তবে অরিজিৎ সিংয়ের টিমের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। এদিকে আবার র টিকিট টুমরো বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোকে জানিয়েছে, এই সংস্থাই নাকি এই লাইভ কনসার্ট নিয়ে কাজ করছে। বিষয়টি প্রাথমিক পর্যায়ে রয়েছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত, জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ ২০১৬ সালের মার্চ মাসে ঢাকায় পারফর্ম করেছিলেন।  আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল 'অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা'- র।  

আরও পড়ুন স্থানীয় বাসিন্দার সঙ্গে দেহরক্ষীর দুর্ব্যবহারে শান্তিনিকেতনে তুলকালাম, বোলপুর বিতর্কে অবশেষে স্বস্তিতে অরিজিৎ সিং

উল্লেখ্য, বিগ বস ১৯-এ উইকএন্ড কা ভার-এ সলমন নিশ্চিত করেছেন, বর্তমানে তাঁরা ভাল বন্ধু। বলিউড সুপারস্টার সালমন খান ও জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংয়ের মনোমালিন্য একসময় হয়ে উঠেছিল বিনোদন জগতের চর্চিত টপিক। বহু বছর পর সালমন স্পষ্ট করে দিলেন তাঁদের মধ্যে আর কোনও মনোমালিন্য নেই বরং এখন তাঁদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ। তিনি স্বীকার করেন অতীতে তাঁদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝির জন্য। সলমন আরও জানান, অরিজিৎ তাঁর জন্য ইতিমধ্যেই বেশ কিছু ছবিতে গান গেয়েছেন। 

আরও পড়ুন বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!

Arijit Singh Live Concert Arijit Singh