/indian-express-bangla/media/media_files/2025/08/22/cats-2025-08-22-17-33-47.jpg)
ছোট পর্দায় অঙ্কুশ
Bengali Reality Show: টিআরপি-র নিরিখে বাংলা টেলিভিশনের ন ফিকশন শোয়ের দারুণ রমরমা। বিভিন্ন চ্যানেলে দর্শকের মনোরঞ্জনের জন্য নিত্য নতুন শোয়ের আনাগোনা লেগেই রয়েছে। এই তালিকায় রয়েছে সান বাংলা-ও। মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। বাংলার ঘরে ঘরে এই শো-এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। অসামান্য সাফল্যের পর শুরু হয়েছে সিজন ২। যেখানে থাকছেন অভিনেতা অঙ্কুশ হাজরা। রিয়্যালিটি শোয়ে অঙ্কুশের উপস্থিতি দর্শক উপভোগ করে। এবার সান বাংলার শোয়ে দেখা যাবে তাঁকে।
আগস্ট মাসের ফিনালেতে এসে দারুণ উচ্ছ্বসিত অঙ্কুশ। তিনি বলেন, 'এই শো-এ অংশগ্রহণের সুযোগ পেয়ে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। বেশ মজার, সবাই খেলতে পারবেন। আর খেলাটা একদমই কঠিন নয়। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে, আমার অভিনয়ের শিক্ষকও বটে। বহু সিনেমার জন্য সুদীপ্তদির কাছে আমি ওয়ার্কশপ করেছি। এই শো-তে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভাল লাগছে।'
আরও পড়ুন সাংসারিক জটিলতার মাঝে ফিরবে হারিয়ে যাওয়া শৈশব! রূপকথার কাহিনিতে কোন গল্প বলবে রাজকন্যা 'রূপমতী'?
হাসি-আনন্দে জমে উঠবে সিজন ২-এর ফিনালে। বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে এই শোয়ে অংশগ্রহণকারী লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। আর সেই গল্প শুনবেন অঙ্কুশ। দোসর তাঁর ডান্স পারফরম্যান্স। নিজের সিনেমার জনপ্রিয় গান থেকে হিন্দি গান সবেতেই পা মেলাবেন অঙ্কুশ। ৩১ আগস্ট সন্ধ্যে ৬ টায় সান বাংলায় দেখা যাবে এই ফিনালে। বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে।
সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা সঙ্গে আরও অনেক মজা। "টাকার খনি", "বল ফেলতে টাকা কুলো" এমন সব মজার খেলা সিজন ২ তে দর্শক দেখছেন। শো-টি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। 'লাখ টাকার লক্ষ্মীলাভ' নিছক একটা নন ফিকশন শো নয় বরং মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম। মাঝে মাঝে লাখ টাকার লক্ষ্মীলাভে খেলতে আসেন তারকারাও। গল্প,আড্ডায় জমে ওঠে সেইসব পর্ব। তারকারা অবশ্য সব টাকা নেন না। বরং তাঁদের টাকায় তৈরি হয়েছে "লক্ষ্মী ব্যাঙ্ক"। দর্শকের চাহিদার কথা মাথায় রেখে সিজন ২ চলবে আগামী সাত মাস।
আরও পড়ুন টেলিভিশনের কাজ সরকারি চাকরির মতো, প্রতি মাসে পারিশ্রমিক পাই: শ্রুতি