Mimi chakraborty Raktabeej2: শ্রাবন্তীর খোলা পিঠে কবিতা-বিকিনিতে 'নীলপরী' মিমি! সাবালক হচ্ছে উইন্ডোজ?

Mimi chakraborty-Nusrat Jahan: এবার পুজোয় শিবপ্রসাদ-নন্দিতার উপহার 'রক্তবীজ ২'। টিজারেই বাজিমাত। নীল বিকিনিতে তন্দ্রাহরণী মিমি। সম্পূর্ণ ভিন্ন অবতারে নুসরত, কৌশানীর কয়েক সেকেণ্ডের ঝলকে কুপোকাত নেটপাড়া। 'রক্তবীজ ২' -এ আর কোন চমক?

Mimi chakraborty-Nusrat Jahan: এবার পুজোয় শিবপ্রসাদ-নন্দিতার উপহার 'রক্তবীজ ২'। টিজারেই বাজিমাত। নীল বিকিনিতে তন্দ্রাহরণী মিমি। সম্পূর্ণ ভিন্ন অবতারে নুসরত, কৌশানীর কয়েক সেকেণ্ডের ঝলকে কুপোকাত নেটপাড়া। 'রক্তবীজ ২' -এ আর কোন চমক?

author-image
Kasturi Kundu
New Update
cats

মিমি-নুসরত

Raktabeej2: 'আরও হাজার মুনির আসবে...', তারা কখন আসবে পরিচয় কী সেসব অজানা। কিন্তু, যাঁরা এলেন তাঁদের দেখে ক্লিন বোল্ড আবালবৃদ্ধবনিতা। ছোট থেকে বড় প্রত্যেকেই বাংলা সিনেমার ভক্ত, আর মুঠোফোনের যুগে সকলের কাছেই পৌঁছে যায় বাংলা সিনেমার লেটেস্ট আপডেট। বুধের সকালে মুঠোফোনে একইসঙ্গে ধরা দিলেন তিন বঙ্গললনা মিমি চক্রবর্তী, নুসরত জাহান ও কৌশানী মুখোপাধ্যায়। তাঁরা যেন এলেন-দেখলেন-জয় করলেন!! 

Advertisment

ট্রেনে-বাসে একপ্রকার গলদঘর্ম হয়ে যখন নিত্যযাত্রীরা ছুটে চলেছেন তখনই ফোনের স্ক্রিনে সমুদ্রের নোনা জল থেকে নীল বিকিনিতে উঠে এলেন 'নীলপরী' মিমি। ভেজা চুলে সমুদ্র থেকে মিমির উঠে আসা সেই উষ্ণ ছবিতে কুপোকাত ভক্তরা। একদিকে যখন বাইরে তীব্র তাপপ্রবাহ তখন সোশ্যাল মিডিয়ায় মিমির উষ্ণ ছবিতে চড়চড়িয়ে বাড়ছ পারদ। 

Advertisment

হট অ্যান্ড বোল্ড লুকে আগে কখনও দেখা যায়নি মিমি চক্রবর্তীকে। বাঙালি কন্যার রূপের আগুনে পুড়ে ছারখার ভক্ত হৃদয়। অনেকে তো আবার বলিউডের দীপিকা-কিয়ারার সঙ্গে মিমির তুলনা টেনেছেন। বলিউডের বিকিনি বেব-দের নিয়ে যেমন দর্শকের মধ্যে উত্তেজনা তুঙ্গে ঠিক সেইরকমই বিকিনি সুন্দরী মিমির বোল্ড অদায় ফিদা অনুরাগীরা। 

এবার আসা যাক আরও এক টলি সুন্দরী নুসরত জাহানের কথায়। যশরতের প্রযোজনা সংস্থার ছবিতেই কাজ করছিলেন নুসরত। শেষ দেখা গিয়েছে 'আড়ি'-তে। শিবপ্রসাদ-নন্দিতার পুজো ধামাকা রক্তবীজ ২-এ নুসরতের এক ঝলক দর্শকের উত্তেজনাকে উসকে দিল সে কথা বলাই বাহুল্য। হাতে সিগারেট আর সাজসজ্জা দেখে প্রাথমিক অনুমান আইটেম নম্বরে দেখা যাবে অভিনেত্রীকে। দীর্ঘদিন পর এক একসঙ্গে মিমি-নুসরত নিঃসন্দেহে বাংলা ছবির দর্শকের কাছে বিরাট পাওনা।

আরও পড়ুন রোম্যান্সের রাজপুত্র! উত্তম অভিনীত স্বর্ণযুগের সেরা ৫ প্রেমের ছবি

রক্তবীজ ২ আরও অনেক বেশি অ্যাকশনে ভরপুর সেই ইঙ্গিত পরিচালক-প্রযোজনা সংস্থার তরফে আগেই দেওয়া হয়েছে। তবে কয়েক সেকেণ্ডের টিজারে যেভাবে একের পর এক চমক উন্মোচিত হচ্ছে তা দেখে তাজ্জব বনে যাচ্ছে প্রত্যেকই। মিমি-নুসরত ছাড়াও রক্তবীজ ২-এর আরও এক সারপ্রাইজ কৌশানী মুখোপাধ্যায়। বহুরূপীর ঝিমলি এখানে কোন কামাল দেখায় তা জানতে রীতিমতো আগ্রহী দর্শক।

আরও পড়ুন চোখে-মুখে রক্তের কালসিটে দাগ, রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় মিমি! কী হল অভিনেত্রীর?

আমার বস-এ শ্রাবন্তীর খোলা পিঠে শিবপ্রসাদের প্রেম নিবেদন থেকে সমুদ্রতটে বিকিনি পরিহীতা মিমি।  জানলা খুললে নতুন দিগন্ত উন্মোচিত হবে সেই ভরসা দর্শকের ছিল। কিন্তু, নবদিগন্তের উন্মুক্ত জোয়ারের সঙ্গে পটপরিবর্তনের ধারাপাত  এভাবে খুলে যাবে তা বোধহয় কেউ আঁচ করতে পারেনি। উইন্ডোজ সত্যিই সাবালক হয়ে উঠছে সে কথা অনস্বীকার্য। 

আরও পড়ুন 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা

Nusrat Jahan Mimi Chakraborty Raktabeej 2 বিনোদনের খবর