/indian-express-bangla/media/media_files/2025/10/20/cats-2025-10-20-17-59-47.jpg)
ছোটবেলায় আনন্দ, খাওয়াদাওয়ার মধ্যেই কাটত এখন দায়িত্বপালনের সময়: মনামী
Monami Ghosh: কালীপুজোর দিনই অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী পুজো করার রীতি রয়েছে অনেক গৃহস্থ বাড়িতেই। সেই তালিকায় রয়েছেন বাঙালি অভিনেত্রী মনামী ঘোষও। প্রত্যেকবারের মতো এবারেও কালীপুজোর দিনেই দীপান্বিতা পুজো করছেন 'কল্কি' মনামী। কালীপুজোর দিন এই লক্ষ্মীপুজোর রীতিকেই দীপান্বিতা পুজো বলা হয়ে থাকে। মনামী ঘোষের বাডির দীপান্বিতা লক্ষ্মী কত বছরের পুরনো? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেন, 'আমার জন্মের আগে থেকে এই পুজোর প্রচলন। জ্ঞান হওয়ার দেখেছি ঠাকুমা, বাড়ির বড়রা এই পুজো করছেন'। এই পুজোর স্পেশালিটি কী? মনামীর উত্তর, 'অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর গৃহপ্রবেশের একটা রীতি আছে। সেটা মেনেই কালীপুজোর দিন আমাদের বাড়িতে অলক্ষ্মী পুজো হয়। এছাড়া বিশেষত্ব সেভাবে কিছু নেই।'
নিজের হাতে মায়ের ভোগ রান্না করা বা নাড়ু পাকানোর কাজে ব্যস্ত থাকেন মনামী? অভিনেত্রীর অকপট স্বীকারোক্তি, 'নিজের হাতে ভোগ রান্না বা অন্য কিছু বানানো হয় না। কারণ আনুসঙ্গিক প্রচুর কাজ থাকে। বাড়ি সাজানো, ডেকরেটার্স, ক্যাটেরারের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করতে হয়। যাঁরা আমাদের বাড়িতে আসেন তাঁদের জন্য খাবারের মেনু ঠিক করাটা খুব গুরুত্বপূর্ণ। পুজোর জিনিস কোথা থেকে আসবে সেই দায়িত্বও আমার কাঁধে। ঠাকুরের জন্য ভোগ মা রান্না করেন, সঙ্গে অনেকে থাকেন।' কাজের ব্যস্ততার মাঝে এই দিন রিইউনিয়ন হয়ে যায়?
আরও পড়ুন কালীপুজোয় উত্তম জমানার কোন রীতি বজায় রয়েছে? মহানায়কের পছন্দের বাজি কী? চাট্টুজে বাড়ির গল্পে নবমিতা
মনামী বলেন, 'ফ্যামিলি রিইউনিয়নও বটে, তবে প্রতিবার সেটা হয় এমন নয়। যেখানে আমাদের পৈতৃক ভিটে সেখানেও এই পুজোটা হয়। তাই কিছু মানুষ ওখানে থাকেন। অনেকের বাড়িতে আবার কালীপুজো হয় তাই তাঁরা আসতে পারেন না। তবে আমি যাঁদের সঙ্গে কাজ করি অর্থাৎ আমার টিম তাঁরা প্রত্যেকে আসে। তাই আমার জন্য এটা প্রফেশনাল গেট টুগেদার বলা যেতে পারে।' ছোটবেলার মতোই এখন পুজোর দিনে আনন্দ করার সময় পান? উত্তরে বলেন, 'ছোটবেলায় শুধু নাড়ু, প্রসাদ খাওয়ার বায়না করতাম। আর এখন সকলকে ভাল করে খাওয়ানোটাই প্রধান কাজ। ছোটবেলায় শুধু আনন্দ, খাওয়াদাওয়ার মধ্যেই কাটত, এখন দায়িত্বপালনের সময়।'
কালীপুজোর দিন অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মী ঘরে আনা হয়। যে মেয়েদের লক্ষ্মী বলা হয় তাঁদেরই আবার অলক্ষ্মী বলা যায়? মনামীর মতে, 'আমার কাছে তো অলক্ষ্মী একটা শব্দমাত্র, মানুষ হিসেবে দেখি না। নেগেটিভিটিকে সরিয়ে পজেটিভিটির গৃহপ্রবেশ। অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীর আগমন একটা রীতি। কে লক্ষ্মী আর কে অলক্ষ্মী সেটা মানুষের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আমার নজরে যে লক্ষ্মী সে আবার হয়তো অন্যের নজরে অলক্ষ্মী। মজার ব্যাপার কোন চারিত্রিক বৈশিষ্ট্যের উপর এটা বিচার হয় আমার সেই ধারণাটা সত্যিই নেই।'
আরও পড়ুন 'শাঁখা-সিঁদুর পরে পূর্ণ সাজে মায়ের সামনে দাঁড়াব', কালী পুজোর আনন্দের মাঝে আবেগপ্রবণ মল্লিকা
কল্কি সুপারহিট। লক্ষ্মীমেয়েদের বা মা কালীকে উৎসর্গ করে পরবর্তী মিউজিক ভিডিও নিয়ে কোনও পরিকল্পনা? মনামী বক্তব্য, 'হ্যাঁ, কল্কি হিট। তবে আমার মনে হয় না কল্কি শুধু দুর্গাপুজোর গান, এটা সারা বছরের গান। কল্কির মধ্যে যে ব্যাপারটা আছে সেটার সঙ্গে কিন্তু কালী মায়ের বেশি মিল। তাই আমার মতে কল্কি কালী পুজোরও গান। পরবর্তী মিউজিক ভিডিও নিয়ে এখনও কোনও ভাবনাচিন্তা শুরু করিনি।'
আরও পড়ুন 'কল্কি' তো এমন একজন হবে যে সমস্ত অন্যায়ের বিনাশ করবে: মনামী ঘোষ