Bengali Actress Pregnant: 'এতদিনে বেবি এসে যাওয়ার কথা কিন্তু...', কোন বিশেষ কারণে যন্ত্রণা সহ্য করছেন মম টু বি অহনা?

Ahona Dutta Pregnancy: অনুরাগের ছোঁয়ায় 'মিশকা'-র ভূমিকায় খল চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অহনা দত্ত। এতদিনে অহনার কোল আলো করে চলে আসার কথা সদ্যোজাতর। কিন্তু, কীসের অপেক্ষায় উড বি মম অহনা দত্ত?

Ahona Dutta Pregnancy: অনুরাগের ছোঁয়ায় 'মিশকা'-র ভূমিকায় খল চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন অহনা দত্ত। এতদিনে অহনার কোল আলো করে চলে আসার কথা সদ্যোজাতর। কিন্তু, কীসের অপেক্ষায় উড বি মম অহনা দত্ত?

author-image
Kasturi Kundu
New Update
cats

আমি একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করছি: অহনা

Ahona Dutta: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই জীবনের একটা সুন্দর ইনিংস শুরু করবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা দত্ত। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খল চরিত্র 'মিশকা'-য় অভিনয় করে দর্শকের মনে দাগ কেটেছিলেন। এখন অবশ্য মাতৃত্বকালীন ছুটি উপভোগ করছেন। অগাস্টের প্রথম সপ্তাহেই সুখবর দিতে পারেন মম টু বি অহনা। তার আগে জীবনের প্রতিটি মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন।

Advertisment

আরও পড়ুন আমি তো চেয়েছিলাম একসঙ্গে আটটি সন্তান হোক, কিন্তু ভাগ্যক্রমে একটাই হবে: অহনা দত্ত

কখনও পোষ্য মিষ্টির সঙ্গে সময় কাটাচ্ছেন তো কখনও আবার অন্তঃসত্ত্বা স্ত্রীর মুখে স্বাদ না থাকার জন্য নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছেন দীপঙ্কর। এভাবেই প্রেগন্যান্সির আনন্দ উপভোগ করছেন অহনা। একইসঙ্গে হবু সন্তানকে কী ভাবে মানুষ করবেন সেই নিয়েও পরিকল্পনা করেন। কিন্তু, জানেন কী বিশেষ একটি দিনের জন্য অপেক্ষা করছেন। তাই দাঁতে দাঁত চেপে যন্ত্রণাও সহ্য করছেন 'মিশকা' অহনা।

Advertisment

আরও পড়ুন সিঁথিতে চওড়া সিঁদুর- শাঁখা-পলা- গা ভর্তি গয়না, দেখুন মিস টু মিসেস 'মিশকা' অহনার বিবাহ ডায়েরিজ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অহনা বলেন, 'এতদিনে তো আমার বেবি এসে যাওয়ার কথা। কিন্তু, আমি একটা বিশেষ দিনের জন্য অপেক্ষা করছি। নিউমারোলজি অনুযায়ী একটা তারিখে আমি বিশ্বাসী। সেটা এখন বলব না (হাসি)। অগাস্টের প্রথম সপ্তাহেই হয়ত মা হিসেবে আমার নতুন জার্নি শুরু হবে। কিন্তু, ওই দিনটা পর্যন্ত অপেক্ষা করা যাবে কিনা সেটাই ভাবার বিষয়। আসলে এই সময় তো প্রতি মুহূর্তে শারীরিক নানা পরিবর্তন ঘটতে থাকে। সবটাই ভগবানের উপর!' দিন যত এগিয়ে আসছে উত্তেজনার পারদ চড়ছে। এতদিন যে পেটের ভিতর 'কিক' করছিল তাকে কোলে নিয়ে মাতৃত্বের সুখ অনুভব করবেন। 

সন্তানের জন্মের পর তাকে কী ভাবে লালন করবেন? মম টু বি অহনা বলেন, 'আপাতত প্রাথমিক চিন্তা ওকে সামলাব কী করে। আমাকে তো টিপস দেওয়ার মতো কেউ নেই। যা করতে হবে নিজেকে, দীপঙ্কর আছে। বাচ্চা সামলে কাজে ফেরাটাও একটা চিন্তার বিষয়। এখন এগুলোই মাথায় ঘুরছে। একটু বড় হলে তখন পেরেন্টিং নিয়ে ভাবনাচিন্তা করব। তবে একটা বিষয় আমরা দুজনেই খেয়াল রাখব। সন্তানকে যেন একটা সুস্থ পরিবেশ দিতে পারি। দীপঙ্কর বলে, ভাল-খারাপ নিয়েই জীবনে চলতে শেখাবে। বেশি আতুপুতু করা উচিত নয়।'

আরও পড়ুন 'একটু ভাল কাজ করলেই...', ভাইরাল ভিডিও প্রসঙ্গে সাহেবের সাফাইয়ের পরই মুখ খুললেন সুস্মিতা

Bengali Serial Ahona Dutta