Arnab Chatterjee-Murderbaad: বাঙালি পরিচালক অর্ণব চট্টোপাধ্যায়ের আপকামিং রোম্যান্টিক থ্রিলার Murderbaad। আগামী ১৮ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তি পাবে ছবিটি। তার আগে ১২ জুলাই শনিবার ভারি বর্ষার মাঝেই একটি ব্যাঙ্কোয়েটে হয়ে গেল Murderbaad ছবির সাংবাদিক সম্মেলন। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করছেন নকুল রোশন শাহদেব ও কনিকা কাপুর। এছাড়াও রোম্যান্টিক থ্রিলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সলোনি বাত্রা, মনিশ চৌধুরী, অঞ্জন শ্রীবাস্তব সহ আরও অনেককেই। বাঙালি পরিচালক অর্ণবের ভাবনায় সিনেমার পর্দায় দর্শক কেমন গল্প উপহার পেতে চলেছে? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে অর্ণব বলেন, 'জলপাইগুড়ির ছেলে জয়পুরে ট্যুর গাইডের চাকরি পায়। একটা ট্যুরে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ঘটে যায়। সেই আবর্তেই তৈরি হয়েছে আমার নতুন ছবি Murderbaad'।
আরও যোগ করেন, 'এই ছবিতে দর্শক যেমন রোম্যান্স দেখবে তেমনই পাবে থ্রিলারের স্বাদ। মার্ডার মিস্ট্রি, সাইকোলজিক্যাল থ্রিলারের সংমিশ্রণ রয়েছে। এছাড়াও বেশ কিছু নাচ-গানের দৃশ্য আর অ্যাকশন সিক্যোয়েন্সও রয়েছে। তাই Murderbaad নিঃসন্দেহে একটি রোম্যান্টিক থ্রিলার।' এই সিনেমার USP কী যার জন্য দর্শক হলমুখী হবে? অর্ণবের মতে, 'মেইন স্ট্রিম ছবির ক্ষেত্রে হলমুখী হওয়ার মতো সিনেমা আজকাল একটু কমই হয়। Murderbaad একদম অন্যরকম একটি ছবি। কর্মাশিয়াল ব্যাকড্রপে তৈরি হলেও এটি একটি স্বাধীন ছবি। এই ছবিতে অনেক ভাল স্টার কাস্ট রয়েছে। অভিজ্ঞ কলাকুশলীদের সঙ্গে নতুন প্রতিভাকেও আমি সুযোগ দিয়েছি।'
আরও পড়ুন দেবী চৌধুরানীর শুটিং শেষে বুম্বাদা তিনবার সিনেমাটা দেখার পর বলেছে এটা 'কর্মাশিয়াল ক্লাসিক': শুভ্রজিৎ মিত্র
আরও বলেন, 'আমার সিনেমার DOP মিস্টার বিনোদ প্রধান যিনি 'দেবদাস', 'কলঙ্ক', 'ভাগ মিলখা ভাগ', 'রং দে বসন্তী'-র মতো ছবি শুট করেছেন। অ্যাকশনে রয়েছেন সিনিয়ার অ্যাকশন ডিরেক্টর ভিকি কৌশলের বাবা শ্যাম কৌলশজি। আমি চেষ্টা করেছি একটু অন্য ধরনের গল্প বলতে। কলকাতা থেকে মুম্বই গিয়ে এক বাঙালি ছেলের লড়াইয়ে পাশে থাকার ইচ্ছেটাও দর্শকের হলমুখী হওয়ার নেপথ্যে একটা কারন হলেও হতে পারে।'
বাঙালি কিন্তু আজও বহু জায়গায় উপহাসের পাত্র। মুম্বই গিয়ে একাধারে পরিচালক-প্রযোজক হিসেবে কাজ করতে কোনও সমস্যা হয়নি? অর্ণব বলেন, 'বাঙালিকে নিয়ে একটা স্টিরিওটাইপ সত্যিই আছে। সেটা অস্বীকার করার উপায় নেই। আট-ন'বছর বয়স থেকেই ইচ্ছে ছিল মুম্বই গিয়ে ছবি তৈরি করব। সেটা অবশেষে করতে পারলাম। কাজ করতে কোনও অসুবিধার সম্মুখীন হইনি। তাছাড়া বহু বাঙালি আগেও মুম্বই গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এখনও করছেন। সেই দলে নিজের নাম এন্ট্রি করতে পেরে ভাল লাগছে।'
এই ছবির ভাবনার সূত্রপাত কোথায়? পরিচালক-প্রযোজক বলেন, 'ছোট থেকেই আমি রোম্যান্টিক, অ্যাকশন, সাসপেন্স থ্রিলার, মূল ধারার বাণিজ্যিক ছবির ভক্ত। এই সবরকমের সিনেমা দেখেই ছোট থেকে দেখে বড় হয়েছি। আর নিজের সেই ভাললাগাগুলোকে এক সুতোয় বাঁধলেই তৈরি হয় Murderbaad।' প্রযোজক হিসেবে বক্স অফিস প্রতিযোগীতা নিয়ে চিন্তিত? অর্ণবের জবাব, পরিচলক হিসেবে ছবির গল্প নিয়ে আমি আত্মবিশ্বাসী। হিন্দিতে অনেকগুলো ছবিই মুক্তি পাচ্ছে। প্যান ইন্ডিয়াতে তাই আমার ছবি দর্শক কতটা গ্রহণ করবে সেটা তো সময় বলবে। এখুনি বক্স অফিস নিয়ে কিছু ভাবছি না।'
আরও পড়ুন 'মিসেস সেন' হয়েছি তবে 'ম্যাডাম সেনগুপ্ত' হব সত্যিই কখনও ভাবিনি: ঋতুপর্ণা সেনগুপ্ত
বাঙালি পরিচালক বাংলায় গল্প বুনবেন সেই আশাই করেন বাংলা ছবির দর্শক। অর্ণব চট্টোপাধ্যায়ের স্পষ্ট কথা, 'বাঙালি হিসেবে বাংলা ছবি তৈরির ইচ্ছে থাকলেও নানা কারনে তা সম্ভবপর হয়ে ওঠে না। বাংলা সিনেমা আমার ভীষণ পছন্দের। ২০১৮ সালে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে জন্মদিন ছবিতে কাজ করেছিলাম। কিন্তু, এখন গিল্ড-ফেডারেশনের ঝামেলায় জড়াতে চাই না। উত্তরবঙ্গে শুটিং করতে গিয়ে একবার খুব সমস্যায় পড়েছিলাম।'