Kaushik Ganguly: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তারপরই মুক্তি পাবে বহু প্রতিক্ষীত বাংলা সিনেমা ধূমকেতুর ট্রেলার। দীর্ঘ কয়েক বছর পর ফের একমঞ্চে এককালীন বাংলা ছবির হিট জুটি দেব-শুভশ্রী। নজরুল মঞ্চে প্রিয় জুটিকে দেখতে রবিবারসীয় ছুটির দিনে টিকিট কাটার লাইনে ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। ইতিমধ্যেই অনুরাগীদের উত্তেজনা উসকে মুক্তি পেয়েছে ধূমকেতুর গান আর টিজারের কয়েক ঝলক। এখন তো সময় শুধু কাউন্টডাউনের। একদিকে যখন দেব-শুভশ্রীর ধূমকেতু নিয়ে উত্তেজনার পারদ চড়ছে তখন অন্যদিকে জন্মদিন উদযাপনে মজে 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' কৌশিক গঙ্গোপাধ্যায়। সব মিলিয়ে আজ যেন টলিপাড়ায় উৎসবের আমেজ।
দেখতে দেখতে জীবনের আরও একটি বসন্ত পার করে ফেললেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ৪ অগাস্ট পরিচালক-অভিনেতার জন্মদিনে ধূমকেতুর ট্রেলার মুক্তি, এবছরের জন্মদিন অন্য বছরের থেকে অনেকটা আলাদা? বহু বছর পর নিজের ছবি মুক্তি জন্মদিনের বিশেষ প্রাপ্তি? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে এই প্রশ্নের উত্তর জানতে 'বার্থডে বয়' কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতেই 'ধন্যবাদ' বলে ফোনের ওপারে দরাজ হাসি! ধূমকেতুর ট্রেলার মুক্তির আনন্দের সঙ্গে জন্মদিন উদযাপনের উল্লাস মিশেমিশে একাকার।
আরও পড়ুন ১৪ বছর পর ফিরছে দেব-শুভশ্রী জুটির নস্ট্যালজিয়া, 'ধূমকেতু'-র ট্রেলার মুক্তির আগে সারপ্রাইজ সুপারস্টারের
কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, 'জন্মদিন আর ইভেন্ট দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। আর দুটোর গুরুত্বও ভিন্ন। তবে একইদিনে যখন জন্মদিন আর বহুপ্রতিক্ষীত মুভি ধূমকেতুর ট্রেলার মুক্তি পাচ্ছে তখন দিনটা জমজমাট। জন্মদিনের একটা অংশ ধূমকেতুর ইভেন্টে কাটবে আর বাকি সময়টা পরিবারের সঙ্গে। প্রতিবার আমি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাই। এবারেও তার ব্যতিক্রম হবে না। আমার জন্মদিনে ধূমকেতুর ট্রেলার লঞ্চ, সব মিলিয়ে জীবনের বিশেষ একটা দিন। আমার কাছে এটা জন্মদিনের অন্যতম সেরা উপহার।'
আরও পড়ুন ১৩ জুন ঋতুপর্ণ ঘোষ আমাদের সঙ্গে বসেই সিনেমাটা দেখবেন আর খুশিও হবেন: কৌশিক গঙ্গোপাধ্যায়
আগামীতে দেব-শুভশ্রীকে আর কখনও এক ছবিতে দেখা যাবে কিনা সেটা প্রশ্ন চিহ্নের মুখে। ভক্তরাও সেই উত্তরের অপেক্ষায়। যদিও ধূমকেতু মুক্তির আগে দুজনেই বলেছেন, ভাল চিত্রনাট্য হলে নিশ্চয়ই কাজ করবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেব-শুভশ্রীর ধূমকেতুর বেশ কিছু দৃশ্য। বিশেষ করে দেবের বুড়িয়ে যাওয়া লুক এখন পেজ ৩-এর চর্চিত টপিক। বিশিষ্ট মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর হাতের ছোঁয়ায় দেবের 'বুড়ো' লুক সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।
আরও পড়ুন 'পাঁচদিন আগেও কথা হল', টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের