Alivia Sarkar-Shehnaaz Gill: বাংলার প্রশিক্ষণ দিতেই অলিভিয়াকে বিশেষ কমপ্লিমেন্ট শেহনাজের, সিদ্ধার্থ-শেফালিকে নিয়ে কথা হল দুজনের?

Shehnaaz Gill At Kolkata: শেহনাজ গিলকে বাংলা শেখাতে গিয়ে কী কমপ্লিমেন্ট পেলেন অলিভিয়া? শেফালি জারিওয়ালা বা সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে কোনও কথা হল দু'জনের?

Shehnaaz Gill At Kolkata: শেহনাজ গিলকে বাংলা শেখাতে গিয়ে কী কমপ্লিমেন্ট পেলেন অলিভিয়া? শেফালি জারিওয়ালা বা সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে কোনও কথা হল দু'জনের?

author-image
Kasturi Kundu
New Update
cats

শেহনাজ-অলভিয়া...

Alivia Sarkar-Shehnaaz Gill News: সোমবার সন্ধ্যায় শহর কলকাতায় পা রেখেছেন 'পঞ্জাবের ক্যাটরিনা কইফ' শেহনাজ গিল। সফর সঙ্গী গিপ্পি গ্রেওয়াল। নতুন ছবির শুটিংয়ে তিলোত্তমায় শেহনাজ-গিপ্পি জুটি। এসভিএফের প্রযোজনায় একটি পঞ্জাবি ছবিতে কাজ করছেন তাঁরা। পরিচালনার দায়িত্বে নবনীত সিং। এই ছবির হাত ধরেই প্রথমবার জুটি বাঁধলেন শেহনাজ গিল ও গিপ্পি গ্রেওয়াল। মঙ্গলবার থেকেই জোরকদমে শুরু হয়েছে সিনেমার শুটিং। নতুন ছবিতে শেহনাজ-গিপ্পির সঙ্গে ওতপ্রতোভাবে জড়িয়ে রয়েছেন বং বিউটি অলিভিয়া সরকার। ছবিতে অভিনয় না করলেও ক্যামেরার পিছনে বিশেষ দায়িত্ব পালন করছেন অভিনেত্রী। আর সেটি হল শেহনাজ গিলকে বাংলা শেখাচ্ছেন অলিভিয়া। 

Advertisment

পঞ্জবি সিনেমায় বেশ কিছু বাংলা সংলাপ রয়েছে। সেটি সিনেমার পর্দায় সঠিকভাবে উপস্থাপন করার জন্যই শেহনাজকে প্রশিক্ষণ দিচ্ছেন বঙ্গললনা অলিভিয়া সরকার। এই দায়িত্ব কী ভাবে পেলেন অভিনেত্রী? তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে অলিভিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'পরিচালকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল। তখন আমাকে বলেছিলেন, একট সাহায্য করতে পারবে? আমি বলেছিলাম, কেন করব না? নিশ্চয়ই করব। সিনেমায় শেহনাজের বেশ কিছু বাংলা সংলাপ আছে। সেটা ঘষে মেজে ঠিক করার দায়িত্বটা দেন। আমার সেটে থাকতে সবসময়ই ভাল লাগে। ক্যামেরার সামনেই থাকতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। ক্যামেরার পিছনেও কাজ করতে ভাল লাগে। তাই এখন সেটে থেকে শেহনাজের বাংলা সংলাপগুলো পারফেক্ট করার চেষ্টা করছি। এই কাজের মাধ্যমে নিজেরও একটা অভিজ্ঞতা হল। অনেক কিছু শিখতে পারলাম।' 

আরও পড়ুন হাসপাতালের বিছানা-হাতে স্যালাইনের নল! বমি করে মুখ-চোখ লাল, কেমন আছেন অলিভিয়া?

Advertisment

বাংলা সংলপের পাশাপাশি পঞ্জাবি ছবিতে রয়েছে রবীন্দ্রসংগীতও। সেই প্রসঙ্গে অলিভিয়া বলেন, 'সিনেমার রবীন্দ্রসংগীত রয়েছে। সেটা শেহনাজকে বুঝিয়ে দেওয়া একটা বড় দায়িত্ব। কারণ পরিচালক কোনওভাবেই চান না কারও ভাবাবেগে আঘাত লাগুক। তাই কজের মধ্যে অথেন্থেটিসিটি বজায় রাখতে কোনও রকম ত্রুটি রাখছেন না। আমিও এই কাজের অংশ হতে পেরে খুব খুশি।' শেহনাজকে এতটা কাছ থেকে দেখে আপ্লুত অলিভিয়া। তিনি বলেন, 'ভীষণ মিষ্টি, সুপার কিউট। একটা বাবলি ভাইব আছে। সবসময় হাসিখুশি থাকেন। ওঁর সঙ্গে কাজ করে খুব আনন্দ হচ্ছে।' শেফালি জেরেওয়ালের মৃত্যু ঘিরে সিদ্ধার্থ শুক্লাকে নিয়ে শেহনাজ গিলের সঙ্গে শুটিং সেটে কোনও কথা হল অলিভিয়ার? 

আরও পড়ুন অভিষেকের প্রেমিকা বদলের তালিকায় অলিভিয়াও! শার্লির সঙ্গে বিয়ের পরই মুখ খুললেন অভিনেত্রী

অভিনেত্রী বলেন, 'না, ফ্লোরে সেভাবে অত কথা হয় নি। তাছাড়া এত অল্প সময়ের পরিচয়ে কেউ ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন না। সকলের প্রাইভেসিকে সম্মান জানানো উচিত। প্রত্যকে ভীষণ মন দিয়ে কাজ করছে, সঙ্গে আমিও। একজন অভিজ্ঞ ও কাজের প্রতি একাগ্রতাসম্পন্ন অভিনেত্রী হওয়াই তো মূল লক্ষ্য। শেহনাজ আমাকে কিউট বলেছে, এটা নিয়েই এখন আমি খুব খুশি।'

Shehnaaz Gill Alivia Sarkar