/indian-express-bangla/media/media_files/2025/09/14/eewr-2025-09-14-13-22-21.jpg)
বক্স অফিসে 'ফেল' দ্য বেঙ্গল ফাইলস
The Bengal Files Vs Baaghi 4 Box Office Collection: ৫ সেপ্টেম্বর একইসঙ্গে মুক্তি পেয়েছে দ্য বেঙ্গল ফাইলস' ও 'বাগি ৪'। প্রথমদিন থেকেই বক্স অফিসে ডাহা ফেল বিবেকের ছবি। অন্যদিকে 'বাগি ৪'-এর সাফল্যের গ্রাফ একেবারে ঊর্ধমুখী। এক সপ্তাহ পরও বিবেকের ভাগ্যের চাকা ঘোরেনি। কোনওক্রমে ১০ কোটির গণ্ডি পেরিয়েছে বহু বিতর্কিত ছবি দ্য বেঙ্গল ফাইলস। প্রথম সপ্তাহে অর্থাৎ গত শনিবার পর্যন্ত দ্য বেঙ্গল ফাইলসের আয় ছিল ১১.২৫ কোটি টাকা। Sacnilk-এর রিপোর্ট মোতাবেক দ্বিতীয় সপ্তাহের শনিবার অর্থাৎ ছবি মুক্তির ন'দিনে দ্য বেঙ্গল ফাইলসের ঝুলিতে এসেছে ১.১৫ কোটি। সর্বসাকুল্যে আয়ের পরিমান ১২.৯৭ কোটি।
আরও পড়ুন হাইকোর্টে স্বস্তি মিলতেই আরও এক সুখবর, কলকাতায় 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিশেষ প্রদর্শন, জানুন দিনক্ষণ
বাগি ৪-এর বক্স অফিস কালেকশনের ধারেকাছে পৌঁছতে পারেনি দ্য বেঙ্গল ফাইলস। এক নজরে দেখে নেওয়া যাক, টাইগারের গর্জন কতটা জোড়াল। Sacnilk-এর রিপোর্ট অনুযায়ী, নবম দিনে বাগি ৪-এর বক্স অফিস কালেকশন ১.৭৫ কোটি। আয়ের নিরিখে টাইগারের ঝুলিতে এসেছে ৪৭.৫০ কোটি। দ্য বেঙ্গল ফাইলসকে পিছনে ফেলে প্রথম দিন থেকেই বক্স অফিসে সফল বাগি ৪। ধুঁয়াধার অ্যাকশনে ভরপুর এই ছবি দর্শকের মনে দাগ কেটেছে। অন্যদিকে কচ্ছপের গতিতে এগচ্ছে বিবেকের 'দ্য বেঙ্গল ফাইলস'। ৫০ কোটি হয়ত এখন বিবেক-পল্লবী সহ সিনেমার কলাকুশলীদের কাছে স্বপ্ন।
আরও পড়ুন সোমে স্বস্তি, 'দ্য বেঙ্গল ফাইলস'-র বিরুদ্ধে 'গোপাল পাঁঠা'-র নাতির মামলা খারিজ আদালতের
১৩ সেপ্টেম্বর অঘোষিত নিষেধাজ্ঞা ভেঙে ন্যাশনাল লাইব্রেরিতে হয়ে গেল ‘বেঙ্গল ফাইলস’-এর বিশেষ প্রদর্শনী। বিকেল ৪টায় কলকাতার ন্যাশনাল লাইব্রেরির শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনের অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল। কেবল আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন এই বিশেষ প্রিমিয়ার শো-এ। পরিচালক বিবেক অগ্নিহোত্রী, অভিনেত্রী-সহ প্রযোজক পল্লবী যোশী ছাড়াও বিজেপির অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে হয়েছে দ্য বেঙ্গল ফাইলস-এর বিশেষ প্রদর্শনী। পরিচালক এবং প্রযোজক দুজনেই বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত সমাজ-সাংস্কৃতিক সংগঠন 'খোলা হাওয়া' কে ধন্যবাদ জানান।
আরও পড়ুন 'দ্য বেঙ্গল ফাইলস' তৈরির পর দেউলিয়া! টাকা ধার করে চলছে প্রচার, অকপট বিবেক