/indian-express-bangla/media/media_files/2025/08/16/cats-2025-08-16-12-37-51.jpg)
রূপার মাতৃবিয়োগ
Roopa Ganguly Mother Passed away: স্বাধীনতীদিবসের দিনই অভিনেত্রী-রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্যায়ের জীবনে নেমে এল শোকের ছায়া। পরিবারে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মাতৃহারা হলেন রূপা গঙ্গোপাধ্যায়। মায়ের মৃত্যুসংবাদ নিজেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে জানিয়েছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন রূপার মা। অবশেষে শুক্রে সব লড়াইয়ের অবসান। না ফেরার দেশে রূপা গঙ্গোপাধ্যায়ের মা। শুক্রবারই শেষকৃত্য সম্পন্ন হয়েছে। মাতৃশোকে বিহ্বল রূপা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে।' বাবার পর মাতৃবিয়োগে 'অনাথ' হয়ে গেলেন রূপা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন মঙ্গলে চরম দুঃসংবাদ! মা-কে হারিয়ে শোকাচ্ছন্ন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস প্রতিযোগী
শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ের মা। মারণ রোগের সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত হেরে গেলেন। রূপা যখনই কোনও সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তাঁর জীবনে মায়ের অনবদ্য অবদানের কথা উল্লেখ করেছেন। সন্তানকে মানুষ করতে একজন মায়ের একাকী লড়াইয়ের গল্প করতেন রূপা। বাবা থাকতেন বাংলাদেশে। মেয়েকে মানুষ করতে রূপার মায়ের একমাত্র সম্বল ছিল হস্তশিল্প বা হাতের কাজ। পড়াশোনার ফাঁকে মায়ের কাছে হাতের কাজ তিনিও শিখেছিলেন।
আরও পড়ুন 'পাঁচদিন আগেও কথা হল', টলিপাড়ার 'দাদু'-র প্রয়াণে শোকস্তব্ধ কৌশিক! মন খারাপ শ্রুতি-রাহুলের
প্রসঙ্গত, একটা সময় দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। 'মেয়েবেলা' মেগার মাধ্যমে লম্বা বিরতি কাটিয়ে ছোট পর্দায় ফিরেছিলেন। তারপর অবশ্য মাঝপথেই সেই ধারাবাহিক ছেড়ে বেরিয়ে আসেন। এবার তাঁকে দেখা যাবে দেব-এর আপকামিং ছবি রঘু ডাকাত-এ। স্বাধীনতীদিবসের দিনই মুক্তি পেয়েছে রঘু ডাকাত-এর টিজার। সেখানেই প্রকাশ্যে এসেছে 'ডাকাত মা' রূপার প্রথম ঝলক। খুশির আবহেই নেমে এল শোকের ছায়া।
আরও পড়ুন 'সিটি স্ক্যানের রিপোর্ট না আসলে...', জন্মাষ্টমীর আগে মারাত্মক দুর্ঘটনা! কেমন আছেন 'ফুলকি' দিব্যাণী?