/indian-express-bangla/media/media_files/2025/08/29/cats-2025-08-29-12-05-21.jpg)
কেমন আছেন শ্রীমা?
Shreema Bhattacherjee Health Update: বাংলা মেগার অন্যতম জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য। 'গাঁটছড়া' ধারাবাহিকে শ্রীমার অভিনয় আপামর বাঙালি দর্শকের দিল জিতে নিয়েছিল। এই মুহূর্তে ছোট পর্দায় দেখা না মিললেও অন্য কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। সদ্য মিউজিক ভিডিও-র শুটিং সেরেছেন শ্রীমা। আর সেখানেই ঘটল বিপত্তি। ব্যথা জায়গাতেই ফের চোট পেয়েছেন, যাকে বলে গোদের উপর বিষফোড়া। বৃষ্টিভেজা দিনে স্কুটিতে শুটিং চলাকালীন পরে গিয়ে বিপদের মুখে শ্রীমা। তাও আবার শহর কলকাতায় নয়, শুটিং চলছিল পাটায়াতে। ওই অবস্থাতেই কাজ চালিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, কলকাতা ফিরেও কাজে যোগ দিতে হয়েছে তাঁকে।
আরও পড়ুন 'চোখের সামনে দেখলাম...', মৌনী অমাবস্যায় মহাকুম্ভে 'গাঁটছড়া'-র শ্রীমা, কেমন আছেন অভিনেত্রী?
এই মুহূর্তে কেমন আছেন শ্রীমা? কী ভাবে চোট পেলেন? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন টেলি অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য? তিনি বলেন, 'পাটায়াতে আমরা শুটিং করছিলাম। তখন খুব বৃষ্টি হচ্ছিল। আমার হিরো স্কুটি চালাচ্ছিল আর আমি পিছনে বসে ছিলাম। চাকা পিছলে দুজনেই পড়ে গিয়েছি। ওঁর হাতে চোট লেগেছে আর আমার পায়ে। গতবার যে পায়ে লিগামেন্ট টিয়ার হয়েছিল এবার সেই ব্যথা জায়গাতেই ফের চোট পেয়েছি। তবে কাজ তো থামিয়ে রাখা যাবে না। যতটুকু না করলেই নয় সেটা করছি।'
এইরকম পরিস্থিতিতে কী পরমার্শ দিয়েছেন চিকিৎসক? শ্রীমা বলেন, 'চিকিৎসক তো আমাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। এক সপ্তাহ বাড়়ির বাইরে পা রাখতে বারণ করেছেন। কিন্তু, যেগুলো নিজের কাজ সেখানে তো আমাকে পৌঁছতেই হবে। এখন ওষুধ খাচ্ছি। পরে ফিজিওথেরাপি শুরু হবে।' প্রসঙ্গত, শ্রীমা যে ভ্রমণপিপাসু তা অভিনেত্রীর সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই বোঝা যায়। সম্প্রতি তাইল্যান্ডে ছিলেন শ্রীমা। সেখান থেকে একগুচ্ছ ছবি-রিল ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন।
গতবছর পুজোর আগেও 'বসু পরিবার'-এর শুটিং সেটে বিপদ ঘটেছিল। বিয়ের দৃশ্যের শুটিং করতে গিয়ে চোট পেয়েছিলেন। কিন্তু, প্রথমে বিষয়টি সেভাবে তোয়াক্কা করেননি। পরে বুঝতে পারেন আঘাত কতটা গুরুতর। সেবার দশমী ছাড়া অন্য কোনওদিন বেরতে পারেননি। এই বছরের পুজোয় যাতে এমন ভোগান্তি সহ্য করতে না হয় সেই কামনাই করছেন শ্রীমা।
আরও পড়ুন গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে মাধুরিমা, কেমন আছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী?