/indian-express-bangla/media/media_files/2025/09/23/cats-2025-09-23-16-59-22.jpg)
মঙ্গলে ছুটি সত্যিই মঙ্গলময়?
Bengali Serial: মঙ্গলের সকাল থেকে কলকাতার উত্তর এবং দক্ষিণ প্রায় সর্বত্রই একই ছবি। চারিদিকে একেবারে জল থই থই। শারদীয়ার মরশুমে বানভাসী কলকাতা! কোথাও হাঁটু সমান জল তো কোথাও আবার কোমর ছুঁইছুঁই! সপ্তাহের ব্যস্ততম দিনে বিপর্যস্ত যানচলাচল। চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা। অনেকে তো আবার পুজোর ঠাকুর দেখাও শুরু করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় জলে প্রায় ডুবে গিয়েছে প্যাণ্ডেলের একাংশ। এইরকম পরিস্থিতিতে কপালে চিন্তার ভাঁজ পুজো উদ্যোক্তাদের। প্রবল বৃষ্টিতে স্টুডিওচত্ত্বরেও মারাত্মক পরিণতি। বেশ কিছু মেগা শুটিং চললেও আচমকা বাতিল হয়েছে দু-তিনটি ধারাবাহিকের আজেকর শুটং। সেই তালিকায় রয়েছে 'আমাদের দাদামণি', 'আনন্দী', 'কথা'। আচমকা ছুটি পেয়ে 'রেনি ডে'-র অনুভূতি নাকি খানিক মন খারাপ? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে কী জানাচ্ছেন 'আনন্দী' খ্যাত অন্বেষা হাজরা?
আরও পড়ুন বানভাসী কলকাতা-বিপর্যস্ত জনজীবন! কী ভাবে শুটিংয়ে পৌঁছালেন 'রাঙামতি' মনীষা?
ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী বলেন, 'সকালে উঠেও জানতাম না আজ শুটিং বন্ধ হয়ে যাবে। আমি তো প্রতিদিনের মত আজও তৈরি হয়ে গিয়েছিলাম। ৯টার মধ্যে স্টুডিওতে পৌঁছনোর কথা ছিল। কিন্তু, আমার ড্রাইভার দাদা (রাজু) রাস্তায় আটকে গিয়েছিল। আটটা বেজে ৫৭ মিনিটেও দেখছি আসেনি। আমি তখন আমাজের প্রোগ্রামার (সুমন)-কে ফোন করে জানালাম যে একটু দেরি হবে। পরবর্তী পরিস্থিতির আপডেট দিতে বলেছিল। আমি ভেবেছিলাম হয়তো ৯.৪০-এর মধ্যে পৌঁছে যাব। কিন্তু, ড্রাইভার দাদাই এল ১০ টায়।'
আরও পড়ুন '...দেখা হবে শীঘ্রই', ডেঙ্গুর কবল থেকে রেহাই! ফ্লোরে ফিরে দর্শকের উদ্দেশে বার্তা অন্বেষার
অন্বেষা আরও যোগ করেন, 'দাদাও এসেছে আর ওদিক থেকে মেসেজ এল আজ শুটিং বাতিল করা হচ্ছে। এই দুর্যোগে অনেকেই আসতে পারেনি। তবুও আমি ড্রাইভার দাদাকে বলেছিলাম যদি ইউনিট থেকে কল পাই তাহলে খবর দেব।' বৃষ্টির দিনে আচমকা ছুটি কতটা উপভোগ করছেন অন্বেষা?
আরও পড়ুন লাল টুকটুকে বেনারসী কপালে চন্দনের ফোঁটা গা ভর্তি গয়না, প্রকাশ্যে বাঙালি অভিনেত্রীর বিয়ের সাজ
এই প্রসঙ্গে তিনি বলেন, 'অপ্রত্যাশিতভাবে একটা ছুটি পেলাম ঠিকই কিন্তু, অনেকটা কাজ জমে গেল। পুজোর আগে ব্যাঙ্কিংয়ের একটা বাড়তি দায়িত্ব থাকে। কাজ বন্ধ হোক এটা কেউই চায় না। সকলেরই একটা প্রত্যাশা পুজোর আগে তাড়াতাড়ি কাজ শেষ করা। তবে আজ ছুটিটা বিশ্রামেই কাটাচ্ছি।'