Chanchal Chowdhury: 'এত কিছুর পরও কোনও অভিযোগ...', স্বামী হিসেবে ব্যর্থ হয়েও কোন মন্ত্রে সুখী দাম্পত্য? সিক্রেট শেয়ার চঞ্চলের

Chanchal Chowdhury Wedding Anniversary: অভিনেতা হিসেবে সফল সে কথা যেমন বলেছেন তেমনই অকপটে স্বীকার করলেন সাংসারিক জীবনে চরম ব্যর্থ। বিয়ের এতগুলো বছর পর কেন এমন উপলব্ধি চঞ্চল চৌধুরীর?

Chanchal Chowdhury Wedding Anniversary: অভিনেতা হিসেবে সফল সে কথা যেমন বলেছেন তেমনই অকপটে স্বীকার করলেন সাংসারিক জীবনে চরম ব্যর্থ। বিয়ের এতগুলো বছর পর কেন এমন উপলব্ধি চঞ্চল চৌধুরীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

চঞ্চলের সুখী দাম্পত্যের সিক্রেট

Chanchal Chowdhury Marriage Day: চঞ্চল চৌধুরী, দুই বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাঁর অভিনয় বারবার মুগ্ধ করে দর্শককে। সাবলীল অভিনয় দুই বাংলার দর্শকের মনে নিজের একটা স্থায়ী আসন বানিয়েছেন চঞ্চল চৌধুরী। ব্যক্তিগতজীবনকে খুব একটা লাইমলাইটে আনেন না অভিনেতা। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে স্ত্রীর কাছে একপ্রকার ক্ষমাপ্রার্থী চঞ্চল। আচমকা কেন এমন সিদ্ধান্ত?

Advertisment

স্ত্রী শান্তা ও সন্তানে শুদ্ধর সঙ্গে পুরনো ছবি পোস্ট করে একটি লম্বা-চওড়া পোস্টে মনের কথা শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। অভিনেতা হিসেবে সফল সে কথা যেমন বলেছেন তেমনই অকপটে স্বীকার করলেন সাংসারিক জীবনে চরম ব্যর্থ। বিয়ের এতগুলো বছর পর কেন এমন উপলব্ধি অভিনেতার? আরও একটি বিষয় স্পষ্ট করেছেন স্ত্রী শান্তার জন্যই এই দাম্পত্য আজও অটুট। 

আরও পড়ুন তোপসের জুতোয় পা 'গোয়েন্দা' আবীরের, পুজোয় কলকাতার কোন রহস্য উন্মোচন করবেন অভিনেতা?

Advertisment

প্রসঙ্গত, ২৮ অগাস্ট চঞ্চল চৌধুরীর বিবাহবার্ষিকী। বিশেষ দিনে নিজের ব্যর্থতার পাশাপাশি স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ চঞ্চল। তিনি লেখেছেন, 'এই ছবিটা অনেক বছর আগের। আজ থেকে প্রায় পনেরো বছর আগের তোলা। ছবিতে আমাকে,আমার স্ত্রী শান্তা এবং আমাদের ছেলে শুদ্ধকে দেখা যাচ্ছে। শুদ্ধ তখন অনেক ছোট।' এরপরই লেখেন, 'আসল কথাই বলতে ভুলে গেছি'। প্রথমেই অকপটে বলেছেন, বিয়ের দিনের কথা ভুলে গিয়েছিলেন। এমনকী কত তম বিবাহবার্ষিকী সেটাও স্মৃতিতে নেই। স্ত্রীর ইঙ্গিত পেয়ে যখন মনে পড়ল তখন নিজেই লজ্জা পেয়েছেন চঞ্চল চৌধুরী। মনের ভিতর একটা অপরাধবোধও কাজ করছিল সেটাও বলেছেন অভিনেতা। 

আরও পড়ুন তিক্ততা ভুলে প্রেমের ইস্তেহার, মাঝ গঙ্গায় রোম্যান্টিক মুডে! জন্মদিনের আগে কাকে বুকে আগলে নিলেন জীতু?

প্রত্যেক বছরই নাকি বিবাহবার্ষিকীতে এমনটাই ঘটে। কিছুতেই বিয়ের জন্মিদেনর কথা মনে থাকে না। সেই বিষয়টি উল্লেখ করে চঞ্চল চৌধুরী লিখেছেন, 'অভিনেতা হিসেবে কিছুটা সফল হলেও,সাংসারিক জীবনে কিন্তু আমার ব‍্যর্থতার শেষ নেই। আর ভুলে যাওয়াটা আমার একটা অসুখের মতো।' শান্তার তারিফ করে চঞ্চল বলেন, 'এত কিছুর পরও সেখান থেকে তেমন কোন বড় অভিযোগ আসে না বলে এখনও টিকে আছি। ধন্যবাদ শান্তা। শুভ বিবাহ বার্ষিকী।' 

আরও পড়ুনস্বাধীনতাদিবসে জোড়া ধামাকা, খড়্গ হাতে দেব হুঙ্কার দিতেই রক্ততিলক কেটে হাজির 'বিপ্লবী অনন্ত সিং' জিৎ

chanchal chowdhury