Darshana Banik: স্বামীর এঁটো পাতে খাওয়ার চেয়ে পরস্পরের জন্য রান্না করে খাইয়ে দিলে সম্পর্কের বন্ধন মজবুত হয়: দর্শনা

Darshana Banik-Saurav Das: একে অপরের জন্য রান্না করা-ভালবেসে খাইয়ে দেওয়া, এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমেই সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-র নেপথ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন সৌরভ ঘরনি দর্শনা।

Darshana Banik-Saurav Das: একে অপরের জন্য রান্না করা-ভালবেসে খাইয়ে দেওয়া, এই ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমেই সম্পর্কের বাঁধন আরও মজবুত হয়। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও-র নেপথ্যে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন সৌরভ ঘরনি দর্শনা।

author-image
Kasturi Kundu
New Update
cats

লাভলি মোমেন্ট

Darshana Banik-Saurav Das Love Story: বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। একাধিক বাংলা ছবিতে দর্শনার অভিনয় বারবার দর্শকের দিল জিতে নিয়েছে। সিরিয়াস চরিত্র হোক বা কমেডি, দর্শনা কিন্তু জাস্ট ফাটাফাটি। 'জমালয়ে জীবন্ত ভানু'-র মতো সিনেমায় মহানায়িকা সুচিত্রা সেনের ভূমিকাতেও দর্শনা বণিকের সাবলীল অভিনয় দর্শকের দরবারে প্রশংসিত হয়েছিল। বাংলার পাশাপাশি বাংলাদেশী ছবিতেও জুড়ি মেলা ভার। ভোজপুরী, তেলুগু সিনেমাতেও সমান দক্ষতার সঙ্গে কাজ করছেন, বাদ নেই বলিউডও। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় এই বঙ্গতনয়া। সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে সবজি কেটে রান্না করে স্ত্রীকে খাইয়ে দিচ্ছেন সৌরভ। 

Advertisment

সৌরভের বানানো কোন আইটেম দর্শনার সবেচেয়ে প্রিয়? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে দর্শনা বলেন, 'বর যেটা বানায় সেটাই ভাল লাগে, বিশেষ করে কাল যেটা বানিয়েছিল সেটা দারুণ ছিল। ও আগেও গ্রিলড ফিশ বা টুনা স্যান্ডুইচ, স্যুপ বানিয়ে খেত। তবে গতকালের আইটেমটা জাস্ট ফাটাফাটি খেতে ছিল।' প্রিয় মানুষটা যখন রান্না করে খাওয়ায় তখন সত্যিই মনে হয় স্বর্গরাজ্যে বাস করছেন?

অভিনেত্রীর বক্তব্য, ' ও আসলে রান্না করতে ভালবাসে। সময় পেলেই কিছু না কিছু রান্না করে। বরের হাতে রান্না খেতে বেশ ভালই লাগে, এটা তো অস্বীকার করার উপায় নেই। প্রায়ই ব্রেকফাস্ট বানিয়ে আমাকে খাওয়ায়। ও আসলে খাওয়াতে খুব ভালবাসে, বিশেষ করে নিজের হাতে রান্না করে খাওয়াতে বেশি পছন্দ করে। কন্টিনেন্টাল ডিস ওঁর খুব প্রিয় আর ওটাই বানাতে ভালবাসে।'  

Advertisment

আরও পড়ুন বলিউডের টানেই সৃজিতের প্রস্তাব নাকোচ! বিক্রম ভাটের ছবিতে কোন চরিত্রে দেখা যাবে দর্শনাকে?

স্বামী-স্ত্রীর পরস্পরের জন্য রান্না করা-একে অপরকে খাইয়ে দেওয়ার মাধ্যমে সম্পর্কের বন্ধন আরও মজবুত হয়? ফোনের ওপারে লাজুক হেসে সৌরভ পত্নী বলেন, 'ওটা তো সবাই বলে। আমারও মনে হয় এইরকম ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়েই বন্ডিং, ভালবাসা আরও মজবুত হয়। এক প্লেটে খাওয়ার কনসেপ্টটা যেমন সুন্দর তেমনই মিষ্টি এই রান্না করে পরস্পরকে খাওয়ানো। আগেকার দিনে একটা রীতি অনেকে মেনে চলতেন, স্বামীর এঁটো পাতে খাওয়া। আমার মতে, একে অপরের জন্য রান্না করা, ভালবেসে খাইয়ে দেওয়াটাই বেশি ভাল।'

আরও পড়ুন 'সুচিত্রা সেনের চরিত্রে অভিনয়ের সুযোগ পরম সৌভাগ্যের', মহানায়িকার জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি দর্শনার

Saurav Das Darshana Banik