/indian-express-bangla/media/media_files/2025/08/02/cats-2025-08-02-16-47-40.jpg)
ট্রোলের জবাব
Tonni Laha Roy Reacts On Troll: দিন কয়েক আগে নীল বিকিনিতে বঙ্গললনা মিমি চক্রবর্তীর বোল্ড লুক ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। 'রক্তবীজ ২'-এর প্রথম ঝলকে মিমির লাস্যের ছটায় একেবারে তপ্ত নেটপাড়া। ভারি বৃষ্টি আর মেঘলা দিনে মিমির হটনেস ওভারলোডেড! শরীর বেয়ে চুঁইয়ে পড়ছে গ্ল্যামার, যা দেখে ক্লিন বোল্ড মিমির অনুরাগীরা। বিকিনি লুক নিয়ে যখন চর্চা তুঙ্গে তখন আরও এক বাঙালি অভিনেত্রী নীল স্বচ্ছজলের মাঝে লাল বিকিনিতে ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন। তিনি টেলি অভিনেত্রী তন্বী লাহা রায়। তবে এই ছবির সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বার্তা শেয়ার করেছেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী।
প্রতিদিন দু'ঘণ্টা গাড়ি চালিয়ে শুটিং সেটে পৌঁছানো তারপর একটানা শুটিং। এর মাঝে জিমে গিয়ে শরীরচর্চা, কঠোর শ্রম, ভাল খাওয়াদাওয়া সবটাই নিজেকে সুস্থ রাখতে। মোহময়ী ছবির ক্যাপশনে হঠাৎ কেন এমন লিখলেন বিকিনি বেব তন্বী? আসলে এই পোস্ট সোশ্যাল মিডিয়ার নীতিপুলিশদের জন্য। যাঁরা বিকিনি পরা ছবি দেখলে নাক শিঁটকান, বডি শেমিং করেন তাঁদেরকে মোক্ষম জবাব দিতেই লম্বা-চওড়া একটি পোস্ট শেয়ার করেছেন বং বিউটি তন্বী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যে দেশে রয়েছেন সেখানে বিকিনি পরা খুব স্বাভাবিক। এখানে মোটা-রোগা বিচারে বিকিনি পরা জরুরি নয়।
আরও পড়ুন নাতনির প্রতি বিমুখ দিদা! ঠাকুরদা দিলেন সোনার বালা, সন্তানের এক ঝলক পোস্ট করে কী বললেন অহনা?
ট্রোলের জবাব দিয়ে আরও একটি বিষয় স্পষ্ট করে দেন, ওই দেশে বডি শেমিং করার মতো বা কুনজরে দেখার মতো কেউ নেই। প্রত্যেকে নিজের মতো স্বাধীনভাবে জীবনযাপন করে। বিকিনি পরার আগে এটাও ভাবতে হয় না কে কী মন্তব্য করবে। বিকিনি বা মনোকিনি পরা খুব সাধারণ একটি ব্যাপার বলে মতপোষণ করেন তন্বী। মাথা উঁচু করে আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনও পোশাকে প্রত্যেকে নিজস্ব ভাবনায় সুন্দর বলে দাবি করেন অভিনেত্রী।
আরও পড়ুন 'ডিপ ফ্রিজ' সেরা বাংলা ছবি, অর্জুনের প্রশংসায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালক শুভ্রজিৎ
প্রসঙ্গত, খোলামেলা পোশাক পরার জন্য অভিনেত্রীরা প্রায়ই নেতিবাচক মন্তব্যের শিকার হন। সাম্প্রতিক অতীতে গোয়া থেকে টেলি স্টার মিশমি দাস বিকিনি পরে ছবি পোস্ট করতেই ধেয়ে এসেছিল কটাক্ষ। এই মুহূর্তে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকে অভিনয় করছেন তন্বী। ২৭ জুলাই জন্মদিন উপলক্ষেই বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন অভিনেত্রী। বিমানবন্দর থেকে ছবিও পোস্ট করেছিলেন। এছাড়াও নীল সাগরের সামনে হাতে বার্থ ডে কেক নিয়েও একটি ছবি শেয়ার করেছিলেন।
আরও পড়ুন ঘন কুয়াশার মাঝে রেললাইনের উপর পোজ, ট্রেনের সামনে ছবি তুলতে ব্যস্ত এই বাঙালি অভিনেত্রী কে?