/indian-express-bangla/media/media_files/2025/09/20/zubeen-garg-2025-09-20-16-32-02.jpg)
বড় মোড় তাঁর মৃত্যু কাণ্ডে...
Zubeen Garg Death Case Update: ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জুবিনের অকাল প্রয়াণ যেন আজও মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সব শেষ! প্রাথমিক রিপোর্টে বলা হয়েছিল স্কুবা ডাইভিংয়ের সময় ডুবে গিয়ে মৃত্যু হয়েছে গায়কের। কিন্তু, সময় যত গড়িয়েছে তদন্ত এগচ্ছে, এই গ্রেফতারও হয়েছে কয়েকজন। তদন্ত চলাকালীন জানা গিয়েছে জুবিন সাঁতার জানতেন। প্রয়াত গায়কের স্ত্রী দাবি করেছেন জুবিনের ম্যানেজার জানতেন জলে তাঁর সমস্যা আছে। অসম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথম দিন থেকেই জুবিনের মৃত্যুর সঠিক তদন্তের লক্ষ্যে এগনোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সংবাদ সংস্থা PTI-র কাছে তিনি দাবি করেছেন, জুবিন গর্গের মৃত্যু অস্বাভাবিক নয়, তাঁকে খুন করা হয়েছে।
সেই বিষয়টিকে সামনে রেখে জুবিন গার্গ মৃত্যুকাণ্ডে অসম সরকার আগামী ৮ ডিসেম্বরের মধ্যে চার্জশিট দাখিল করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেছেন, 'আমরা ১৭ ডিসেম্বরের আগেই চার্জশিট জমা দেব। আমাদের লক্ষ্য ৮ ডিসেম্বর।' তিনি আরও জানান, তদন্তে বিদেশি সংযোগ থাকার কারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদন প্রয়োজন। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন তিনি ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন।
গায়কের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের দাবিতে জনমতের চাপ ও চলমান প্রতিবাদের মধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্য সামনে এসেছে। জুবিন ক্ষেত্র (Zubeen Khetra) স্মৃতিসৌধের জন্য নির্ধারিত জমির পাশে এক রাজ্য মন্ত্রীর জমি থাকার অভিযোগের জবাবে মুখ্যমন্ত্রী বলেন সরকার ইতিমধ্যেই প্রকল্পের জন্য জমি বরাদ্দ করেছে। গুয়াহাটির ভূপেন হাজরিকা সমাধি ক্ষেত্রের আদলেই গড়ে তোলা হবে।
আরও পড়ুন আমি যদি অসমে মারা যাই...', কিংবদন্তি জুবিনের মৃত্যুর পর প্রকাশ্যে গায়কের ভবিষ্যদ্বাণী
তাঁর কথায়, 'জুবিন ক্ষেত্রের জন্য জমি বরাদ্দ হয়ে গিয়েছে। যেমন আমরা ভূপেন হাজরিকার স্মৃতিসৌধ তৈরি করেছি তেমনই জুবিনের স্মৃতিসৌধও গড়ে তুলব।' তবে তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন, সরকারের বরাদ্দ করা জমির পাশে বেসরকারি জমির মালিক কে সেটা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নয়। হিমন্তের বক্তব্য, 'জমির বাঁ বা ডান দিকের জমির মালিক কে সেটা দেখা আমার কাজ নয়। সরকারের বরাদ্দকৃত জমি নিয়েই আমি ভাবিত। উল্লেখ্য, প্রকল্পের পাশের জমি রাজ্য মন্ত্রী অশোক সিংহলের মালিকানাধীন বলে অভিযোগ উঠেছে, যা আদিবাসী সংরক্ষিত এলাকায় কীভাবে সম্ভব, তা নিয়েই রাজনৈতিক বিতর্ক ও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
আরও পড়ুন জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us