Advertisment
Presenting Partner
Desktop GIF

Annwesha Hazra : '...দেখা হবে শীঘ্রই', ডেঙ্গুর কবল থেকে রেহাই! ফ্লোরে ফিরে দর্শকের উদ্দেশে বার্তা অন্বেশার

Annwesha Hazra Serial : ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অন্বেশা। এখন সুস্থ হয়ে কাজে ফিরেছেন। মেগার দর্শকের উদ্দেশে কী বললেন টেলি অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
ডেঙ্গুর কবল থেকে রেহাই

ডেঙ্গুর কবল থেকে রেহাই

Annwesha Hazra Facebook PostHealth Update : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অন্বেশা হাজরা। মজার চরিত্র হোক সিরিয়াস, অন্বেশার অভিনয় বারবার মন ছুঁয়ে যায় বাংলা মেগার দর্শকের। বেশ কয়েকদিন ধরেই আনন্দী ধারাবাহিকে দেখা মিলছে না তাঁর। বাংলা ধারাবাহিকের আয়ু যে কম সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। তাই ছোট পর্দার দর্শকের ধারণা হচ্ছিল এই ধারাবাহিকের ভবিষ্যৎ-ও কী তাহলে...? এর মাঝেই সোশ্যাল মিডিয়া পোস্টে সিরিয়ালে অনুপস্থিতির কারণ জানিয়েছেন খোদ অন্বেশা। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রের সকালে সুখবর দিলেন অন্বেশা। কাজে ফিরেছেন অভিনেত্রী। সিঙ্গল ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'ফিরে এসেছি …,গতকাল থেকে ফ্লোরে কাজ শুরু করেছি, দেখা হবে শীঘ্রই'। অন্বেশা সুখবর দিতেই ভালোবাসায় ভরিয়েছেন ভক্ত থেকে সতীর্থরা। 

Advertisment

প্রসঙ্গত, কয়েকদিন আগে একটি পোস্ট শেয়ার করেছিলেন অভিনেত্রী। যেখানে কেউ তাঁর কাছে জানতে চেয়েছিলেন সিরিয়ালের প্রয়োজনে দূরে রয়েছেন নাকি ব্যক্তিগত কোনও কারণে? অন্বেশা দুটি স্ক্রিনশট শেয়ার করেন।

প্রথম পোস্টের স্ক্রিনশটটি কোনও অনুরাগীর করা তা তো বেশ ভালোই বোঝা যাচ্ছিল। যেখানে লেখা, ‘আচ্ছা অন্বেষা দি কোথায়? সিরিয়ালের প্রয়োজনে তাঁকে গায়েব কা হলো নাকি ব্যক্তিগত কোনও প্রয়োজনে? আর কিন্তু সহ্য করা যাচ্ছে না।’

উত্তরে অন্বেশা জানিয়েছিলেন, 'ডেঙ্গু এবং টাইফয়েড এর কারণে আমি নার্সিংহোমে এডমিট আছি। শেষ আমি ১১ই নভেম্বর শুটিং করেছিলাম, তাও জ্বর অবস্থায়। টেম্পারেচার অ্যান্টিবায়োটিকস চলার পরেও না কমার কারণে আমি ভর্তি হই।

আরও পড়ুন :'লীনাদির সঙ্গে কাজ করার ইচ্ছে ছিল', রোশনাইতে নায়িকা বদল প্রসঙ্গে বললেন তিয়াশা

তবে এই মুহূর্তে আমি ভালো আছি, সব কিছুই নরমাল আছে। আশা করি সামনের সপ্তাহ থেকে তোমাদের সাথে দেখা হবে। আমাদের সবটাই তোমাদের জন্য। আমাদের পাশে থেকো, নিজেরাও ভালো থেকো, সুস্থ থেকো'। ১১ নভেম্বরের পর ২১ নভেম্বর শ্যুটিং ফ্লোরে ফিরলেন অন্বেশা। যা তাঁর ভক্তদের কাছে নিঃসন্দেহে আনন্দের খবর। 

 

আরও পড়ুন: কুঠারি হাতে স্নেহার 'রুদ্ররূপ', নতুন চরিত্রের ঝলক খাদানের মোশন পোস্টারে

 

Bengali Serial Bengali Film Industry Bengali News Bengali Actress
Advertisment