Sayantani Mullick Brain Stroke: মেগার শুটিং শেষ হতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত, কেমন আছেন বাঙালি অভিনেত্রী সায়ন্তনী?

Sayantani Mullick Health Update: বাড়িতে আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সায়ন্তনী মল্লিক। কী ভাবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন এবং এই মুহূর্তে কেমন আছেন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় ইন্দ্রনীলের সঙ্গে।

Sayantani Mullick Health Update: বাড়িতে আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সায়ন্তনী মল্লিক। কী ভাবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন এবং এই মুহূর্তে কেমন আছেন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় ইন্দ্রনীলের সঙ্গে।

author-image
Kasturi Kundu
New Update
cats

ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেত্রী

Sayantani Mullick-Indranil Mullick: মানুষের জীবনে কখন কী ঘটে যা তা সত্যিই বোঝা খুবই মুশকিল। রোগের তো আজকাল কোনও বয়স হয় না। যে কোনও বয়সেই হৃদরোগে আক্রান্ত বা স্ট্রোক হওয়ার খবর প্রকাশ্যে আসে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি প্রত্যেকের জীবনেই বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটনা আকছাড় শোনা যায়। সেইরকমই এক মারাত্মক মুহূর্তের সাক্ষী থাকলেন টলিপাড়ার সেলেব দম্পতি সায়ন্তনী মল্লিক ও তাঁর স্বামী ইন্দ্রনীল মল্লিক।

Advertisment

বাড়িতে আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। সদ্যই শেষ হয়েছে 'অনুরাগের ছোঁয়া'-র শুটিং। বাড়িতেই ছিলেন সায়ন্তনী। হঠাৎ এইরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা সত্যিই ভাবনাতীত। কী ভাবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন এবং এই মুহূর্তে সায়ন্তনী কেমন আছেন তা জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে যোগাযোগ করা হয় ইন্দ্রনীলের সঙ্গে। 

Advertisment

আরও পড়ুন সাংসারিক জটিলতার মাঝে ফিরবে হারিয়ে যাওয়া শৈশব! রূপকথার কাহিনিতে কোন গল্প বলবে রাজকন্যা 'রূপমতী'?

তিনি জানান, 'বৃহস্পতিবার ঘটনাটা ঘটেছে। সেভাবে অসুস্থ ছিল না। একটা শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল। ক্রমাগত হিচকি তুলছিল আর মুখটা একটু বেঁকে যাচ্ছিল। সেটা খানিকক্ষণ পর ঠিক হলেও হিচকিটা বন্ধ হচ্ছিল না। সঙ্গে সঙ্গে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে গেলে ব্লাড প্রেসার, হার্ট রেট চেক করলে সবটাই স্বাভাবিক ছিল। এমআরআই রিপোর্টে বিষয়টা ধরা পড়ল। তখনই জানতে পারলাম ওঁর ব্রেন স্ট্রোক হয়েছে। চারদিন ভর্তি ছিল। কাল (রবিবার) বাড়ি এসেছে। চিকিৎসক এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। খাওয়াদাওয়া স্বাভাবিকই থাকবে। তবে কী কারণে আচমকা ব্রেন স্ট্রোকটা হল সেটা এখনও বোঝা যাচ্ছে না।'

প্রসঙ্গত সায়ন্তনী ও ইন্দ্রনীল দুজনেই বাংলা মেগার অত্যন্ত পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় স্বামী-স্ত্রী। জীবনের নানান রঙিন মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন। কিন্তু, টেলি অভিনেত্রী সায়ন্তনী মল্লিকের লেটেস্ট পোস্ট দেখে মন খারাপ হয়ে যায় অনুরাগীদের। অসুস্থ অবস্থায় প্রিয় মানুষের বুকে যে সর্বসুখ সেটা আরও একবার প্রমাণিত অভিনেত্রীর পোস্টে। হাসপাতালের ভিতর ইন্দ্রনীলকে জড়িয়ে ধরার মুহূর্ত শেয়ার করে লিখেছেন, 'আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। পৃথিবী তোমাকে অনেক ধন্যবাদ।' 

আরও পড়ুন টেলিভিশনের কাজ সরকারি চাকরির মতো, প্রতি মাসে পারিশ্রমিক পাই: শ্রুতি

Bengali Serial brain stroke