Riya Ganguly Statement: বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়। মেগার গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ থেকে বলিউডে অভিষেক ঘটেছে ছোট পর্দার 'জিনিয়া'-র। কেরিয়ার গ্রাফ একেবারে ঊর্ধমুখী। নিত্য-নতুন প্রস্ফুটিত ফুলে সেজে উঠছে রিয়ার মনের সাজানো সেই বাগান। কিন্তু, ব্যক্তিগত জীবনের ঝড় যেন কিছুতই থামছে না। সাংসারিক জীবনের সুখ-শান্তি একেবারে তছনছ করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিরই জুনিয়র আর্টিস্ট, রুমেলি গঙ্গোপাধ্যায়। নিজের স্বামীকে বোকা বানিয়ে রিয়ার সংসারে ভাঙন ধরানোর মতো বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর।
গত বছরের শেষলগ্ন থেকেই রিয়ার পরিবারের অন্তর্কলহ প্রকাশ্যে। অরিন্দম চক্রবর্তী ও রুমেলি মালদায় লিভ-ইন রিলেশনে ছিলেন সেই কথাও প্রকাশ্যে বলেছিলেন অভিনেত্রী। এখন নাকি রিয়ার অনুপস্থিতিতে তাঁর শ্বশুরবাড়িতে একসঙ্গে থাকছেন রুমেলি ও রিয়ার স্বামী অরিন্দম। এবার লাইভে এসে আরও বিস্ফোরক অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়। অভিনেত্রীর অভিযোগ, স্বামীর পরকীয়ার প্রতিবাদ করতেই রিয়ার বয়স্ক বাবা-মাকে হুমকি দিচ্ছেন অরিন্দম। বাড়ির দরজা ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিচ্ছেন অভিনেত্রীর স্বামী।
আরও পড়ুন 'শ্বশুরের প্রশ্রয়ে রক্ষিতাকে নিয়ে...', স্বামীর খুল্লামখুল্লা পরকীয়া নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী
রিয়ার বিরুদ্ধে ফোন চুরির অভিযোগ এনেছেন তাঁর স্বামী অরিন্দম। লাইভে সেই বিষয়টা স্বীকার করে রিয়ার সাফাই, ওই ফোন অনেক সত্য লুকিয়ে আছে। ভাই-বোনের সম্পর্কের দোহাই দিয়ে রাতের বেলা কথা থেকে সম্পর্কের লুকোচুরির মতো অনেক তথ্য লুকিয়ে রয়েছে অরিন্দমের ফোনে। এখনও আইনি বিচ্ছেদ না হওয়ায় অরিন্দমকে স্বামী সম্বোধন করছেন রিয়া। স্বামীর পা ধরে সংসার বাঁচানোর অনেক চেষ্টা করলেও সব বৃথা।
আরও পড়ুন ব্যক্তিগত জীবনে ঝড়ের মাঝেই 'বরবাদ'-এ বিগ ব্রেক, শাকিব-ইধিকার সঙ্গে বড় পর্দায় 'মিঠিঝোরা'-র রিয়া
কোনওদিন ভাবেননি প্রিয় মানুষের বিরুদ্ধে এমন পদক্ষেপ গ্রহণ করতে হবে তা দুঃস্বপ্নেও ভাবেননি রিয়া। এটা তাঁর কাছে অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। তবে আইন ও ঈশ্বরে ভরসা রাখছেন অভিনেত্রী। সঠিক সময়ে সব প্রমাণ দেবেন সেই বিষয়টিও নিশ্চিত করেছেন রিয়া গঙ্গোপাধ্যায়। লাস্ট বাট নট ইন লিস্ট, রুমেলির উদ্দেশ্যে বলেছেন, কোনওদিন তাঁকে প্রাধান্য দিতে চাননি রিয়া। কারণ রিয়া তাঁকে নখের যোগ্যই মনে করেন না। কিন্তু, এর জন্য দায়ী একমাত্র পরিস্থিতি।
রুমেলিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রিয়া বলেছেন, আজও আইন মেয়েদের পক্ষে। দুজনেই মেয়ে কিন্তু, ন্যায়ের পক্ষেই হবে সঠিক বিচার। রুমেলিকে একপ্রকার সতর্কবার্তা দিয়ে অভিনেত্রী বলছেন, পরকীয়ার সম্পর্ক কোনওদিন টেকেনি, তারঁও টিকবে না। আরও বিস্ফোরক, রুমেলি শুধুমাত্র সম্পত্তি আর অরিন্দমের মোটা মাইনের লোভেই এই সম্পর্কে জড়িয়েছেন।
আরও পড়ুন 'মালদায় লিভ-ইন করত', অরিন্দমের সঙ্গে জুনিয়র আর্টিস্টের অন্তরঙ্গতা! বিস্ফোরক রিয়া