Bengali Celebrities Dev-Subhashree: ২০১৬ থেকে ২০২৫, দীর্ঘ ন'বছরের অপেক্ষার অবসান। অবশেষে বড় পর্দায় মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ধূমকেতু। কৌশিক গঙ্গোপাধ্যায়ের নির্দেশনায় এই ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন টলিউডের অন্যতম শ্রেষ্ঠ জুটি দেব-শুভশ্রী। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ধূমকেতু। তার আগে শুভশ্রীর পায়ের নীচে সরষে! সকালে ধূমকেতুর প্রচার, সন্ধ্যায় গৃহপ্রবেশের সাকসেস পার্টি। তারপর রাত্রিবেলা নতুন কাজের প্রস্তুতি।
আরও পড়ুন ১২ বছর পর..., অন স্ক্রিন রোম্যান্সের নস্ট্যালজিয়া উসকে 'ধূমকেতু'-র মতো আবির্ভাব দেব-শুভশ্রীর
/indian-express-bangla/media/post_attachments/c47dcd47-dda.jpg)
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেইরকমই ইঙ্গিত দিয়েছেন লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অদিতি রায়ের পরিচালনায় আপকামিং সিরিজ অনুসন্ধান-এ সাংবাদিকের চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। রাত জেগে নিজেকে সাংবাদিক হিসেবে প্রস্তুত করছেন রাজ ঘরনি! শুভশ্রীর কেরিয়ারের বৃহস্পতি একবারে তুঙ্গে। তাই দর্শককে আরও ভাল ছবি উপহার দেওয়ায় কোনও ত্রুটি রাখতে চান না।
আরও পড়ুন নাম বদলে ফেলল রাজ-শুভশ্রীর রাজকন্যা! নিজেকে কী নামে ডাকল একরত্তি 'ইয়ালিনি'? দেখুন ভিডিও
২০২৫-এ একদিকে গৃহপ্রবেশ মুক্তির পর দর্শকের ভালবাসায় ভাসছেন তো অন্যদিকে সৃজিতের লহ গৌরাঙ্গের নাম রে-র শুটিং সেরেছেন। এবার অপেক্ষা দাপুটে সাংবাদিকের ভূমিকায় আরও একবার ছকভাঙা চরিত্রে নিজেকে প্রমাণ করার। দিনভর ব্যস্ততার পর শুক্রবার রাতে অনুসন্ধান-এর স্ক্রিপ্টে মনোনিবেশ করেছিলেন। সেই মুহূর্তের টুকরো ছবি শেয়ার করে ইনস্টা স্টোরির ক্যাপশনে লিখেছেন 'নাইট শিফ্ট'। এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম শশব্যস্ত তারকা শুভশ্রী গঙ্গোপাধ্যায় সে কথা অনস্বীকার্য।
আরও পড়ুন'বিয়ের পর একটা দিনও...', গৃহপ্রবেশের পর কোন পথে শুভশ্রীর বৈবাহিক জীবন?
এবার আসা যাক 'রাজার রাজা' দেব প্রসঙ্গে। ধূমকেতু মুক্তির আগেও তিনিও বেশ ব্যস্ত। একদিকে সংসদের দায়িত্ব সামলাচ্ছেন তো অন্যদিকে নতুন ছবির প্রচার করছেন। অভিনব কায়দায় ধূমকেতুর গান 'মা'-এর প্রচার করলেন সুপারস্টার দেব। মায়ের সঙ্গে বিমানযাত্রার মাধ্যমে গানের প্রমোশনের প্রশংসা কুড়িয়েছেন। কাজের ব্যস্ততার মাঝে কয়েকদিন আগে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন দেব। সেখান থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। এবার মা-ছেলের একটি ভিডিও পোস্ট করে ধূমকেতুর গানের প্রচার সেরে ফেললেন।
আরও পড়ুন দেড় বছরের মেয়েকে দিয়ে এটা কী করাচ্ছেন শুভশ্রী! দেখলে তাজ্জব বনে যাবেন