Anuparna Roy-KIFF: বঙ্গকন্যার ভেনিস জয়ের পরও KIFF থেকে ব্রাত্য পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা? মুখ খুললেন নবাগতা পরিচালক

Anuparna Roy-Forgotten Trees will not show: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পর কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই অনুপর্ণার 'সংগস অফ ফরগটেন ট্রিজ'? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন পুরস্কারপ্রাপ্ত পরিচালক?

Anuparna Roy-Forgotten Trees will not show: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পর কেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই অনুপর্ণার 'সংগস অফ ফরগটেন ট্রিজ'? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন পুরস্কারপ্রাপ্ত পরিচালক?

author-image
Kasturi Kundu
New Update
Anuparna-roy-venice-film-festival

KIFF প্রসঙ্গে অনুপর্ণা

Kolkata International Film Festival 2025: মহিলা পরিচালক ইন্দিরা ধরের ডেবিউ মুভি 'পুতুল' প্রদর্শিত হয়েছিল কান চলচ্চিত্র উৎসবে। অস্কারেও মনোনীত হয়েও শেষ মুহূর্তে ছিটকে যায়। ৯৭ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছিল বাঙালি পরিচালক অনীক চৌধুরীর 'দ্য জেব্রাজ'। সেই ধারাবাহিকতা বজায় রেখে আন্তর্জাতিক মঞ্চে আরও একবার ভারতের জয়জয়কার। সৌজন্যে পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়ের 'সংগস অফ ফরগটেন ট্রিজ'।

Advertisment

তাঁর স্বপ্নপূরণের মাধ্যমে আজ গর্বিত গোটা বাঙালি জাতি। ৮২ তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ভারতের মুখ উজ্জ্বল করেছেন বঙ্গললনা অনুপর্ণা। অরিজন্টি' বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পুরুলিয়ার মেয়ে। বাংলার মেয়ের এহেন সাফল্যে গর্বিত আবালবৃদ্ধবনিতা। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হওয়ার পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নেই অনুপর্ণার 'সংগস অফ ফরগটেন ট্রিজ'! এই প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানালেন পরিচালক?

আরও পড়ুন 'কিফ' শুরুর আগেই প্রয়াত গৌতম ঘোষের স্ত্রী, ফেস্টিভ্যালের ডিরেক্টর এবছরের কোন চমকের কথা জানালেন?

Advertisment

অনুপর্ণা বলেন, 'কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল থেকে আমাদের ছবি বাদ দেওয়া হয়েছে এইরকম কোনও বিষয় নেই। আমাদের কাছে প্রস্তাব এসেছিল কিন্তু, ততদিনে হংকং ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গিয়েছি। সেই জন্যই যে সময় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমার ছবি প্রদর্শনের কথা বলা হয়েছিল সেই সময় যদি আমি নিজের শহরে উপস্থিত না থাকি সেটা খুবই অসম্মানজনক। আমার টিকিটও কনফার্ম। তাই কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত থাকতে পারছি না। শুধু সিনেমা প্রদর্শন করলে তো হবে না, সেখানে আমার উপস্থিতিটাও বাধ্যতামূলক। শুধুমাত্র তারিখ নিয়ে সমস্যার কারণেই এই বছর কলকাতার সিনে উৎসবে থাকতে পারলাম না।'

আরও পড়ুন 'আমাদের মুখ আরও উজ্জ্বল করুন', বঙ্গকন্যা অনুপর্ণার ভেনিস জয়ে গর্বিত মুখ্যমন্ত্রী মমতা

আরও দুটি বড় মাপের চলচ্চিত্র উৎসব হাত ছাড়া হয়েছে অনুপর্ণার। সেই কারণ ব্যখা করতে গিয়ে জানান, '৭০ তম Cork International Film Festival-এ ও আমার ছবি মনোনয়ন পেয়েছিল। জোয়াকিম ট্রিয়ারের মতো অস্কারজয়ী পরিচালকের সঙ্গে আমার ছবি প্রতিযোগীতায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু, আয়ারল্যান্ডেও আমি যেতে পারব না। কারণ একটাই, হংকং ফিল্ম ফেস্টিভ্যালের সঙ্গে তারিখের সমস্যা। আমি জানি হংকং-এর ফেস্টিভ্যালের থেকে বাকিগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও Lebanese Independent Film Festival থেকেও আমি আমাদের ছবি প্রদর্শনের প্রস্তাব পেয়েছি। কিন্তু, পর্তুগালে যাওয়াও সম্ভব নয়। আসলে আমি জীবনে একটা আদর্শ মেনে চলি। কারও সঙ্গে চুক্তিবদ্ধ হলে সেটা কখনও ভঙ্গ করি না।' 

আরও পড়ুন 'সত্যজিৎ রায় হতে চাও..', বাংলার অনুপর্ণার বিশ্বমঞ্চে জয়জয়কার, অভিভাবকের তরফে যা জানা গেল..

Kiff 2025 Anuparna Roy