Vicky Kaushal Father: পেট ভরাতে ভরসা মাত্র ১ টাকা! সুপারস্টারের বাবার জীবনের লড়াই শুনলে চোখে জল আসবে

Bollywood Action Director Tragic Life: প্রতিষ্ঠত ব্যক্তিদের আলিসান বাংলো-গাড়ি-বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে থাকে অনেক কঠিন লড়াই। সেইরকমই এক লড়াইয়ের কাহিনি রয়েছে ভিকি কৌশলের বাবা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের জীবনে।

Bollywood Action Director Tragic Life: প্রতিষ্ঠত ব্যক্তিদের আলিসান বাংলো-গাড়ি-বিলাসবহুল জীবনযাপনের নেপথ্যে থাকে অনেক কঠিন লড়াই। সেইরকমই এক লড়াইয়ের কাহিনি রয়েছে ভিকি কৌশলের বাবা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলের জীবনে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

জীবনযুদ্ধ

Bollywood Action Director Past Life: বলিউডের খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশল।  আজ তিনি যে উচ্চতায় পৌঁছেছেন তার নেপথ্যে য়েছে এক কঠিন সংগ্রামের কাহিনি। আট ও নয়ের দশকে তিনি বলিউডে পায়ের নীচে জমি শক্ত করলেও পাঞ্জাবের মধ্যবিত্ত পরিবারের এই যুবকের যাত্রাপথ মোটেই সহজ ছিল না। ইংরেজি সাহিত্যে এমএ পাশ করে অধ্যাপক হওয়ার স্বপ্ন ছিল শ্যাম কৌশলের। তার জন্য এম.ফিল করতে চণ্ডীগড়ে যেতে হত। কিন্তু তখন তাঁর পক্ষে হোস্টেলের সেই খরচ বহন করার ক্ষমতা ছিল না। স্বপ্নভঙ্গের পর তিনি টাইপিং শেখেন ও চাকরির চেষ্টা করেন। কিন্তু সেখানেও সাফল্য পাননি। পরবর্তীতে এক বন্ধুর পরামর্শে ১৯৭৮ সালে মাত্র তিন হাজার টাকা ধার করে চলে আসেন মুম্বই। লক্ষ্য ছিল, বাবার ঋণ পরিশোধ করা।

Advertisment

একটি চাকরিতে মাস মাইনে বাবদ পেতেন মাত্র ৩৫০ টাকা। দুই বাস ও একটি ট্রেন চেপে চেম্বুরের অফিসে যেতেন। এক টাকা বাঁচিয়ে কোনওক্রমে কিছু খাবার খেয়ে পেট ভরাতেন। অর্থের অভাবে বিড়িও খেতেন ১০ পয়সার। একটা সময় চাকরি হারিয়ে বেকারত্ব জীবন কাটাতে শুরু করেন। সেই সময় একটি সিদ্ধান্ত নেন শ্যাম। কোনওদিন চাকরি করবেন না আর মুম্বই ছেড়েও যাবেন না। সব দরজা বন্ধ হয়ে গেলেও ভগবান একটি দরজা খোলা রাখেন। শ্যাম কশলের জীবনের ক্ষেত্রে এই কথাটা খুবই প্রাসঙ্গিক। এক খাওয়ার দোকানের কর্মী তাঁর জন্য বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেন। 

আরও পড়ুন বিয়ের তিন বছর পর পিতৃসুখ, বাবা হলেন 'ছাবা' খ্যাত বিনীত কুমার, পুত্র না কন্যা এল ঘরে?

Advertisment

এরপর মুম্বইয়ের একটি পিজি তে পাঞ্জাবি কয়েকজন স্টান্টম্যানের সঙ্গে পরিচয় হয়। স্টান্টম্যান অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার পরামর্শ দেন। ভর্তির খরচ ছিল ১০০০ টাকা যা বন্ধুবান্ধবদের থেকে ধার করে সদস্যপদ গ্রহণ করেন। সেখান থেকেই জীবনের মোড় ঘুরে যায় শ্যাম কৌশলের। সাক্ষাৎ পান বলিউডের কিংবদন্তি অ্যাকশন ডিরেক্টর ও অজয় দেবগনের বাবা বীরু দেবগনের। বীরু তাঁকে নিজের অফিসে সহকারী হিসেবে নেন। শ্যাম তার ব্যাগ বয়ে দিতেন, চা-জলখাবারের যোগান দিতেন। ধীরে ধীরে শ্যাম কৌশলের নাম অন্যান্য স্টান্টম্যানদের নমের সঙ্গে জুড়ে যায়। 

আরও পড়ুন 'চিঠি লিখেছিলেন-লকডাউনের সময় ফোন করে...', হাঁটুর বয়সী অভিনেত্রীর সঙ্গে অমিতাভের সিক্রেট ফাঁস

এরপর তিনি পাপ্পু ভার্মার সঙ্গে কাজ শুরু করেন। বিনা পারিশ্রমিকে দুই বছর কাজের মাধ্যমে প্রশিক্ষণ নেন। ভাগ্যে শিকে ছেড়ে ১৯৮৩ সালে। ওই বছর থেকে তিনি স্টান্টম্যান হিসেবে কাজ শুরু করেন। অভিনেতাদের ডুপ্লিকেট হিসেবেও কাজ করেছেন। ‘বেতাব’ ছবির একটি আউটডোর শুট তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। সেই দিন পারিশ্রমিক বাবদ ১০০ টাকার বদলে পান ৫০০ টাকা। শুধুমাত্র তার একনিষ্ঠতার কারণে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি ভিকির বাবা বলিউডের নামজাদা অ্যাকশন ডিরেক্টর শ্যাম কৌশলকে।নয়ের দশকে তিনি নিজেই হয়ে ওঠেন এক নামী স্টান্ট ডিরেক্টর।

আরও পড়ুন 'ওঁদের পারিশ্রমিক দিতে পারিনি', 'সাইয়ারা' ঝড়ে বিপদের মুখে 'তানভি দ্য গ্রেট'-র পরিচালক অনুপম

Bollywood News বিনোদনের খবর