Madhubani Goswami second pregnancy Rumour: 'আমরা এটার জন্য প্রস্তুত ছিলাম না...', সোশ্যাল মিডিয়ায় বেবি বাম্পের ছবি শেয়ার করে এই ক্যাপশনেই ভক্তদের উত্তেজনাকে জিইয়ে রেখেছিলেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। দোসর অভিনেতা স্বামী রাজা গোস্বামীও। এই ছবি দেখে সকলেই ভেবেছিল দ্বিতীয়বার বাবা-মা হচ্ছেন ছোট পর্দার এই জনপ্রিয় জুটি। পোস্টের মধ্যে এটাও উল্লেখ করেছিলেন অপ্রতাশিতভাবেই পুরো ঘটনাটি ঘটেছে। সেই দিক থেকে অনেকেই আবার 'আনপ্ল্যানড প্রেগন্যান্সি' নিয়েও চর্চা করছিলেন। একদিন পর একটি ভিডিওর মাধ্যমে সত্যিটা জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন সেলেব দম্পতি। যেমন কথা তেমন কাজ। সত্যিই দ্বিতীয়বার মা হচ্ছেন মধুবনী নাকি অন্য কিছু ঘোষণা করলেন অভিনেত্রী?
অন্তঃসত্ত্বার ছবি দেখে সকলে যেটা ভেবেছিল তেমন কিছুই হচ্ছে না। ওটা তো ছিল জাস্ট পাবলিসিটি স্টান্ট। আসলে নতুন ব্যবসা শুরু করলেন রাজা-মধুবনী। নিজস্ব স্যালোঁতে ছিলই এবার নিজেদের ব্যাগের ব্র্যান্ড লঞ্চ করল এই জুটি। সেই নতুন ব্র্যান্ডের আনুষ্ঠানিক ঘোষণা করলেন ভালবাসা ডট কম খ্যাত অভিনেত্রী মধুবনী গোস্বামী। অভিনব কায়দাতেই নতুন ব্র্যান্ডের ঘোষণা করলেন সে কথা বলাইবাহুল্য। নতুন কালেকশনের বেশ কিছু ছবিও দেখালেন মধুবনী। ব্যক্তগতভাবে বিভিন্ন ধরনের ব্যাগ খুবই পছন্দ, তাই এবার নিজেদের ব্র্যান্ড নিয়ে হাজির দম্পতি। কমেন্ট বক্সে রাজা মধুবনীকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা।
আরও পড়ুন হাড্ডাহাড্ডি লড়াই ফুলকি-পরিণীতা-জগদ্ধাত্রী-রাণী ভবানীর, কত পেল স্বতন্ত্র-কমলিনীর প্রেম?
অনেকদিন পর বাংলা ধারাবাহিকে কামব্যাক মধুবনীর। আইনজীবীর চরিত্রে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী। সেই চেনা বৃত্তে-চেনা ছকে ফিরে উচ্ছ্বসিত মধুবনী। ছেলে, সংসার, স্যালোঁ আর নতুন ব্যবসা সামলে শুটিং ফ্লোরেও কিস্তিমাত মধুবনী গোস্বামীর। ছোট্ট কেশবও চিরসখা স্ক্রিপ্ট পড়েছে!
আরও পড়ুন 'শাঁখা পলা সিঁদুর ইচ্ছে হলেই পরা যায় না', বিয়ের ন'বছর কেন এমন পোস্ট অভিনেত্রী মধুবনীর?
সেই মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেলেব মম মধুবনী। সমাজমাধ্যমে খুবই সক্রিয় অভিনেত্রী। জীবনের সুখ-দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নেন। অনেক সময় কিছু বক্তব্যের জন্য বিতর্কেও জ়ান, যদিও সেসব পাত্তা দিতে নারাজ মধুবনী। এই মুহূর্তে যে অভিনেত্রী চূড়ান্ত ব্যস্ত সে কথা বলার অবকাশই রাখছে না।
আরও পড়ুন মোটা দাদাকে হারিয়ে হাঁপুস নয়নে কান্না, গানে গানে প্রিয়জনকে শ্রদ্ধা নিবেদন মধুবনীর