Debashree Roy Sister Death: হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বোনের, প্রিয়জনকে হারিয়ে 'অসুস্থ' দেবশ্রী

Debashree Roy Sister: বৃহস্পতিবার বোনকে হারালেন বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়। মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন। তুতো ভাই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন, বোনের মৃত্যুশোক সহ্য করতে না পেরে একটু অসুস্থ হয়ে পড়েছেন।

Debashree Roy Sister: বৃহস্পতিবার বোনকে হারালেন বাংলা সিনেমার স্বনামধন্য অভিনেত্রী দেবশ্রী রায়। মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন। তুতো ভাই ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন, বোনের মৃত্যুশোক সহ্য করতে না পেরে একটু অসুস্থ হয়ে পড়েছেন।

author-image
Kasturi Kundu
New Update
cats

ভাঙল রুমকি-ঝুমকি জুটি

Debashree Roy-Jhuma Roy: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের মৃত্যুসংবাদ। সম্প্রতি নিজের ভাই অমিতাভকে হারিয়েছেন সিনিয়ার স্টার চিরঞ্জিৎ চক্রবর্তী। এবার বোনকে হারিয়ে শোকে পাথর টলিপাড়ার বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায়। বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন দেবশ্রী রায়ের বোন ঝুমা রায়। ইন্ডাস্ট্রিতে তাঁরা রুমকি-ঝুমকি জুটি হিসাবেই সকলের কাছে বিশেষ পরিচিত। বোনের আকস্মিক মৃত্যুতে একেবারে ভেঙে পড়েছেন 'সর্বজায়া' দেবশ্রী রায়। এই খবরে তিনি এতটাই ভেঙে পড়েছেন যে কারও ফোন ধরার মতো অবস্থাতেও নেই তিনি। অসুস্থ হয়ে পড়েছেন। নিজের ঘরে চুপ করে শুয়ে আছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে এমনটই জানিয়েছেন অভিনেত্রীর তুতো ভাই। 

Advertisment

Advertisment

ঝুমা রায়ের মৃত্যুর খবরে সিলমোহর দিয়ে বলেন, 'সকাল আটটার মধ্যেই ঘটনাটি ঘটেছে। অসুস্থও ছিলেন না। হঠাৎই এমন ঘটনা ঘটে গেল। হাসপাতালে নিয়ে গিয়েও আর লাভ হয়নি। বোনের এই মৃত্যুশোকটা দিদি হিসাবে একদম সহ্য করতে পারছেন না। এটা তো মারা যাওয়ার বয়স নয়। ওঁর দাদা মুম্বই থেকে আসছে। তারপর বাকি কাজ সম্পন্ন হবে।'

আরও পড়ুন শুক্রের মাঝরাতে হাসপাতালে সৃজিত, খোশ মেজাজে সেবিকাদের অটোগ্রাফ টলিউডের 'ফার্স্ট বয়'-র

দেবশ্রীর বাড়ির পাশেই থাকতেন ঝুমা। দুই বোন অর্থাৎ রুমকি-ঝুমকি জুটি কলকাতায় দারুণ ফেমাস ছিল। আর কখনও দেখা যাবে না এই জুটিকে। প্রসঙ্গত, ঝুমা রায়ের মৃত্যুতে শোকের ছায়া মায়ানগরী মুম্বইয়ে। তিনি সম্পর্কে কাজল ও রানি মুখোপাধ্যায়ের মাসি। কয়েকদিন আগে কাকাকে হারিছেন, এবার মাসির মৃত্যুসংবাদে আরও একবার শোকস্তব্ধ দুই বোন। 

শিশুশিল্পী হিসেবে মঞ্চে পারফর্ম করতেন দুই বোন। দিন কয়েক আগেও একসঙ্গে কত আনন্দ করেছেন দুজনে। খোশ মেজাজে দেখা গিয়েছিল দুই বোনকে। সম্ভবত, কোনও ঘরোয়া অনুষ্ঠানেই একসঙ্গে আনন্দ উদযাপন করেছিলেন। তারপরই এমন ঘটনা খুব স্বাভাবিকভাবেই দেবশ্রীর মনের উপর গভীর চাপ প্রভাব ফেলেছে। অল্প হয়স থেকেই দেবশ্রী আর ঝুমা নাচ শিখতেন। নাচকেই পেশা হিসেবে মান্যতা দেওয়ার ইচ্ছে ছিল দেবশ্রীর। কিন্তু, ভাগ্যক্রমে অভিনয়ে চলে আসেন। 

আরও পড়ুন আজ উনিশে এপ্রিল, মা মেয়ের সম্পর্কের রসায়ন বদলে দিয়েছিলেন দেবশ্রী! জানেন কী ভাবে?

Debashree Roy Bengali News