Pori Moni-dhaka plane crash: 'বুকের ভেতর ধরফর...', ঢাকায় বিমান দুর্ঘটনার পর কেন তড়িঘড়ি হাসপাতালে পরি মণি?

dhaka plane crash: সোমবার দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। এই ঘটনার বলি অসংখ্য শিশু। এই ঘটনার পরই হাসপাতালে বাংলাদেশের অভিনেত্রী পরি মণি।

dhaka plane crash: সোমবার দুপুরে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। এই ঘটনার বলি অসংখ্য শিশু। এই ঘটনার পরই হাসপাতালে বাংলাদেশের অভিনেত্রী পরি মণি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

হাসপাতালে পরি মণি

Pori Moni Hospitalized: সপ্তাহের প্রথমদিন সোমবার, প্রচণ্ড কর্মব্যস্ততার মাঝে আচমকা ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। মুহূর্তে বদলে যায় ওপার বাংলার চিত্রটা। চারিদিক থেকে শুধু ভেসে আসছিল সন্তান হারানো বাবা-মায়েদের আর্তনাদ। শোকবার্তায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওপার বাংলার শিল্পীরা। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া পদ্মাপাড়ে। মৃত সন্তানকে আগলে মা-বাবার হাহাকারে বিদীর্ণ আবালবৃদ্ধবনিতার হৃদয়। এর মাঝেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পরি মণি। 

Advertisment

এই খবরে যখন চারিদিক তোলপাড় তখন প্যানিক অ্যাটাক হয় বাংলাদেশী অভিনেত্রীর। তাই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সোশ্যাল মিডিয়ায় এই খবর নিজেই দিয়েছেন অভিনেত্রী। ছোট থেকেই আগুনে ট্রমা পরি মণির। তাই এই মর্মান্তিক শিশুমৃত্যুর মিছিল গভীর প্রভাব ফেলেছে পরি মণির মনে। তিনি লিখেছেন, 'আগুনের একটা ট্রমা আমার আছে ছোটোবেলা থেকে। সেটা যে এখনও এতো ভয়ংকর ভাবে আছে আগে বুঝতে পারিনি।'

আরও পড়ুন 'এগুলো না করলে...', অভিনেত্রী হতে কী শর্ত? কেরিয়ারের শুরুতে ভয়ংকর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কল্কি

Advertisment

আরও যোগ করেন, 'গতকালের দুর্ঘটনায় ছোট ছোট বাচ্চাগুলোর পোড়া শরীরের ছবি বা ভিডিও দেখে আমার খুব খারাপ ভাবে প্যানিক অ্যাটাক হয়! রাতে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। বুকের ভেতর শুধু ধরফর করে। আহারে এই শোক ওই মায়েরা কিভাবে সহ্য করবে আল্লাহ! আল্লাহ আল্লাহ...!' 

পরি মণির জীবনে অসংখ্য বিতর্ক থাকলেও তাঁর একটা বিরাট ফ্যানবেস রয়েছে। তাই অভিনেত্রীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। একইসঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা করেছে নেটিজেনরা। শুধু নেটনাগরিক বা আমজনতা নয়, এভাবে যুদ্ধবিমান পরীক্ষা করার তীব্র প্রতিবাদ করেছেন পদ্মাপাড়ের অভিনেত্রী  তাসনুভা তিশা।

আরও পড়ুন ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় সন্তানহারা বহু বাবা-মা, লাইভে বুকফাটা কান্না অভিনেত্রী তিশার

 যুদ্ধবিমান পরীক্ষা করার আগে কেন সব কিছু খতিয়ে দেখা হল না, মাঝপথে বিপদ কতটা ঝুঁকিপূর্ণ, কোন এলাকায় যুদ্ধবিমান পরীক্ষা করা উচিত সেগুলো কেন আগে পর্যালোচনা করা হল না, সেই বিষয়টি লাইভে তুলে ধরেছেন অভিনেত্রী। নিষ্পাপ শিশুদের মর্মান্তিক মৃত্যু আর সন্তানহারা মায়েদের কথা বলতে গিয়ে লাইভে কেঁদে ফেলেছেন তিশা। 

আরও পড়ুন 'যদি অবহেলা করতাম...', ক্যানসারের পর কোন মারাত্মক বিপদ থেকে বরাতজোরে রক্ষা পেলেন রাকেশ?

Pori Moni বিনোদনের খবর dhaka plane crash