Dev-Subhashree New Movie Dhumketu: ২০১৬ থেকে ২০২৫, দীর্ঘ ন'বছরের অপেক্ষার অবসান। অবশেষে বড় পর্দায় মুক্তির অপেক্ষায় দেব-শুভশ্রী জুটির নতুন ছবি ধূমকেতু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন টলিউডের অন্যতম শ্রেষ্ঠ জুটি দেব-শুভশ্রী। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ধূমকেতু। ইতিমধ্যেই সিনেমার ডাবিং সেরেছেন দুজনে। ধূমকেতু-র মুক্তি ঘিরে বাংলা সিনেপ্রেমীদের মধ্যে উত্তেজনা একেবারে তুঙ্গে।
আরও পড়ুন নাতনির প্রতি বিমুখ দিদা! ঠাকুরদা দিলেন সোনার বালা, সন্তানের এক ঝলক পোস্ট করে কী বললেন অহনা?
দিন যত এগচ্ছে ততই দেব-শুভশ্রী জুটির ভক্তদের উন্মাদনার পারদ চড়ছে। এতগুলো বছর পর বড় পর্দায় সেই রোম্যান্টিক জুটির নস্ট্যালজিয়া উপভোগ করতে প্রহর গুনছে অনুরাগীরা। রাত পোহালেই মুক্তি পাবে ধূমকেতুর ট্রেলার। বিশেষ অ্যাপের মাধ্যমে মিলছে টিকিট। এতগুলো বছর পর সেই ফেমাস জুটিকে চাক্ষুস দেখতে যে জনজোয়ার হবে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। ধূমকেতুর ট্রেলার মুক্তির আগে দেবের বিশেষ চমক।
আরও পড়ুন ধূমকেতু মুক্তির আগে শুভশ্রীর 'নাইট শিফট', মায়ের সঙ্গে ছবি পোস্ট করে কী বার্তা দেবের?
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির দোরগোড়ায় দাঁড়িয়ে 'ধূমকেতু'। তার আগে দুটি ছবি পোস্ট করেছেন সুপারস্টার দেব। একটি কেকের উপর লাল হৃদয়ের ইমোজি দিয়ে লেখা, আমরা দেব শুভশ্রীর ধূমকেতু ভালবাসি। সাদা টি শার্টের উপরও দৃশ্যমান সেই লেখা। ছবি পোস্টের ক্যাপশনে ভক্তদের উত্তেজনা উসকে দেব লিখেছেন, 'আগামীকালের জন্য তৈরি তো?'
শুভেচ্ছা আর ভালবাসায় ভাসছে টলিপাড়ার এই বিশেষ জুটি। এখানেই শেষ নয়, ধূমকেতু মুক্তির আগে ২০১১ থেকে শুরু হওয়া সেই দেব-শুভশ্রী ক্রেজের নস্ট্যালজিয়া উসকে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেতা। দীর্ঘ ১৪ বছর পর আরও একবার ফিরছে সেই বিশেষ মুহূর্ত যা সেলিব্রেট করবে কলাকুশলী থেকে ভক্তরা। দেখুন সেই ভিডিও।
আগামীতে দেব-শুভশ্রীকে আর কখনও এক ছবিতে দেখা যাবে কিনা সেটা এখন প্রশ্ন চিহ্নের মুখে। ভক্তরাও সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায়। যদিও ধূমকেতু মুক্তির আগে দুজনেই বলেছেন, ভাল চিত্রনাট্য হলে নিশ্চয়ই কাজ করবেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেব-শুভশ্রীর ধূমকেতুর বেশ কিছু দৃশ্য। বিশেষ করে দেবের বুড়িয়ে যাওয়া লুক এখন পেজ ৩-এর চর্চিত টপিক। বিশিষ্ট মেকআপ আর্টিস্ট সোমনাথ কুণ্ডুর হাতের ছোঁয়ায় দেবের 'বুড়ো' লুক সিনেমার পর্দায় দেখতে মুখিয়ে রয়েছে দর্শক।
আরও পড়ুন স্বচ্ছ নীল জলের মাঝে স্বল্প পোশাকে তন্বী, চেহারা নিয়ে খোঁচা মারতেই চাঁচাছোলা বাঙালি অভিনেত্রী