Arjunn Dutta-71st National Film Awards: শুক্রের সন্ধ্যায় অনুষ্ঠাতি হল ২০২৫ সালের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটি ভারতীয় চলচ্চিত্রের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। জাতীয় পুরস্কারের মঞ্চে বাংলার জয়। সেরা বাংলা ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে পরিচালক অর্জুন দত্তের 'ডিপ ফ্রিজ'। মা যখন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন সেই মুহূর্তে ছবি তৈরি করছিলেন অর্জুন। অবশেষে জীবন মৃত্যুর লড়াইয়ে হেরে যান অর্জুন দত্তর মা। অনেকটা কঠিন পথ হেঁটে ডিপ ফ্রিজ বানিয়েছিলেন পরিচালক।মাকে ছবিটি দেখানো হয়নি, তবে দূরে থেকেই ছেলের মাথায় আশীর্বাদী হাতটা রেখে দিয়েছেন।
আরও পড়ুন 'সকল মায়েদের উৎসর্গ করলাম', ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে কেন এই বার্তা রানির?
আবেগঘন পোস্টে এমনটাই লিখলেন পরিচালক অর্জুন দত্ত। সেরা বাংলা ছবি হিসেবে 'ডিপ ফ্রিজ' পুরস্কৃত হতেই সোশ্যাল মিডিয়ায় মা-কে উৎসর্গ করে আবেগপ্রবণ পোস্টে লিখেছেন, 'ডিপ ফ্রিজের শ্যুটিং শুরু হল যখন, তখন মায়ের অসুস্থতার কথা প্রথম জানতে পারি । এম এন ডি- এর মতো অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে করতে মা চলে গেল। ডিপ ফ্রিজের ফিল্মিং, পোস্ট প্রোডাকশন এই পুরো সময়টা জুড়ে মায়ের সেই নিরন্তর যুদ্ধ। অবশেষে চলে যাওয়া। মাকে ডিপ ফ্রিজ দেখাতে পারিনি। আজ মনে হচ্ছে আমার এই জাতীয় পুরস্কার প্রাপ্তি এ যেন আমার মা উপর থেকে কলকাঠি নাড়িয়ে করে ফেলল! এই পুরস্কারটা আমি তোমায় দিলাম মা। এই পুরস্কার আমার নয়। অনেক আদর, তোমার পুচকি।'
আরও পড়ুন ভাঙা হাতে বাদশাহী মেজাজে আইকনিক পোজ! জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের বার্তা 'পপকর্ন নিয়ে তৈরি থাকুন...'
গত ১১ মে একটি 'অরিজিনাল' ও একটি গিবলি ছবি শেয়ার করে মায়ের গায়ের সেই গন্ধ না পাওয়ার জন্য দুঃপ্রকাশ করেছিলেন অর্জুন। প্রসঙ্গত, ২০১৬-তে ষষ্ঠ উপাদন দিয়ে ইন্ডাস্ট্রিতে হাতেখড়ি অর্জুনের। এরপর ২০১৮ সালে 'অব্যক্ত' ছবি পরিচালনার মাধ্যমে লাইমলাইটে আসেন। ২০২২-এ তৈরি করেন 'শ্রমতী'। এরপর ২০২৪-এ ডিপ ফ্রিজ।
মুক্তির অপেক্ষায় আরও একটি নতুন ছবি 'বিবি পায়রা'। উল্লেখ্য, শ্রীমতী-র পর আরও একবার স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন ছবিতে কাজ করেছেন পরিচালক অর্জুন দত্ত। এই ছবিতে রয়েছেন পাওলি দাম, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে। ২ জুন বিবি পায়রার শুটিং শেষ করেছেন অর্জুন। সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজেই জানিয়েছিলেন।
আরও পড়ুন বাঙালি পরিচালকের সাফল্যে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কড়া জবাব জাতীয় পুরস্কারের জুরি চেয়ারম্যানের