Advertisment
Presenting Partner
Desktop GIF

রানুর কণ্ঠে মাতল কলকাতা, এবার পুজোর থিম সং

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গানের ট্রেলার। গানের কথা প্রীতম দে-র আর সুর দিয়েছেন বিজয় শীল। ক্লাব কর্তৃপক্ষ তাঁর গলা শোনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ranu theme song

পুজোর থিম সং-এ রানু মন্ডলের গলা। ফোটো- ফেসবুক

আবারও নেটদুনিয়ায় নতুন ঝড় তুলতে চলেছেন রানু মন্ডল। বলিউড থেকে বায়োপিক, রানাঘাটের রানুর এখন দম ফেলবার সময় নেই। তারওপরে দুর্গা পুজোতেও তাঁকে নিয়ে টানাটানি। হবে নাই বা কেন ইন্টারনেট দুনিয়া যে মত্ত তাঁর কণ্ঠে। এবার দশভূজাকে আবাহনের জন্য গান গাইলেন তিনি। দুর্গা পুজোয় অর্জুনপুর আমরা সবাই ক্লাবের থিম সং গাইলেন তিনি।

Advertisment

ইতিমধ্যেই মুক্তি পেয়েছে গানের ট্রেলার। গানের কথা প্রীতম দে-র আর সুর দিয়েছেন বিজয় শীল। ক্লাব কর্তৃপক্ষ তাঁর গলা শোনার পরই এই সিদ্ধান্ত নিয়েছেন। 'ভাইরাল রানু'-র বলিউড ডেবিউ হয়েছে হিমেশ রেশমিয়ার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবির 'তেরি মেরি কাহানি' গানের মাধ্যমে।

আরও পড়ুন, তৈরি হবে বায়োপিক, চুক্তিতে সই রানুর

নেটপাড়ায় বর্তমানে অন্যতম চর্চিত নাম রানু মন্ডল। রানু শাড়ি থেকে তাঁর গলায় থিম সং কী না হচ্ছে। তাঁকে নিয়ে বায়োপিকও তৈরি করছেন পরিচালক হৃষিকেশ মন্ডল। রানু মন্ডল, রানাঘাট স্টেশনের এই একদা গৃহহীন বাসিন্দার গানের ভিডিও সোশাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করার পর থেকেই বলিউডে প্লেব্যাকের অফার, এবং অসংখ্য অনুষ্ঠানে গান গাওয়ার ডাক আসে তাঁর কাছে।

রানাঘাট রেল স্টেশনে রানুর গলায় ‘এক প্যায়ার কা নগমা হ্যায়’-গানটি রেকর্ড করেছিলেন এক পথচারী। নিজের ফেসবুক প্রোফাইলে সেই ভিডিও পোস্ট করার পরই ভাইরাল হন রানু মন্ডল, পরিচিত হন ‘লতাকণ্ঠী’ নামে। এরপরেই ডাক পান মুম্বইয়ের রিয়্যালিটি শোয়ে। সেই মঞ্চেই তাঁর গান শুনে হিমেশ রেশমিয়া বলেছিলেন, তাঁর ছবিতে প্লে ব্যাক করার কথা। নিজের কথা রেখেছেন গায়ক-সঙ্গীতপরিচালক

Music Durga Puja 2019
Advertisment