/indian-express-bangla/media/media_files/2025/10/20/cats-2025-10-20-15-52-45.jpg)
Dilwale Dulhaniya Le Jaayenge: নয়ের দশকের ব্লক বাস্টার মুভি দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে। মুক্তির ৩০ বছর পূর্তিতে SCREEN-এর সঙ্গে কথা বলেছেন অভিনেত্রী পূজা রূপারেল। যিনি ছুটকি-র চরিত্রে অভিনয় করেছিলেন। কাজলের বোনের ভূমিকায় দর্শকের নজর কেড়েছিলেন। সেই সময় পূজা ছিলেন ১২ বছর বয়সী। সিনেমার শুটিং সেটের অসংখ্য স্মৃতি আনন্দের সঙ্গে ভাগ করেছেন। কী ভাবে ছুটকির চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন? শাহরুখ-কাজলের রোম্যান্স নিয়ে শুটিং সেটে কানাঘুষোর মতো সিক্রেট ফাঁস করলেন পূজা।
DDLJ-এর ৩০ বছর পূর্ণ হওয়ার প্রসঙ্গে পূজা শেয়ার করেছেন, 'আমি নিশ্চিত এই মুহূর্তে পৃথিবীতে এমন কোনও মানুষ নেই যিনি বলতে পারবেন যে তাঁদের সিনেমা গত ৩০ বছর ধরে প্রেক্ষাগৃহে চলছে। এই অভিজ্ঞতা আমার জন্য সত্যিই অবিশ্বাস্য। ছোট্ট চরিত্র কিন্তু যে সাফল্য এনে দিয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না।' ৯ বছর বয়সে রাকেশ রোশন-এর 'কিং আঙ্কেল' দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে পূজার। DDLJ-এর চুটকির জন্য কী ভাবে সুযোগ পেয়েছিলেন তা শেয়ার করেন।
পূজা রূপারেল বলেন, 'কিং আনকেল-এর তিন বছর পর তারা Filmkraft-এর অফিস থেকে আমার নম্বর পেয়েছিল এবং আমাকে ফোন হয়েছিল। তখন ১০০ টিরও বেশি প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কিং আনকেল-এর পর প্রতিটি শিশুশিল্পীর চরিত্র প্রথমে আমাকে দেওয়া হতো। সৌভাগ্যবশত, আমার বাবা-মায়ের দূরদৃষ্টি ছিল। তাঁরা বলেছিলেন আমি কোনও টাকা উপার্জনের মেশিন নই। আমি আবার স্কুলজীবনে ফিরে যাই। আমরা খুবই মধ্যবিত্ত, তাই আমি কখনও নিজেকে তারকা মনে করিনি। কিন্তু যখন চোপড়া-র তরফে ফোন পাই তখন না বলা সম্ভব?'
আরও পড়ুন আলোর উৎসবে সামিল কাপুর পরিবার, কেমন সেজেছিলেন আলিয়া-করিনা? দেখুন দিওয়ালি পার্টির ঝলক
কাজল এবং শাহরুখ খানের সঙ্গে পূজা রূপারেলের সুন্দর স্মৃতি রয়েছে। তাঁদের আনন্দময় মুহূর্ত স্মরণ করে পূজা বলেন, 'কাজল এবং শাহরুখ ছিলেন আগুন আর জল-এর মতো। SRK-এর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়েছিল কিং আঙ্কেল থেকে। দিওয়ানা-এর পর তাঁর জীবন বদলে গিয়েছিল। কিন্তু, দ্বিতীয়বার যখন দেখা হল ওঁর মধ্যে কোনও অহংকার ছিল না। একেই বলে প্রকৃত ভদ্রলোক। প্রচণ্ড উদার, এবং দয়ালু মানুষ। সেই সঙ্গে বুদ্ধিমানও।'
আরও পড়ুন ধনতেরসে সোনার হার উপহার পেতেই খোয়ালেন প্রিয় জিনিস! কী ঘটল গোবিন্দা ঘরনি সুনীতার সঙ্গে?
কাজল প্রসঙ্গে পূজার সংযোজন, 'কাজল হলেন একজন নারীবাদী। আমি সবসময় ওঁর বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চেয়েছি। কাজল আর শাহরুখ খুব ভালো বন্ধু ছিলেন। আমাদের কৈশোরকালে সিনেমায় দেখতাম একজন বিবাহিত, অন্যজন বিয়ে করতে যাচ্ছে আবার কেউ প্রেমে পড়ছে এমন গল্প। ডিডিএলজে-র সেটেও পরস্পরের প্রেমে পড়া নিয়ে আলোচনা হত। কিন্তু, ওঁরা দুজনেই পেশাদার শিল্পী। তাই পর্দায় পারফেক্ট রোম্যান্স ফুটিয়ে তুলতেন আবার শুট শেষ হলে বন্ধু হয়ে যেতেন। এমন অভিনয় দক্ষতা চাক্ষুস করেই আমি পেশাগত জীবনে অনেক শিক্ষা নিয়েছিলাম।