Bengali Actress Baby Girl: মঙ্গলে মুখদর্শন! একরত্তিকে আগলে প্রথম ছবি, কেমন দেখতে হল অহনার মেয়ে?

Ahona Dutta Baby Girl- সোমবার সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। ২৪ ঘণ্টা পেরনের আগেই রাজকন্যার সঙ্গে ছবি পোস্ট করেছেন 'নিউলি মাম্মি'। কেমন দেখতে হল? কী বলছেন অহনা?

Ahona Dutta Baby Girl- সোমবার সন্ধ্যায় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। ২৪ ঘণ্টা পেরনের আগেই রাজকন্যার সঙ্গে ছবি পোস্ট করেছেন 'নিউলি মাম্মি'। কেমন দেখতে হল? কী বলছেন অহনা?

author-image
Kasturi Kundu
New Update
cats

'মিশকা'-র মেয়ে

Ahona Dutta Baby Girl Pic: সোমবার সন্ধ্যায় এল সেই বহু প্রতিক্ষীত মুহূর্ত। মা হলেন অহনা। এই দিনটার জন্য দীর্ঘ ৯ মাসের অপেক্ষা। ২৮ জুলাই, সোমবার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রীর কোল আলো করে এল ফুটফুটে কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় মা ও সদ্যোজাতর হেলথ আপডেটও দিয়েছেন অহনা। দুজনেই সুস্থ আছেন, ভাল আছেন। এই সময়ে প্রিয়জনেরা যেন তাঁদের শুভকামনা ও প্রার্থনায় জড়িয়ে রাখেন সেই আবদারই করেছেন অহনা।

Advertisment

Advertisment

অন্যদিকে বাবা হওয়ার আনন্দে উৎফুল্ল দীপঙ্কর রায়। মেয়েরা তো 'পাপা কী পরী', দীপঙ্করের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। ছোট্ট সোনাকে কোলে নিয়ে কখন আদর করবেন সেই অপেক্ষারই প্রহর গুনছেন। মেয়ের জন্মের কয়েক ঘণ্টা পরই সোশ্যাল মিডিয়ায় একরত্তিকে আগলে ছবি পোস্ট করেছেন অহনা। যদিও মেয়ের মুখের উপর ইমোজি। প্রথম দর্শনে মেয়েকে কার মতো দেখতে লাগল অহনার?

আরও পড়ুন সোমে সুখবর! মা হলেন অহনা, পুত্র না কন্যা সন্তান এল ছোট পর্দার 'মিশকা'-র কোলে?

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে উচ্ছ্বাসের সঙ্গে বললেন, 'সবাই বলছে আমার মতো লাগছে। কিন্তু, আমি প্রমাণ করে দেব ওকে ওর বাবার মতোই দেখতে হবে। আসলে এখন তো একদমই ছোট। অনেক পরিবর্তন আসবে। পরশুদিন বাড়ি ফিরব। তারপর একটা নতুন জার্নি শুরু হবে।' অহনা চেয়েছিলেন তাঁর পছন্দের তারিখে সন্তানের জন্ম দেবেন। সেটা কেন সম্ভব হল না? সোমবারই মনের সেই কথা ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন। 

আরও পড়ুন আমি তো চেয়েছিলাম একসঙ্গে আটটি সন্তান হোক, কিন্তু ভাগ্যক্রমে একটাই হবে: অহনা দত্ত

অহনা কিছুটা আক্ষেপের সঙ্গে বলেন, 'সকাল পর্যন্তও জানতাম ১ অগাস্ট আমার ডেলিভারি হবে। কিন্তু, বিকেলের পর শরীরটা একটু খারাপ লাগছিল। তাই আর ঝুঁকি নিলাম না।' মাত্র ২১ বছর বয়সে মা হলেন অহনা। অল্প বয়সের এই অনুভূতি সত্যিই তাঁর কাছে অসামান্য। হাতে ছোট্ট একতা প্ল্যাকার্ড - যেখানে লেখা "এসো মা লক্ষ্মী, বসো ঘরে। এভাবেই রাজকন্যাকে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। 

মা বাবা হিসেবে নতুন পথচলাকে সাক্ষী করে লিখেছেন, 'নতুন চরিত্রে আমরা মা ও বাবা।' অভিনেত্রীর স্বামী সমাজ মাধ্যমে পোস্ট করেছেন ছোট্ট একটা শব্দ, যাতে মিশে আছে আসমুদ্র হিমাচলের ভালবাসা- 'মা'...। অভিনব কায়দায় দীপঙ্করের  পিতৃতন্ত্রের আনন্দ উদযাপনের তারিফ করেছে নেটভুবন।

আরও পড়ুন সিঁথিতে চওড়া সিঁদুর- শাঁখা-পলা- গা ভর্তি গয়না, দেখুন মিস টু মিসেস 'মিশকা' অহনার বিবাহ ডায়েরিজ

Ahona Dutta