Ditipriya Roy Hospitalized: শুটিং সেটে নাক দিয়ে রক্ত, তড়িঘড়ি হাসপাতালে ভর্তি দিতিপ্রিয়া, কেমন আছেন পর্দার 'অপু'?

Ditipriya Roy Health Update: শুটিং সেটে নাক গিয়ে গলগল করে রক্ত! কোনওরকম বিলম্ব না করে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন। এখন কেমন আছেন দিতিপ্রিয়া?

Ditipriya Roy Health Update: শুটিং সেটে নাক গিয়ে গলগল করে রক্ত! কোনওরকম বিলম্ব না করে অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হন। এখন কেমন আছেন দিতিপ্রিয়া?

author-image
Kasturi Kundu
New Update
Bengali actress Ditipriya Roy reacts on Kashmir pahalgam terror attack 2025

কেমন আছেন অভিনেত্রী?

Ditipriya Roy Operation: দিতিপ্রিয়া রায়, স্টুডিওপাড়ার অত্যন্ত পরিচিত মুখ। খুব অল্প বয়স থেকেই অভিনয়ে আত্মপ্রকাশ। ছোট পর্দার 'রানিমা' হিসেবেই বেশি জনপ্রিয়। এই মুহূর্তে অবশ্য দিতিপ্রিয়া বাংলা মেগার দর্শকের কাছে অপর্ণা বা অপু নামেই পরিচিত। সৌজন্য 'চিরদিনই তুমি যে আমার'। বুধবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর একটি পোস্টে উদ্বেগ প্রকাশ করেন ভক্তরা। দিতিপ্রিয়া জানান, অস্ত্রোপচারের জন্য তাঁকে হাসপাতালে ভর্তি হতে হবে। যদিও খুব গুরুতর কোনও কিছু নয়। নাকের একটি অস্ত্রোপচারের জন্য বুধবারই হাসপাতালে ভর্তি হয়েছেন দিতিপ্রিয়া। সফল অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন অভিনেত্রী। 

Advertisment

আরও পড়ুন কাজই তো সরস্বতী, শুটিং সেট আমার ভ্যালেনটাইন্স ডে পালনের জায়গা: দিতিপ্রিয়া রায়

বৃহস্পতিবার সকালে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে দিতিপ্রিয়ার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সময় তিনি হাসপাতাল থেকেই বলেন, 'এখন আমি ভাল আছি তবে একটু দুর্বল। আজই হয়ত বাড়ি ফিরব।' প্রসঙ্গত, শুটিং সেটে অনেকসময়ই দিতিপ্রিয়ার নাক দিয়ে রক্তক্ষরণ হত। তবুও শুটিং বন্ধ রাখেন নি। প্রতিদিন ১৩-১৪ ঘণ্টা করে সেটে থাকতেন দিতিপ্রিয়া। কয়েকদিন বিশ্রামের পর আবার শুটিংয়ে ফিরবেন ছোট পর্দার অপু অর্থাৎ দিতিপ্রিয়া রায়। দ্রুত সুস্থ হয়ে আবার কাজ শুরু করুক, সেই প্রার্থনাই করছেন অনুরাগীরা।

Advertisment

হাসপাতালে ভর্তি হওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় দিতিপ্রিয়া লিখেছিলেন, 'আজ আমি একটা ছোট অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি হচ্ছি। সেই জন্য আমি হয়ত কারও ফোনের উত্তর দিতে পারব না। খুব প্রয়োজনীয় কিছু হলে দয়া করে আমাকে মেসেজ করবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেব।'

প্রসঙ্গত, ছোট পর্দায় বহুদিন পর দিতিপ্রিয়ার কামব্যাক। সিনেমা-সিরিজে অভিনয়ের পর ফের ছোট পর্দায় দিতিপ্রিয়ার কামব্যাকে খুশি বাংলা মেগার দর্শকও। করুনাময়ী রাণী রাসমণী-তে দুর্দান্ত সাফল্যের পর জিতু কমলের সঙ্গে নতুন সিরিয়ালে তাঁদের অন স্ক্রিন জুটি প্রথমদিন থেকেই দর্শককে মুগ্ধ করেছে। টিআরপি তালিকাতেও যথেষ্ট ভাল জায়গা করে নিয়েছে ছোট পর্দার আর্য-অপর্ণা জুটি। 

আরও পড়ুন নিদ্রাহীন ১৫ দিন! পিএইচডি-র জন্য নেট পরীক্ষার প্রস্তুতি শুরু দিতিপ্রিয়ার, কী ভাবে সামলাবেন পড়াশোনা-কেরিয়ার?

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সমানতালে চালিয়ে যাচ্ছেন উচ্চশিক্ষাও। পড়াশোনায় কোনও খামতি রাখেন না অভিনেত্রী। গত মে মাসে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করার পর সোশ্যাল মিডিয়ায় একটি অনুপ্রেরণাদায়ক পোস্ট শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। কী ভাবে নিদ্রাহীন রাত কাটিয়ে, সুপারভাইজারের সঙ্গে দীর্ঘ আলোচনার মাধ্যমে থিসিস পেপার জমা দিয়েছেন। অভিনয় পেশার সঙ্গে পড়াশোনা সমানতালে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শুভাকাঙ্খীদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছিলেন দিতিপ্রিয়া। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছিলেন জীবনের পরবর্তী লক্ষ্য কী। তিনি বলেছিলেন,'পিএইচডি-র জন্য প্রস্তুতি নেব। নেট পাশ করার লক্ষ্য নিয়ে এগব। স্বপ্ন তো অনেক আছে।' 

Ditipriya Roy Bengali Serial