/indian-express-bangla/media/media_files/2025/10/23/cats-2025-10-23-10-48-58.jpg)
বিল গেটস-স্মৃতি ইরানি স্পেশাল এপিসোড
Kyunki Saas Bhi Kabhi Bahu Thi 2: একতা কাপুর প্রযোজিত 'কিঁউকি সাস ভি কভি বহু থি ২'। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন স্মৃতি ইরানি ও অমর উপাধ্যায়। সম্প্রচারের পর ধারাবাহিকতা বজায় রেখে টিআরপি তালিকার প্রথম পাঁচে রয়েছে এই মেগা। দিওয়ালি স্পেশাল সপ্তাহে দর্শকদের জন্য আবার বাড়তি চমক। পার্বতীর চরিত্রে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত হন টেলি অভিনেত্রী সাক্ষী তনওয়ার। 'কাহানি ঘর ঘর কি'-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে তুলসি-পর্বতী পুনর্মিলন ট্র্যাক দর্শকদের হৃদয় জয় করেছে সে কথা বলাইবাহুল্য।
কিন্তু এখানেই শেষ নয়! তুলসি ও পার্বতীর অপ্রত্যাশিত জুটি দেখার পর এবার একতা কাপুর নিয়ে আসছেন আরও চমক। আর সেই সারপ্রাইজের নাম বিল গেটস। হ্যাঁ, একদমই ঠিকই পড়েছেন, মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবী বিল গেটসের কথাই বলিছ। প্রথমবার ভারতীয় টেলিভিশনে দেখা যাবে তাঁকে। টাইমস অফ ইন্ডিয়া-র একটি প্রতিবেদন অনুযায়ী, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস এই ধারাবাহিকে হাজির হচ্ছেন, তবে ভার্চুয়ালি। আগামী তিনটি পর্বে স্মৃতি ইরানি ও বিল গেটসের মধ্যে একটি ভিডিও কলের দৃশ্য থাকবে।
সর্বশেষ এপিসোডে দেখা যাচ্ছে, তুলসি তাঁর রাঁধুনির বেবি শাওয়ারে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। এখান থেকেই শুরু হবে বিল গেটসকে ঘিরে নতুন ট্র্যাক। প্রোমো মুক্তির পরই দারুণ উৎসাহিত এই মেগার দর্শক। বিল গেটসকে দেখা যাবে তাঁর ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কাজ নিয়ে কথা বলবেন। গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্মৃতি ও বিল গেটস আলোচনা করবেন। ধারাবাহিকের ঘনিষ্ঠ একটি সূত্র TOI-কে জানিয়েছে, 'গল্পের কেন্দ্রবিন্দু হল গর্ভবতী নারী ও নবজাতকের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।
আরও পড়ুন 'কিউ কি সাস ভি...'-এর দর্শক ছিলেন? এই ধরাবাহিকের সেরা ৭ শিক্ষণীয় বিষয় কী?
যেহেতু বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এই বিষয়ে কাজ করে তাই স্মৃতি চেয়েছিলেন এই ধারাবাহিককে প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে গল্পের মাধ্যমে স্বাস্থ্য ও সামাজিক সচেতনতার বার্তা সকলের কাছে পৌঁছে দেওয়া যাবে।' উল্লেখ্য, বিল গেটস উপস্থিতি এর আগে ‘Frasier’ ও ‘The Big Bang Theory’–এর মতো জনপ্রিয় আমেরিকান টিভি শোতে দেখা গিয়েছে। এক সপ্তাহে হেভিওয়েট দুই অতিথির উপস্থিতির ফলে ‘কিউঙ্কি সাস ভি কভি বহু থি ২’ আলোর উৎসবের সপ্তাহে দুর্দান্ত টিআরপি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন শাহরুখ-কাজলের অন স্ক্রিন রোম্যান্স নিয়ে সেটে ফিসফাঁস, DDLJ-এর শুটিংয়ের সিক্রেট ফাঁস 'ছুটকি' পূজার