Indrani paul-Bengali Serial: নাচের প্র্যাকটিসই বোধয় 'বেদিনি' চরিত্রে সুযোগ পেতে বিরাট ভূমিকা পালন করল: ইন্দ্রাণী

Bedeni Josnar Amar Prem: দু'বছরের লম্বা বিরতি কাটিয়ে বাংলা মেগায় গ্র্যান্ড কামব্যাক ছোট পর্দার নন্দিনী ওরফে ইন্দ্রাণী পালের। 'বেদিনি জ্যোৎস্নার অমর প্রেম'-এ অঞ্জু ঘোষের জুতোয় পা গলালেন অভিনেত্রী।

Bedeni Josnar Amar Prem: দু'বছরের লম্বা বিরতি কাটিয়ে বাংলা মেগায় গ্র্যান্ড কামব্যাক ছোট পর্দার নন্দিনী ওরফে ইন্দ্রাণী পালের। 'বেদিনি জ্যোৎস্নার অমর প্রেম'-এ অঞ্জু ঘোষের জুতোয় পা গলালেন অভিনেত্রী।

author-image
Kasturi Kundu
New Update
cats

'বেদিনি' নন্দিনী

Indrani paul-bedeni josnar amar prem: সালটা ছিল ১৯৮৯, সেই বছর  ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল ব্লকবাস্টার মুভি 'বেদের মেয়ে জোস্‌না'। চিরঞ্জিৎ চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধেছিলেন ওপার বাংলার নায়িকা অঞ্জু ঘোষ। সেই ছবির কাহিনি এবার বাংলা মেগার দর্শকের দরবারে।  জি বাংলা সোনারে আসছে নতুন ধারাবাহিক 'বেদেনি জ্যোৎস্নার অমর প্রেম'। আর এই মেগার হাত ধরে প্রায় দু'বছর পর ধারাবাহিকে কামব্যাক ছোট পর্দার নন্দিনী ওরফে ইন্দ্রাণী পাল। অঞ্জুর জুতোয় পা গলাচ্ছেন অভিনেত্রী। শুটিং শুরু আগে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে আলাপচারিতায় ইন্দ্রাণী। 

Advertisment

আরও পড়ুন বিচ্ছেদের পথে জনপ্রিয় জুটি রাহুল-দেবাদৃতা! আচমকা কী ঘটে গেল প্রেমিকযুগলের জীবনে?

Advertisment

বেদের মেয়ে জ্যোৎস্নার রিক্রিয়েট ভার্শন? কবে থেকে শুটিং শুরু?

হ্যাঁ, ৯৯ শতাংশ, তবে যেতেহু ধারাবাহিক তাই কিছু সংযোজন-বিয়োজন তো হবেই। বেদের মেয়ে জোৎস্নাকে ফোকাসে রেখেই গল্পটা তৈরি হয়েছে। এই চ্যানেলের সিংহভাগ মেগাই কোনও না কোনও কালজয়ী হিন্দি ছবির গল্পের আদলেই তৈরি হবে। আমাদের সিরিয়ালের শুটিং শুরু হবে ১১ অগাস্ট থেকে। 

অঞ্জু ঘোষের জুতোয় পা গলানোর জন্য বিশেষ কোনও প্রস্তুতি?

আমাকে যখন গল্পটা শোনানো হয়েছিল তখন আমি বেদের মেয়ে জ্যোৎস্না সহ  এই ধরনের বেশ কয়েকটি সিনেমা দেখেছি। এই চরিত্রের জন্য আমাকে বিন বাজাতে হবে। এটা আগে কখনও করিনি। তাছাড়া এখানে যে ধরনের নৃত্য পরিবেশন করতে হবে সেটাও আমার কাছে একদম নতুন। তাই ইউটিউব দেখে নিজেকে তৈরি করেছি। অঞ্জু ঘোষ কি ভাবে বিন বাজাচ্ছিলেন বা নৃত্য পরিবেশন করেছিলেন সেই স্টেপগুলো ফলো করেছি। 

'বেদিনি' চরিত্রের জন্য সাজসজ্জাতেও তো থাকবে বিশেষত্ব...

হ্যাঁ, আগে কখনও এই ধরনের চরিত্রে কাজ করিনি তাই আমার কাছে এই সাজসজ্জাটা নতুন। নিজেকে কেমন দেখতে লাগবে সেটা নিয়ে খুবই উত্তেজিত। 

ফ্যামিলি ড্রামার বাইরে দর্শক এবার ধারাবাহিকে পুরনো সিনেমার স্বাদ আস্বাদন করবে?

'বেদের মেয়ে জ্যোৎস্না' তো ব্লকবাস্টার হিট। এই ছবিটাকে যাঁরা ভালবেসেছে তাঁদের নিশ্চয়ই এই মেগাও ভাল লাগবে। এখনও অনেক দর্শক আছে যাঁরা এই ধরনের গল্প দেখতে ভালবাসেন। আশা করছি দর্শকের ভালবাসা পাব।

লম্বা বিরতি কাটিয়ে কামব্যাক। শুধুমাত্র ভাল চিত্রনাট্যের জন্যই এই অপেক্ষা?

'নবাব নন্দিনী' শেষ হওয়ার পর ভাবলাম নিজেকে একটু সময় দিই। নাচ নিয়ে অনেকদিন ব্যস্ত ছিলাম। ছোট থেকেই নাচটা শিখতাম। পরে কাজের চাপে নাচ ছাড়তে হয়েছিল। তাই ভাবলাম নাচ নিয়ে পড়াশোনাটা আবার শুরু করি। একটা পরীক্ষাও ছিল, সেটা দিলাম। এর মাঝেও অনেকগুলো কাজের প্রস্তাব পেয়েছি কিন্তু, সেগুলো মনের মতো ছিল না। 'বরণ', 'নবাব নন্দিনী'-র সেই চেনা ছকের বাইরে একটু অন্যরকম যেমন রূপকথা বা পৌরানিক, মাইথোলজির গল্পে কাজ করার ইচ্ছে ছিল। 

'বেদিনি' হয়ে ওঠার ক্ষেত্রে নাচ বিরাট ভূমিকা পালন করল?

আমারও মনে হয়েছে এটা হলেও হতে পারে। কারণ সিনেমার গল্প অনুযায়ী সিরিয়ালে নাচ থাকবে। আমি এতদিন প্র্যাকটিসের মধ্যে ছিলাম সেটাই বোধয় আমার জন্য বাড়তি পাওনা। 

আরও পড়ুন রাখি পরিয়েই উপহারের আবদার, চার বোনের রক্ষাকবচ হিসেবে কী প্রতিজ্ঞা প্রতীকের?

Bengali Serial Indrani paul