/indian-express-bangla/media/media_files/2025/10/27/cats-2025-10-27-17-36-43.jpg)
চূড়ান্ত অপমানিত দেবশ্রী রায়
Debashree Roy: দেবশ্রী রায়, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এক উজ্জ্বল নক্ষত্র। জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একাধিক হিট বাংলা ছবির সমাহার। হালফিলের ওয়েব সিরিজেও কাজ করেছেন দেবশ্রী রায়। বড় পর্দায় দেখা না গেলেও ওটিটি প্ল্যাটফর্মের সৌজন্যে এখন তিনি দর্শকমহলে 'কেমেস্ট্রি মাসি' হিসেবেও নতুন পরিচিতি তৈরি করেছেন। দেবশ্রী রায় শুধুমাত্র একজন অভিনেত্রীই নন, তিনি স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবশ্রী রায় ফাউন্ডেশন’-এর কর্ণধার। অবলা প্রাণীদের নিয়ে কাজ করেন অভিনেত্রী। তাঁরই সংস্থার একজন সদস্য অদৃজার পোষ্যকে কাঠগোড়ায় তুলেছে আবাসনের বাসিন্দারা। তাকে ঘোরাতে নিয়ে গেলে রীতিমতো হেনস্থা করা হয়। অভিযোগ সে নাকি বাগানে মূত্রত্যাগ করলে বাকি পোষ্যদের সমস্যা হচ্ছে। অদৃজার উপর যেমন আবাসনের বাসিন্দারা চড়াও হন তেমনই তাঁর অসুস্থ স্বামীকে ঘুষি মারতেও উদ্যোগী হয় অনেকেই। এই খবর দেবশ্রীকে ফোন করে জানাতেই তিনি ছুটে আসেন। এরপর সেখানে যে পরিস্থিতি তৈরি হয় তা দেখে স্মম্ভিত অভিনেত্রী।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সিনিসার স্টার দেবশ্রী রায় বলেন, 'আমি অদ্রিজার থেকে ফোন পেয়ে ছুটে যাই। একজন মানুষ যখন ফোনের ওপারে সাহায্যের জন্য কাঁদছে তখন আমি না গিয়ে থাকতে পারি? ওখানে পৌঁছনোর পরই আমাকে প্রায় ৫০ জন মতো ঘিরে ধরে। ওদের বক্তব্য, আমি একজন অভিনেত্রী হয়ে কেন এখানে এসেছি। একজন ভদ্রমহিলা এত রূঢ় আচরণ করছিল যা দেখে আমি অবাক। ভদ্র পরিবারের একজন মহিলা কী ভাবে এমন ভাষায় কথা বলতে পারে! আমাকে তো একজন রীতিমতো হাত ধরে ওখান থেকে বের করে দেওয়ার মতো অবস্থা। এত বড় একটা আবাসনে সিসিটিভি খারাপ। তাই আমার কাছে যথেষ্ট প্রমাণ নেই। আমি ওদের বারবার বলেছি, আমার পরিচয় শুধু অভিনেত্রী নয়। আমি দীর্ঘ ১৮ বছর একটি এনজিও-র সঙ্গে যুক্ত। এই অবলা প্রাণীদের রক্ষা করাটা দায়িত্ব আমার।'
আরও পড়ুন আজ উনিশে এপ্রিল, মা মেয়ের সম্পর্কের রসায়ন বদলে দিয়েছিলেন দেবশ্রী! জানেন কী ভাবে?
এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রী বলেছেন, 'এখন তো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখতে পাই পুজো মণ্ডপে পথকুকুর থাকছে, পোষ্যদের নিয়ে যাচ্ছে। আমরা যে দেবদেবীর করি তাঁদের প্রত্যেকেরই তো বাহন কোনও না কোনও পশু। আমি তো আরও একটা কথা শুনে ইমোশনাল হয়ে গিয়েছিলাম যে অবলা প্রাণীটাকে নাকি চকোলেট বোম ছুড়ে দেওয়ার হুমকি দিয়েছে! আজকাল মানুষ বড্ড উদ্ধত হয়ে গিয়েছে। না হলে অদ্রিজার স্বামী যিনি পেশায় একজন চিকিৎসক যাঁর বাইপাস সার্জারি হয়েছে তাঁকে ঘুষি মারতে যায়!'
আরও পড়ুন হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বোনের, প্রিয়জনকে হারিয়ে 'অসুস্থ' দেবশ্রী
দেবশ্রীর সংযোজন, 'আমি নিজেকে সামলাতে না পেরে বলেছি বড় ফ্ল্যাটে থাকলেই তো আর ভদ্রলোক হওয়া যায় না। তখন ওঁরা বলছে আপনি কে? আমরা আপনার কাছে কোনও ব্যখা দিতে রাজি নই। এর মাঝেই একজন হঠাৎ করে বলল, শুনুন ম্যাম আমরা হিউম্যান লাভার। আমি তখন বললাম খুব ভাল কথা। কিন্তু, সমাজে সামঞ্জস্য করে চলতে হয়। আমাদের দায়িত্ব মানুষ, পশু, পাখি আর প্রকৃতি সবকিছু রক্ষা করা। ঈশ্বর যেমন মানুষকে পাঠিয়েছে তেমনই পশু-পাখিকেও পাঠিয়েছে। ওরা তো অবলা-কথা বলতে পারে না। তাই আমাদের দায়িত্ব ওদের রক্ষা করা। আমার একটাই আপশোস সিসিটিভি খারাপ থাকায় ওই মুহূর্তগুলো ক্যাপচার করতে পারিনি।'
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us