/indian-express-bangla/media/media_files/2025/04/28/BlmY1OsfDuFjGu8t4S4e.jpg)
ঝামেলামুক্ত অরিজিৎ
Arijit Singh Bodyguard Apologises: অরিজিৎ সিং, যাঁর সুরের মূর্চ্ছনায় বুঁদ হয়ে যায় কাশ্মীর টু কন্যাকুমারী। অরিজিৎ-এর খ্যাতি দেশ ছাড়িয়ে পৌঁছে গিয়েছে বিদেশের মাটিতেও। গায়কের সাদামাটা জীবনযাপন, সুন্দর ব্যবহার ভক্তদের বারবার মন জিতে নেয়। তাঁকে ঘিরে সেইরকম বিতর্কও কখনও তৈরি হয় না। কিন্তু, সম্প্রতি বোলপুরে একটি ভিডিও শুটের সময় পরোক্ষভাবে ঝামেলায় নাম জড়িয়ে যায় অরিজিৎ সিং-য়ের। প্রসঙ্গত, ঘটনার কেন্দ্রে ছিলেন দেহরক্ষী। বোলপুরের বাসিন্দা কমলকান্ত লাহা অরিজিৎ-এর দেহরক্ষীর বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেন। অবশেষে দেহরক্ষী ক্ষমা চাইলে বিতর্কের সমাধান।
অভিযোগ ও সমাধান
১৪ আগস্ট কমলকান্ত লাহা নামে শান্তিনিকেতনের সুবাসপল্লির এক বাসিন্দা লিখিত অভিযোগ দায়ের করেছিলেন অরিজিৎ সিং ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে। অভিযোগে তিনি জানান, শুটিং চলাকালীন রাস্তা বন্ধ থাকায় কাজে যাওয়ার সময় সমস্যার সম্মুখীন হন। তাঁর কথায়, 'আমি মোটরবাইকে কাজে যাচ্ছিলাম। তখন রাস্তা বন্ধ ছিল কিন্তু, নির্দিষ্ট সময় কর্মস্থলে পৌঁছতে হত। ওঁর দেহরক্ষী আমাকে পাঁচ মিনিট অপেক্ষা করতে বলেন। এরপর সেই সময় আরও অনেকটা বাড়িয়ে দেন। আমি একটু এগিয়ে যেতেই তিনি আমাকে গাড়ি থেকে টেনে পুলিশ ভ্যানে তোলার চেষ্টা করেন। এই ধস্তাধস্তির মাঝে আমার সোনার আংটিও হারিয়ে যায়।' কমলকান্ত লাহার ক্ষোভ, একজন শিল্পীর কাছ থেকে এই ধরনের ব্যবহার তিনি কখনই প্রত্যাশা করেননি।
আরও পড়ুন বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!
পুলিশ সূত্রে তথ্য
শনিবার পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে আলোচনা করে। এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, 'অভিযোগকারী এবং অরিজিৎ সিংয়ের দেহরক্ষীকে আলোচনার জন্য ডাকা হয়েছিল। দু'পক্ষই মীমাংসার সিদ্ধান্ত নেয়। দেহরক্ষী লাহার কাছে ক্ষমা চাইলে তিনি অভিযোগ প্রত্যাহার করে নেন।' এছাড়াও শুটিং কর্তৃপক্ষ থানায় বন্ড জমা দিয়েছে যেখানে উল্লেখ রয়েছে শান্তিনিকেতন ও বোলপুরের বাসিন্দাদের ভবিষ্যৎ-এ আর কোনও অসুবিধা না হয়।
আরও পড়ুন দেশি-বিদেশির মেলবন্ধন, সুরের বাঁধনে অরিজিৎ-এড শিরান, নতুন অ্যালবাম ঘিরে বাড়ছে উন্মাদনা
শান্তিনিকতনে অরিজিৎ-এর আনাগোনা
শান্তিনিকেতনে গত কয়েকদিন ধরে অরিজিৎ সিং শুটিং করছেন। সম্প্রতি মুর্শিদাবাদে আন্তর্জাতিক পপ তারকা এড শিরানের সঙ্গে একটি মিউজিক ভিডিওর শুটও করেছেন তিনি।
আরও পড়ুন মহাকালেশ্বরে স্বস্ত্রীক পুজো দিলেন অরিজিৎ সিং, রবিবাসরীয় সকালে গায়কের ধর্মকর্মে মুগ্ধ অনুরাগীরা