Vijay Deverakonda Hospitalized: ছবি মুক্তির আগেই তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল টলিউড অভিনেতা বিজয়ের?

Vijay Deverakonda Dengue: ছবি মুক্তির আগেই হাসপাতালে বিজয় দেবেরাকোণ্ডা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা। ২০ জুলাই হয়ত বাড়ি ফিরতে পারেন।

Vijay Deverakonda Dengue: ছবি মুক্তির আগেই হাসপাতালে বিজয় দেবেরাকোণ্ডা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিণী অভিনেতা। ২০ জুলাই হয়ত বাড়ি ফিরতে পারেন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
vijay deverakonda trolled pakistan

ডেঙ্গু আক্রান্ত বিজয়?

Vijay Deverakonda: আগামী ৩১ জুলাই সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় তেলুগু অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা অভিনীত আপকামিং মুভি 'কিংডম'। তার আগেই নাকি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন টলিউড অভিনেতা বিজয় দেবেরাকোণ্ডা। 'Entertainment AF'-এর রিরোপ্ট মোতাবেক, ডেঙ্গু আক্রান্ত হয়েছেন দক্ষিণী অভিনেতা। মিডিয়া রিপোর্ট মোতাবেক, আগামী ১৯ জুলাই পর্যন্ত বিজয়কে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সম্ভবত, ২০ জুলাই বাড়ি ফিরবেন রশ্মিকা মন্দানার চর্চিত প্রেমিক বিজয় দেবেরাকোণ্ডা। 

Advertisment

Advertisment

আরও পড়ুন চারবার বিয়েতেও মেলেনি সুখ, হাসপাতালেই সব শেষ! জীবনাবসান কিংবদন্তী সংগীতশিল্পীর

বিজয়ের শারীরিক অবস্থা সম্পর্কে আপাতত আর কিছু জানা যায়নি। উল্লেখ্য, অভিনেতা বা তাঁর টিমের তরফে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি জারি করা হয়নি। জানা যাচ্ছে, বিজয় দেবেরাকোণ্ডা যখন তাঁর আগামী ছবি কিংডমের প্রচারে ব্যস্ত সেই সময়ই ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। পরিচালক গৌতম তিন্নানুরির নির্দেশনায় তৈরি হয়েছে স্পাই অ্যাকশন থ্রিলার 'কিংডম'।

আরও পড়ুন 'মাঝরাতে মদ্যপ অবস্থায় সলমন-সেলিমের...', নেশার ঘোরে কী করেছিলেন কিরণ? মুখ খুললেন অভিনেতা

৩১ জুলাই ছবি মুক্তির আগে অভিনেতার ডেঙ্গু আক্রান্তের ঘটনায় প্রচারে কোনও প্রভাব পড়বে কিনা সে বিষয়ে এখনও কিছু ঘোষণা করেননি পরিচালক গৌতম। এই মুহূর্তে হিন্দিতে মুক্তি পাবে না বিজয় দেবেরাকোণ্ডা অভিনীত কিংডম। 123 Telugu মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ছবির নির্মাতারা হিন্দি ভাষায় মুক্তির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেননি।

আরও পড়ুন ৮ বছরের ছোট হিন্দু পাত্রকে বিয়ে, সন্তান কোলে কেন রাতারাতি পাকিস্তান থেকে মুম্বই পাড়ি মুসলিম অভিনেত্রীর?

তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সিনেমাহলে হিন্দি ভাষায় মুক্তি না পেলেও সরাসরি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে বিজয় অভিনীত 'কিংডম'। বিটাউনের অন্দরে কানাঘুষো, ডন ৩ থেকে বিক্রান্ত মাসে সরে আসার পর তাঁর পরিবর্তে দেখা যেতে পারে দক্ষিণী নায়ক বিজয় দেবেরাকোণ্ডকে। ফারহান আখতারের নির্দেশনায় ভিলেনের চরিত্রে দেখা যেতে পারে বিজয়কে। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। 

আরও পড়ুন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত আসিফ, কেমন আছেন 'পঞ্চায়েত' খ্যাত অভিনেতা?

Vijay Deverakonda