Zubeen Garg Death: জুবিনের মৃত্যুতে স্থগিত অসমের ফিল্ম ফেস্টিভ্যাল, প্রয়াত স্বামীর বুকে মাথা রেখে কী আর্জি স্ত্রীর?

Zubeen Garg Demise: জুবিনের মৃত্যুর পর কেটে গেল ২৮ দিন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট প্রয়াত শিল্পীর স্ত্রী গরিমার। অন্যদিকে অসমের আইকনের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হল এক বিশেষ সিদ্ধান্ত। জেনে নিন বিস্তারিত।

Zubeen Garg Demise: জুবিনের মৃত্যুর পর কেটে গেল ২৮ দিন। সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট প্রয়াত শিল্পীর স্ত্রী গরিমার। অন্যদিকে অসমের আইকনের প্রতি শ্রদ্ধা জানাতে নেওয়া হল এক বিশেষ সিদ্ধান্ত। জেনে নিন বিস্তারিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kjkjk

কোন আশায় গরিমা?

Zubeen Garg-Brahmaputra Valley Film Festival: সংগীত শিল্পী জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়েই সব শেষ! অসমে ফিরেছে কফিনবন্দি জুবিনের নিথর দেহ। গত ১৯ সেপ্টেম্বর ৫২ বছর বয়সে জুবিনের অকাল প্রয়াণ যেন আজও মেনে নিতে পারছে না তাঁর অনুরাগীরা। শেষকৃত্যে অংশ নিয়েছেন ভক্তরা। শিল্পীর প্রতি সম্মান জানাতে অসমে বন্ধ রাখা হয়েছিল অনলাইন ফুড ডেলিভারি অ্যাপও। এবার ১০ম ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজকরা এই অনুষ্ঠান স্থগিত করার কথা ঘোষণা করেছেন। প্রয়াত শিল্পীর  প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ। 

Advertisment

সম্প্রতি ফেস্টিভ্যালের আয়োজকরা একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছেন, 'সাংস্কৃতিক আইকন' জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে, যারা টিকিট বুক করেছেন তাদের পুরো টাকা ফেরত দেওয়া হবে। বিবৃতিতে লেখা, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো হচ্ছে ৪-৭ ডিসেম্বর ১০ম ব্রহ্মপুত্র ভ্যালি ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত সেটি স্থগিত রাখা হচ্ছে। পরবর্তীতে ২০২৬ সালে একটি নতুন তারিখে অনুষ্ঠিত হবে। অসমের সবচেয়ে প্রিয় সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের মৃত্যুর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁর কণ্ঠস্বর বহু প্রজন্মকে উদ্ভুব্ধ করেছে। BVFF জনগণ ও সৃজনশীল সম্প্রদায়ের সঙ্গে সংহতি প্রকাশ করছে।'

আরও পড়ুন বিষক্রিয়ায় মৃত্যু জুবিনের! ম্যানেজার-অনুষ্ঠানের আয়োজকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ ব্যান্ডের সহকর্মীর

Advertisment

আরও বলা হয়েছে, 'এই উৎসবের সঙ্গে জড়িত অসমের সাংস্কৃতিক ও আবেগ। আমরা মনে করি, জুবিনের প্রতি শ্রদ্ধা জানাতেএই বছর আমাদের উদযাপন থামানোই যথাযথ সিদ্ধান্ত। চলচ্চিত্র নির্মাতা, অংশীদার এবং দর্শকদের ক্রমাগত সমর্থনের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। সকল জমা দেওয়া ফিল্মের টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে ফেরত দেওয়া হবে। ইতি, BVFF টিম'।

আরও পড়ুন জুবিনের মৃত্যুতদন্তে নয়া মোড়, দুই দেহরক্ষীর অ্যাকাউন্টে কোটি টাকার লেনদেন!

অসম সরকার গায়ক এবং সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রতি শ্রদ্ধা জানাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। প্রয়াত শিল্পীর চিতাভস্ম বিভিন্ন সংস্থা ও ব্যক্তিদের কাছে অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের মাধ্যমে বিতরণ করবে। এছাড়াও, কামারকুচিতে স্মৃতিসৌধ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হয়েছিল। শিল্পীর মৃত্যুর ২৮ দিন পর জুবিনের বাহুডোরে একটি পুরনো ছবি পোস্ট করেছেন গরিমা। মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন গায়কের স্ত্রী। 

আরও পড়ুন আমি যদি অসমে মারা যাই...', কিংবদন্তি জুবিনের মৃত্যুর পর প্রকাশ্যে গায়কের ভবিষ্যদ্বাণী

Zubeen Garg