/indian-express-bangla/media/media_files/GYYmUVDFrwrisPoEgTOY.jpg)
অঙ্কুশকে ইডির সমন?
Ankush Hazra-ED Summon: এই মুহূর্তে জোরকদমে চলছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পুজোর ছবি 'রক্তবীজ ২'-এর প্রচার। যখানে অংশ নিচ্ছেন পর্দার মুনির আলম অঙ্কুশ হাজরা। এর মাঝেই আইনি জটিলতায় জড়ালেন অভিনেতা। টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, অবৈধ বেটিং অ্যাপের প্রচার করার জেরেই সমস্যায় পড়েছেন অঙ্কুশ। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচার করার জেরে অঙ্কুশ হাজরাকে নাকি সমন পাঠিয়েছে ইডি। সূত্র মারফৎ জানা গিয়েছে, তদন্তকারী সংস্থা আগামী ১৬ সেপ্টেম্বর টলি অভিনেতা অঙ্কুশকে হাজিরার নির্দেশ দিয়েছে ইডি। এই প্রসঙ্গে বিশদে জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অঙ্কুশকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর পাওয়া যায়নি। প্রেমিকা ঐন্দ্রিলা সেনও ফোনে অধরা।
প্রসঙ্গত, গত জুন মাসেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে বয়ান রেকর্ড করেছেন সুরেশ-হরভজন-সহ বেশ কিছু তারকা। ১৬ সেপ্টেম্বর অঙ্কুশও ইডি-র দফতরে বয়ান রেকর্ড করতে আসেন কিনা সেটাই দেখার। উল্লেখ্য, অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে রূপোলি দুনিয়ার তারকা থেকে ময়দানের খেলোয়াদের। সেই তালিকায় রয়েছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা, রানা ডাগ্গুবতী থেকে প্রকাশ রাজ সহ বলি ডিভা ঊর্বশী রাওতেলা। এছাড়াও নাম রয়েছে হরভজন সিং, সুরেশ রায়নার মতো ক্রিকেট তারকাদের।
আরও পড়ুন পরমব্রতর সঙ্গে রোম্যান্সের মাঝেই অঙ্কুশের সঙ্গে..., কিলবিলে কৌশানীর প্রেমিক কে?
বলিউড, দক্ষিণে তারকার পাশাপাশি ক্রিকেটারদের নামের সঙ্গে এবার জুড়ে গেল বাংলা ইন্ডাস্ট্রির অঙ্কুশ হাজরার নাম! এর আগে টলিউডের কোনও অভিনেতা-অভিনেত্রীর বিরুদ্ধে বেটিং অ্যাপ কেলেঙ্কারির অভিযোগ ওঠেনি। নিষিদ্ধ অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচারের তদন্ত চালাচ্ছে ইডি। আর সেই চলমান তদন্তের স্বার্থেই অঙ্কুশকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া বলে সূত্রের খবর। সোশ্যাল মিডিয়ায় যেহেতু তারকারা ভীষণ সক্রিয় তাই তাঁদের দ্বারা এই ধরনের অ্যাপের প্রচারে প্রভাবিত হচ্ছে আমজনতা। যার ফলস্বরূপ আর্থিক লোকসানের শিকার হচ্ছে।
আরও পড়ুন গাড়ির মধ্যেই একেবারে রোম্যান্টিক মুডে..., অঙ্কুশের ভিডিও দেখে কী বলছে নেটপাড়া?