Mamata Shankar-Sudipa Chatterjee: 'বাড়ির গুরুজনদের এভাবে...'? ঋতুস্রাব মন্তব্যে মমতার সমর্থনে নতুন প্রজন্মকে বিঁধলেন সুদীপা

amata Shankar Statement: সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্করকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মেনে নিতে পারছেন না সুদীপা চট্টোপাধ্যায়। বর্তমান প্রজন্মকে একহাত অভিনেত্রী-সঞ্চালিকার।

amata Shankar Statement: সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্করকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মেনে নিতে পারছেন না সুদীপা চট্টোপাধ্যায়। বর্তমান প্রজন্মকে একহাত অভিনেত্রী-সঞ্চালিকার।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মমতার পাশে সুদীপা

Sudipa Chatterjee Reaction: স্য়ানিটারি ন্যাপকিন নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী 'পদ্মশ্রী' মমতা শঙ্কর। তাঁর মন্তব্য ঘিরে দ্বিধাবিভক্ত নাগরিক সমাজ। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকেই কম-বেশি মমতা শঙ্করের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়েছেন। সিংহভাগই অভিনেত্রীর মন্তব্যের বিপক্ষে। সোশ্যাল মিডিয়ায় মমতা শঙ্করকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ মেনে নিতে পারছেন না অভিনেত্রী-সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। বর্তমান প্রজন্মের উদ্দেশে বেশ কয়েকটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। 

Advertisment

সোশ্যাল মিডিয়া পোস্টে সুদীপা লিখছেন, 'সম্প্রতি মমতাশঙ্কর কে নিয়ে জেন জি-দের প্রতিক্রিয়া আর  আক্রমণ দেখে,মনটা বেশ খারাপ হয়ে গেল। কিরকম ধারালো সব লেখা। অনেকদিন নাহ কিছু বলব না ভেবেও,আজ আর পারলাম না। আমার এ বিষয়ে দু একটা কথা আছে। সেলিব্রিটিদের নিয়ে মন্তব্য করা এখনকার একটা ট্রেন্ড। কিন্তু কেন? কেন পান থেকে চুন খসলেই তাদের কাঠগড়ায় দাঁড় করিয়ে খাপ পঞ্চায়েত বিষয়ে দেবেন আপনারা? কে ঠিক করে দিয়েছে সেলিব্রিটিদের সবসময় পারফেক্ট হতে হবে?'  

Advertisment

আরও যোগ করেন, ' তাঁরা কি সমাজ সংস্কারক? রাজনীতিবিদরা রোজ কত বাজে বলে যাচ্ছেন তাঁদের নিয়ে তো এত লেখা আর একরম হচ্ছে না?বর্তমান প্রজন্মের ভাইরা আমাকে শুধু তোমরা একটা উত্তর দেবে- সেলিব্রিটিদের কাছে এত প্রত্যাশা কেন? তাদের কেন সব সময় ভাল কথাই বলতে হবে?  এত খারাপ খারাপ কথা বলার আগে তাঁর বয়টা একবার ভাববেন না? বড়দের সঙ্গে এভাবে কথা বলা যায়,না বলা উচিত?' 

আরও পড়ুন নিরামিষ খেয়ে শিবলিঙ্গে জল ঢালা, টলি সেলেবরা কী ভাবে শ্রাবণের প্রথম সোমবার পালন করছেন?

প্রত্যেকে সবসময় পারফেক্ট কথা বলেন কিনা সেই নিয়েও প্রশ্ন তুলেছেন সুদীপা। মমতা শঙ্কর একজন বড়মাপের শিল্পী, তিনি বাংলার গর্ব বলেও উল্লেখ করেছেন। যাঁরা এই ধরনের মন্তব্য করছেন তাঁরা দেশের মাথা উঁচু করার মতো কোনও কাজ করেছেন কিনা জানতে চেয়েছেন অভিনেত্রী। তাই তাঁরা মমতা শঙ্করের বিচার করার যোগ্য নয় বলে সোজাসাপটা সুদীপা। সমাজে সেই সকল ব্যক্তিদের অবদান নিয়েও প্রস্ন তুলেছেন। মমতা শঙ্কের মতো অভিয়-নৃত্যশৈলি ক'জনের আছে জানতে চেয়েছেন সুদীপা। 

একজন বয়জ্যেষ্ঠ মানুষকে তাঁর যোগ্য সম্মান দেওয়া উচিত বলে দাবি করেন সুদীপা। যে কথা মা-পিসি-ঠাকুমা-দিদিমাকে বলা সম্ভব নয়, সেই কথাগুলো কেন তাঁকে বলা হচ্ছে? বাড়ির গুরুজনদের এমন কদর্য ভাষায় তঁরা আক্রমণ করেন কিনা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সুদীপা। স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপন দেখতে সুদীপার ম-ও পছন্দ করতেন না। সোশ্যাল মিডিয়ায় সে কথা প্রকাশ্যে জানালেন অভিনেত্রী।

আরও পড়ুন যাঁরা এই দুনিয়ায় আছেন তাঁদের গুডবাই বলার প্রয়োজন নেই, কখনও না কখনও তো আবার দেখা হবেই: ইন্দ্রনীল

 যাঁরা এই দলের সদস্য তাঁদেরকে আক্রমণ না করে বোঝানোর চেষ্টা করা উচিত বলে মনে করছেন সুদীপা। মমতা শঙ্করের মতকে পুরোপুরি যেমন সমর্থন করছেন না তেমনই আবার তাঁকে আক্রমণের বিষয়টাও মেনে নিতে কষ্ট হচ্ছে। সুদীপার মতে, নাস্তিক হলে তো মা দুর্গার মূর্তিতে কালি ছিটানো গর্বের বিষয় নয়। শিক্ষিত সমাজে সেটা কাম্যও নয়।

আরও পড়ুন 'এরপর তো...', সৃজিতের সঙ্গে সেলফি ঘিরে শোরগোল, চর্চার মাঝে মুখ খুললেন সুস্মিতা

 লাস্ট বাট নট ইন লিস্ট, সুদীপার সংযোজন, 'আমাকেও চাইলে আক্রমণ করো। আমার আর নতুন করে কষ্ট হয় না। অভ্যেস হয়ে গিয়েছে। কিন্তু,মমদি কে আমি চিনি । ভীষণ ভাল-সাদামাটা মানুষ। উনি নিশ্চয়ই কষ্ট পান। আমি জানি উনি সবাইকে আপন মনে করেন আর কষ্ট পান।'

Sudipa Chatterjee Mamata Shankar