/indian-express-bangla/media/media_files/2025/05/10/8DbHOfYMN5z8YMOhTx2l.jpg)
অসুস্থ নিক্কি
Nikki Tamboli-High Fever: নিক্কি তম্বোলি, হিন্দি টেলিভিশন থেকে তেলুগু-তামিল সিনেমা সহ একাধিক রিয়্যালিটি শোয়ের সঙ্গে ওতপ্রোতোভাবে জড়িয়ে। এই মুহূর্তে একেবারে বিছানায় শয্যাশায়ী অভিনেত্রী। ধুম জ্বর আর অসুস্থতার কথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন নিক্কি। ১০৩ ডিগ্রি জ্বরে প্রায় বেহুঁশ। এইরকম পরিস্থিতিতে গণেশ চতুর্থীতে গণপতি বাপ্পা’র দর্শন করতেও পারেননি। সেই আক্ষেপের কথাও বলেছেন নিক্কি তম্বোলি। সোশ্যাল মিডিয়ায় রয়েছে বিরাট ফ্যান ফলোয়ার্স। অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন অনুরাগীরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে নিক্কি একটি থার্মোমিটারের ছবি শেয়ার করেন। যেখানে তাঁর জ্বরের তাপমাত্রা ছিল ১০৩.৬ ডিগ্রি। ছবির সঙ্গে তিনি লিখেছেন, 'গণপতি বাপ্পা আমাকে তাড়াতাড়ি সুস্থ করো। তোমার দর্শন করতে চাই।' অপর একটি স্টোরিতে নিক্কি মাস্ক পরা অবস্থায় একটি ভিডিও শেয়ার করেন। যেখানে দেখা যাচ্ছে আরবাজ তাঁর কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন। নিক্কি লেখেন, 'মাত্র ৪ দিন বাকি। আরবাজ প্যাটেল তোমার নতুন শো-এর জন্য প্রস্তুত আর আমি শয্যাশায়ী। হে ভগবান, আমাকে শক্তি দাও যেন আমি দ্রুত সুস্থ হই।'
আরও পড়ুন 'ধূমকেতু' ক্রেজের মাঝেই অসুস্থ রুক্মিণী, কেমন আছেন দেবের 'বিনোদিনী'?
জ্বরে শয্যাশায়ী, তবুও প্রেমিক আরবাজ প্যাটেলের জন্য আবেগঘন বার্তা শেয়ার করতেই ভক্তরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নিক্কিকে। আসন্ন রিয়্যালিটি শো রাইজ অ্যান্ড ফল–এর জন্য শুভেচ্ছা জানিয়েছেন। নিক্কি তাঁর প্রেমিকের জন্য হৃদয়ছোঁয়া পোস্টে লিখেছেন, 'আরবাজ, তুমি আমার ভালবাসা, আমার জীবন, আমার সবকিছু। দু'মাস তোমাকে ছাড়া কেমন করে থাকব!'
আরও যোগ করেন, 'তুমি যখন এই নতুন রিয়্যালিটি শো-তে পা রাখছ আমার মন গর্ব আর আবেগে ভরে উঠছে। তোমার থেকে দূরে থাকা আমার কাছে সবচেয়ে কঠিন, কিন্তু আমি জানি তুমি সফল হবে। আমার কাছে তুমি আগেই জয়ী, তোমার ভক্তদের কাছেও তুমি সবসময় তারকা হয়ে থাকবে। তোমাকে ভীষণ মিস করছি। কিন্তু প্রতিদিন আরও বেশি ভালবাসছি।' উল্লেখ্য, নিক্কি ও আরবাজের সম্পর্ক নিয়ে ভক্তদের মধ্যে প্রবল কৌতূহল। আরবাজ প্যাটেলের প্রথম লুক দেখার অপেক্ষায় অনুরাগীরা। একইসঙ্গে নিক্কি তম্বোলির দ্রুত আরোগ্য কামনাও করছেন।
আরও পড়ুন আইসিইউ-তে একরত্তি মেয়ে, ধুম জ্বরে হাসপাতালে কাতরাচ্ছে মা-ছেলে! ভয়ংকর পরিস্থিতি পরি মণি-র পরিবারে