/indian-express-bangla/media/media_files/2025/09/23/cats-2025-09-23-15-48-50.jpg)
জলমগ্ন কলকাতায় সেটে পৌঁছানোর অভিজ্ঞতা ভাগ
Manisha Mandal:মঙ্গলের সকাল থেকে কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় সর্বত্রই একই ছবি। চারিদিকে একেবারে জল থই থই। শারদীয়ার মরশুমে বানভাসী কলকাতা! কোথাও হাঁটু সমান জল তো কোথাও আবার কোমর ছুঁইছুঁই! সপ্তাহের ব্যস্ততম দিনে বিপর্যস্ত যানচলাচল। চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। অনেকে তো আবার পুজোর ঠাকুর দেখাও শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় জলে প্রায় ডুবে গিয়েছে প্যাণ্ডেলের একাংশ। এইরকম পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের। প্রবল বৃষ্টিতে যখন গোটা শহর প্রায় থমকে গিয়েছে তখন বহু কাঠখড় পুড়িয়ে স্টুডিওপাড়ায় পৌঁছেছেন মেগার শিল্পীরা। বাঁশদ্রোণী থেকে ১৫-২০ মিনিটের রাস্তাটাই আজ দেড় ঘণ্টার বেশি সময় নিয়েছে বলে জানান 'রাঙামতি তীরন্দাজ' খ্যাত মনীষা মণ্ডল।
পুজোর আগে কাজের চরম ব্যস্ততা। সকাল সাতটায় ছিল কল টাইম। প্রাকৃতিক দুর্যোগের মাঝে কী ভাবে শুটিং সেটে পৌঁছালেন? সেই খবর জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার তরফে মনীষার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, 'আমার বাড়ি বাঁশদ্রোণীতে। এমনিতেই ওখানে বৃষ্টি হলেই জল জমে। আজ হাঁটু জলে ডুবে রয়েছে। সকালে সাতটার সময় কল টাইম ছিল। তখন তো বাইক-গাড়ি কিছুই বুকিং নিল না। অগত্যা আমি বাড়ি থেকে কিছুটা রাস্তা জল পেরিয়ে বাঁশদ্রোণী বাস স্ট্যান্ডে এলাম। ওখান থেকে আবার রিক্সা নিয়ে স্টুডিও। এখানেও জল, এমনকী মেক-আপ রুমের ভিতরেও জল জমে গিয়েছে।'
আরও পড়ুন 'পুরুলিয়ার একজন ট্রেনার আমাকে প্রশিক্ষণ দিয়েছেন', 'রাঙামতি তীরন্দাজ' হয়ে ওঠার গল্প বললেন মনীষা
দুর্ভোগের বিরবণ দিতে গিয়ে মনীষা বলেন, 'সাতটায় পৌঁছাতে পারিনি। আমার আজ স্টুডিওতে আসতে সাড়ে আটটা বেজে গিয়েছে। তবে শুটিং শুরু হতে সাড়ে দশটা বেজে গিয়েছে। অনেকে অনেক বাধা অতিক্রম করে এসেছে।' নিজেদের সমস্যার কথা বলতে গিয়ে সকলের উদ্দেশে একটি সতর্কবার্তাও দিয়েছেন মনীষা। তাঁর কথায়, 'এখন রাস্তাঘাটে সকলেরই খুব সাবধানে চলাফেরা করা উচিত। রাস্তাজুড়ে এখন লাইটিং। জলে বিদ্যুৎ সংযোগ হওয়ার একটা প্রবল সম্ভবনা থাকে। পুজোর আগে সকলে সুস্থ থাক এটাই কামনা করি।'
লাস্ট বাট নট ইন লিস্ট টিআরপি রেটিং। জনপ্রিয়তার বিচারে প্রথম পাঁচে জায়গা করে নিচ্ছে রাঙামতি তীরন্জাদ। গত সপ্তাহে একসঙ্গে চতুর্থ স্থান দখল করেছিল তিনটি ধারাবাহিক। সেই তালিকায় ছিল 'ফুলকি', 'চিরসখা' ও 'রাঙামতি তীরন্দাজ'। তিনটি মেগার জুলিতে এসেছিল ৬.০ পয়েন্ট।
আরও পড়ুন বিয়ের নামে প্রহসন! ছাদনাতলায় বর বদল, কোন দিকে মোড় নেবে 'কুসুম'-এর জীবন?