The Kerala Story Controversy: বাঙালি পরিচালকের সাফল্যে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, কড়া জবাব জাতীয় পুরস্কারের জুরি চেয়ারম্যানের

The Kerala Story-National Film Awards: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরাল স্টোরি জাতীয় পুরস্কার জিততেই বিস্ফোরক কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পালটা দাবিতে কী বললেন জাতীয় পুরস্কারের জুড়ি সদস্য আশুতোষ?

The Kerala Story-National Film Awards: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ছবি দ্য কেরাল স্টোরি জাতীয় পুরস্কার জিততেই বিস্ফোরক কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। পালটা দাবিতে কী বললেন জাতীয় পুরস্কারের জুড়ি সদস্য আশুতোষ?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পালটা জবাব

The Kerala Story-Ashutosh Gowariker: হয়েছে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে বাংলার জয়জয়কার। দুটি বিভাগে পুরস্কৃত দ্য কেরালা স্টোরি। সেরা পরিচালক ও সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছে বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত এই ছবি। কিন্তু, দ্য কেরালা স্টোরির জাতীয় পুরস্কার প্রাপ্তিতে বিস্ফোরক মন্তব্য কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের। কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ,  'এই ধরনের একটি চলচ্চিত্রকে সম্মান জানিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি স্পষ্টতই সেই বিভাজনমূলক আদর্শকে বৈধতা দিল। কেরালাকে একটি নেতিবাচক জায়গা হিসেবে তুলে ধরে এই ছবি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর প্রেক্ষাপটে নির্মিত।' এই মন্তব্যের প্রেক্ষিতে মুখ খুললেন জুরি চেয়ারম্যান আশুতোষ গোয়ারিকর। 

Advertisment

আরও পড়ুন বিতর্ক পেরিয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্তি, বাঙালি পরিচালকের সাফল্যে রেগে কাঁই মুখ্যমন্ত্রী

 জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ফিচার ফিল্ম বিভাগের জুরি বোর্ডের চেয়ারপার্সন ও পরিচালক আশুতোষ গোয়ারিকর NDTV-কে জানান,  'দ্য কেরালা স্টোরির সিনেম্যাটোগ্রাফির কাজ ভীষণ বাস্তবিক আর অসাধারণ। এই ছবি কোনওভাবেই অতিরঞ্জিত নয়। প্রকৃত ঘটনাকে ছাপিয়ে বাড়তি কোনও সংযোজন নেই। আসল বিষয়বস্তুকেই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। সেই প্রেক্ষিতেই আমরা দ্য কেরালা স্টোরিকে পুরস্কৃত কথার সিদ্ধান্ত নিয়েছি।'

Advertisment

আরও পড়ুন 'সকল মায়েদের উৎসর্গ করলাম', ৩০ বছরে প্রথম জাতীয় পুরস্কারপ্রাপ্তিতে কেন এই বার্তা রানির?

আরও যোগ করেছেন, 'একটি কঠিন ও সংবেদনশীল বিষয়কে যেভাবে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তোলা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। জুরি বোর্ডের মধ্যেও অনেক আলোচনা হয়েছিল। সর্বসম্মতিক্রমেই দ্য কেরালা স্টোরিকে জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে।' এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন অদা শর্মা। পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরিকে নিষিদ্ধ করা হয় এবং তামিলনাড়ুর বহু মাল্টিপ্লেক্সে নিরাপত্তাজনিত কারণে প্রদর্শন বন্ধ করে দেওয়া হয়েছিল। 

আরও পড়ুনভাঙা হাতে বাদশাহী মেজাজে আইকনিক পোজ! জাতীয় পুরস্কার পেয়েই শাহরুখের বার্তা 'পপকর্ন নিয়ে তৈরি থাকুন...'

অন্যদিকে আবার উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশ সরকার এই ছবিকে করমুক্ত ঘোষণা করেছিল। বহু জায়গায় সিনেমার সম্প্রচার বাধাপ্রাপ্ত হয়েছে। পরিচালক সহ কলাকুশলীরা হুমকিও পেয়েছেন। তবুও সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে দ্য কেরালা স্টোরি বিশ্বব্যাপী ৩০০ কোটিরও বেশি টাকার ব্যবসা করেছিল।

আরও পড়ুন কোন বিভাগে কে পেলেন জাতীয় পুরস্কার? এক নজরে দেখে নিন সেরার সেরা তালিকা

National Award The Kerala Story