Sujan Neel Mukhopadhyay:মহানায়ক উত্তম কুমারের চরিত্রে অভিনয় করেছিলেন বাঙালি অভিনেতা সুজন নীল মুখোপাধ্যায়। ২০১৭ সালে শুটিং শুরুর সময় থেকেই 'যেতে নাহি দিবো' ছবিটি নিয়ে লড়াই করেছিলেন পরিচালক প্রবীর রায়। ২০১৯- এ মুক্তি পাওয়ার কথা ছিল। দীর্ঘ আইনি জটিলতা কাটিয়ে ২০২৩-এ মুক্তি পায় প্রবীর পরিচালিত এই ছবিটি। সুজনের লুক প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। মহানায়কের বার্ধক্য বয়সের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন সুজন। ছবি নিয়ে যতই কটূক্তি তাঁর দিকে ধেয়ে আসুক সুজন নীল ভট্টাচার্যের কাছে উত্তম কুমার একটি 'প্রতিষ্ঠান'। ২৪ জুলাই মহানায়কের মৃত্যুদিনে সুজনের মুখে 'উত্তম-কথা'।
আরও পড়ুন রোম্যান্সের রাজপুত্র! উত্তম অভিনীত স্বর্ণযুগের সেরা ৫ প্রেমের ছবি
সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া সেই ঘটনাকে বুড়ো আঙুল দেখিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুজন নীল মুখোপাধ্যায় বলেন, 'ওইসব বিতর্ক আমি গায়ে মাখি না। আমার কাছে উত্তম কুমার একটি প্রতিষ্ঠান। ওঁর অভিনয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে প্রতি মুহূর্তে শিক্ষা অর্জন করি। শুধু 'নায়ক' নয়, 'চাওয়া পাওয়া', 'সপ্তপদী', 'যদুবংশ' সহ প্রায় সিনেমাই আমার কাছে একটা শিক্ষার অঙ্গন। না থেকেও শিক্ষকের মতো উত্তম কুমার। ওঁর মতো দেখতে এই বিশ্বে কেউ নেই। উত্তম কুমার তো বাঙালির রবীন্দ্রনাথ।'
আরও পড়ুন উত্তমকুমারের থেকে অটোগ্রাফের আবদার শর্মিলার, তারপর যা হয়েছিল...!! সেই গল্প শুনলে তাজ্জব বনে যাবেন
একটি বিষয়ে নিজের মতপ্রকাশ করতে গিয়ে সুজন বলেন, 'অনেকে উত্তম কুমারকে ভগবান বানিয়ে দেন। আমার আবার ওই জায়গাটায় একটু আপত্তি আছে। কারণ উত্তম কুমার একজন মানুষ যিনি আমাকে রোজ শিক্ষা দেন। আমার ধারণা ভগবান শব্দটা আমাদের উপলব্ধি বা অনুভূতি বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করি। আমার মতে উত্তম কুমার এক ও অনন্য়। সিনেমার পার্ট টু হয় কিন্তু, কিছু মানুষের পার্ট টু হয় না।'
আরও পড়ুন শুধু 'মহানায়ক'-ই নন দুর্দান্ত টেনিস খেলোয়ারও, উত্তমকুমারের মৃত্যুদিনে জেনে নিন অজানা গল্প