New Update
/indian-express-bangla/media/media_files/2025/07/28/cats-2025-07-28-12-21-19.jpg)
সাহেব-সুস্মিতার সাফাই
Saheb Bhattacharya Viral Video: ভাইরাল ভিডিও নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। অন্যদিকে ভিডিও ভাইরাল হতেই নাম জড়িয়ে যায় সুস্মিতার! ব্যক্তিগতজীবন বা কর্মজীবনকে কোনওভাবে প্রভাবিত করেছে? কী বলছেন তাঁরা?
সাহেব-সুস্মিতার সাফাই
Saheb-Susmita On Viral Video: বাংলা মেগার দর্শকের অন্যতম পছন্দের জুটি এভি-কথা, অর্থাৎ সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে। সম্প্রতি অভিনেতার একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস হতেই তোলপাড়। ঘটনার বেশ কয়েকদিন পর এই বিষয়ে মুখ খুললেন অভিনেতা সাহেব ভট্টাচার্য। ভাইরাল ভিডিওর সঙ্গে নাম জড়িয়ে যায় সুস্মিতার! আপত্তিকর মিম-এ ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। এই ধরনের ঘটনা সুস্মিতার ব্যক্তিগতজীবন বা কর্মজীবনকে কোনওভাবে প্রভাবিত করেছে? একজন মেয়ে হিসেবে তাঁর জীবনে কোনও প্রভাব ফেলেছে? এই সব বিষয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বললেন ছোট পর্দার 'কথা' সুস্মিতা।
প্রথমে আসা যাক সাহেবের কথায়। এই ভিডিও প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অভিনেতা। তাঁর বক্তব্য, 'আমার কোনও বদনাম নেই, কোনও পুলিশ কেস নেই, রাজনৈতিক দলের খুঁটি ধরে চলি না। পুলিশের সঙ্গে আমার কথা হয়েছে। ঘটনার তদন্ত চলেছ। দীর্ঘ ২০ বছর আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বেশ কয়েকদিন ধরেই ভাইরাল ভিডিওর জন্য অনেক ফোন পেয়েছি। আমি নিম্নমানের প্রচারে একদমই বিশ্বাসী নই। একাগ্রতার সঙ্গে কাজ করে বাড়ি ফিরে যাই। আজকাল তো একটু ভাল কাজ করলে, পরিচিতি তৈরি হলে, দর্শক ভালবাসলে অনেক মানুষের যেমন ভাল লাগে, আশীর্বাদ করেন, তেমনই আবার অনেক মানুষের ঈর্ষা, ক্ষোভের মুখেও পড়তে হয়। সেখান থেকেই ভাইরাল AI ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল। অনেক চর্চা হয়েছে কিন্তু, আমি এতদিন এই বিষয়ে কোনও বক্তব্য রাখিনি। কারণ সাইবার সেলের সঙ্গে আমার কথা হয়েছে।'
আরও পড়ুন বাংলার প্রথম মহিলা ব্যাঙ্কারের গল্প! সৌরভ-শুভস্মিতার যুগলবন্দিতে আসছে 'লক্ষ্মী ঝাঁপি', জানুন দিনক্ষণ
আরও বলেন, 'পুলিশ পুরো বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে। ইতিমধ্যে অনেক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। যাঁরা অভিযুক্ত তাঁদেরকে খুব শীঘ্রই ধরা হবে। একজন মানুষ যখন কঠোর পরিশ্রম করছে, একাগ্রতার সঙ্গে কাজ কর নিজের একটা জায়গা তৈরির চেষ্টা করছে তখন এইরকম একটা ঘটনা প্রচুর ঘটে থাকে। যাঁরা আমার ভক্ত, আমার কাজ পছন্দ করেন তাঁরা আমাকে সাপোর্ট করছেন। ২০ বছর সততার সঙ্গে কাজ করছি। এইরকম বিতর্কিত বিষয়ে বিলুপ্ত হয়ে যাওয়ার জন্য নয়। আমি ছিলাম আছি থাকব। এভাবে আমাকে দমিয়ে রাখা যাবে না। কাজের ক্ষেত্রে এই ঘটনা কোনও প্রভাব ফেলেনি।'
আরও পড়ুন বলিউডের বউ বদলের গল্প এবার বাংলা ধারাবাহিকে, 'লাপাতা লেডিজ'-র টেলি সংস্করণে অভিষেক কন্যা
সাহেবের ভিডিও ভাইরাল হতেই নাম জড়িয়ে যায় ছোট পর্দার 'কথা' ওরফে সুস্মিতা দে-র। ধারাবাহিকের অন স্ক্রিন রোম্যান্সের জল নাকি গড়িয়েছে বাস্তবেও, টেলিপাড়ায় এমনই গুঞ্জন। এর মাঝেই এভি অর্থাৎ সাহেবের ব্যক্তিগত ভিডিও ভাইরাল হতেই চর্চায় সুস্মিতা! সোশ্যাল মিডিয়ায় সাহেব-সুস্মিতার ছবি ঘিরে তৈরি হয়েছে আপত্তিকর মিম-ও। এর কোনও প্রভাব ব্যক্তিগতজীবন বা কর্মজীবনে পড়ছে?
আরও পড়ুন 'রাণী ভবানি'-র জয়জয়কার, টিআরপি-তে জোড়া সাফল্য কোন মেগার? দেখুন তালিকা
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সুস্মিতা জানান, 'এখন আর এগুলো নিয়ে আমি ভাবিনা। ভাল-খারাপ সবটাই মেনে নিয়েছি। সবাই যে সবসময় ভাল বলবে এমনটা তো নয়, খারাপ কথা বলার লোকেরও অভাব নেই। যাঁরা আমাকে আমার কাজকে ভালবাসেন তাঁদের ভালবাসা-আশীর্বাদটাই তো সেরা প্রাপ্তি। খারাপ বিষয় নিয়ে ভাবলে কাজের প্রতি মনোসংযোগ নষ্ট হবে।'