Riya Ganguly: 'শ্বশুরের প্রশ্রয়ে রক্ষিতাকে নিয়ে...', স্বামীর খুল্লামখুল্লা পরকীয়া নিয়ে বিস্ফোরক বাঙালি অভিনেত্রী

Riya Ganguly Husband: বাঙালি অভিনেত্রী রিয়ার সুখ-শান্তি একেবারে তছনছ করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিরই জুনিয়র আর্টিস্ট রুমেলি গঙ্গোপাধ্যায়। আইনি বিচ্ছেদের আগেই অভিনেত্রীর স্বামীর সঙ্গে লিভ-ইন সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট রিয়া গঙ্গোপাধ্যায়ের।

Riya Ganguly Husband: বাঙালি অভিনেত্রী রিয়ার সুখ-শান্তি একেবারে তছনছ করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিরই জুনিয়র আর্টিস্ট রুমেলি গঙ্গোপাধ্যায়। আইনি বিচ্ছেদের আগেই অভিনেত্রীর স্বামীর সঙ্গে লিভ-ইন সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট রিয়া গঙ্গোপাধ্যায়ের।

author-image
Kasturi Kundu
New Update
cats

বিস্ফোরক রিয়া

Riya Ganguly Post: বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ রিয়া গঙ্গোপাধ্যায়। মেগার গণ্ডি পেরিয়ে এখন বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ থেকে বলিউডে অভিষেক ঘটেছে ছোট পর্দার 'জিনিয়া'-র। কেরিয়ার গ্রাফ একেবারে ঊর্ধমুখী। নিত্য-নতুন প্রস্ফুটিত ফুলে সেজে উঠছে রিয়ার মনের সাজানো সেই বাগান। কিন্তু, ব্যক্তিগত জীবনের ঝড় যেন কিছুতই থামছে না। রিল লাইফে যখন সাফল্যের হাতছানি তখন রিয়েল লাইফের সুখ-শান্তি একেবারে তছনছ করে দিচ্ছেন ইন্ডাস্ট্রিরই জুনিয়র আর্টিস্ট, রুমেলি গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই অভিযোগের ভিত্তিতেই ক্ষোভ উগরে দিলেন রিয়া।

Advertisment

আরও পড়ুন ব্যক্তিগত জীবনে ঝড়ের মাঝেই 'বরবাদ'-এ বিগ ব্রেক, শাকিব-ইধিকার সঙ্গে বড় পর্দায় 'মিঠিঝোরা'-র রিয়া

 

Advertisment

আইনত বিবাহবিচ্ছেদ হওয়ার আগেই কী ভাবে বাড়ির সদস্যরা তাঁর স্বামীকে পরকীয়া করার অবাধ ছাড়পত্র দিয়ে দিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে রিয়া আগেই জানিয়েছিলেন তাঁর স্বামী অরিন্দম চক্রবর্তী ও রুমেলি মালদায় লিভ-ইন রিলেশনে রয়েছেন। গত নভেম্বরে দমকা হাওয়ায় রিয়ার দাম্পত্য জীবন একেবারে ওলোটপালট হয়ে যায়। অরিন্দমের একাধিক নারীসঙ্গের কথা জানতে পারেন।

আরও পড়ুন 'মালদায় লিভ-ইন করত', অরিন্দমের সঙ্গে জুনিয়র আর্টিস্টের অন্তরঙ্গতা! বিস্ফোরক রিয়া

২৩ জুলাই বুধবার ফের সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক রিয়া। তিনি লেখেন, আইনত বিবাহিত থাকার পরও কী ভাবে অরিন্দম চক্রবর্তী তাঁর প্রেমিকাকে নিজের বাড়িতে রাখছেন? ভারতীয় আইনের কাছেও জাবাব চান রিয়া। অভিনেত্রীর পোস্ট অনুযায়ী, রুমেলার বাড়ি দক্ষিণেশ্বরে। তাঁর সঙ্গে অরিন্দমের অবাধ মেলামেশায় পূর্ণ সমর্থন রয়েছে বাড়ির সদস্যের। স্পষ্ট করে দিয়েছেন, শ্বশুরমশাই অমরেশ চক্রবর্তীর প্রশ্রয় রয়েছে।

আরও পড়ুন 'বাড়িতে বিরিয়ানি থাকতেও হোটেলের পচা ভাত খাওয়া একটা রোগ; ডিভোর্স প্রসঙ্গে বিস্ফোরক 'মিঠিঝোরা'-র রিয়া

এই বিষয়ে আরও একটি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রিয়া গঙ্গোপাধ্যায়। তিনি জানতে চেয়েছেন, শুধুই উচ্চপদস্থ সরকারি অফিসার আর মোটা টাকা আয় ছাড়াও উপরি ইনকামের জন্যই ভারতীয় সংবিধান কেও উপেক্ষা করা যায়? সর্বোপরি আরও একটি বিস্ফোরক প্রশ্ন তুলেছেন রিয়া। একজন সরকারি চাকুরিজীবী কী ভাবে ওয়েব সিরিজের পরিচালক হিসেবে কাজ করতে পারেন? সোশ্যাল মিডিয়া মারফৎ প্রশাসনের কাছে বিচারের চায় রিয়া গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন শাকিব খানের পরই সঙ্গী সানি লিওনি-পদ্মিনী, বলিউডে বিগ ব্রেক পেয়েও কেন মন খারাপ রিয়ার?

Riya Ganguly বিনোদনের খবর